আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব।
সতর্কতামূলক একটি বিষয়, যা আমাদের সকলের জানা উচিৎ।
না হলে কখন কি হয় বলা যায় না।
আগে থেজে সতর্ক হলে আমাদের এ সমস্যাগুলোতে পড়তে হবে না।
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির।
তাই একটি দিন ও আমরা কল্পনা করতে পারি না প্রযুক্তির ব্যবহার ছাড়া।
এই প্রযুক্তি গুলো যদি সতর্কতার সাথে না ব্যাবহার করি তাহলে অনিবার্য আমাদের অনেক বিপদ হতে পারে।
ইনটারনেট যেমন ভাল ও অনেক দরকারি তেমন অসচেতনতার কারনে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের।
১[ ফ্রি ওয়াই-ফাই ব্যাবহার করাঃ
যেখানে আমরা দেখতে পাই যে ফ্রি ওয়াইফাই আমরা কোনো বাধা মানি না ছুটে যাই ফ্রী ওয়াইফাই ব্যাবহার করতে।
আপনি কি জানেন ফ্রি ওয়াইফাই ব্যাবহার এর ফলে আপনার মোবাইল ফোনের ব্যাক্তিগত তথ্য আপনার অজান্তেই চুরি হতে পারে।
আপনার ফোনের সমস্ত তথ্য হ্যাক হতে পারে।
এছাড়া ও আপনার ফোনের সেভ থাকা ব্যাংকের একাউন্ট ও হ্যাকারদের হাতে যেতে পারে।
সূতরাং এখন থেকে সাবধান হোন
সব জায়গায় ফ্রি ওয়াইফাই ব্যাবহার থেকে বিরত থাকুন।
২]ব্যাক্তিগত পাসওয়ার্ড আদান-প্রদান করবেন নাঃ
পাসওয়ার্ড একটি নিরাপত্তার চাবিকাঠি।
কখনো একান্ত ব্যাক্তিগত হলে ও পাসওয়ার্ড কাউকে দিবেন না।
নিজের মধ্য সীমাবদ্ধ রাখুন পাসওয়ার্ড।
এছাড়াও ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানি থেকে তারা কখনো ব্যাক্তিগত পাসওয়ার্ড চাইবে না।
এ বিষত সতর্ক থাকুন।
এ বিষয়ে কোন ফোন পেলে পুলিশের সাথে যোগাযোগ করুন।
৩] অনলাইন শপিংঃ
অনলাইনে কেনাকাটা এখন আমাদের নিত্যদিনের সাথে জনপ্রিয় হয়ে উঠেছে।
যেকোন পন্যা পছন্দ হলেই আমরা অর্ডার করি।
এবং আমরা মুহুর্তে পেয়ে যাই পন্য।
কখনো ভেবে দেখছেন, সময় বাচাতে গিয়ে আমাদের কত ক্ষতি হচ্ছে।
*আমরা অনেক অজানা ওয়েবসাইট এ কেনাকাটার সময় পেমেন্ট করতে গিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যাবহার করে থাকি।
কিন্তু এ সময় আমাদের কার্ড এর পার্সোনাল ইনফরমেশন ফাস হয়ে যায়।
তাই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এই ধরবের ঝুকি থেকে নিজেকে মুক্ত রাখুন।
৪] ট্রাভেল প্লানিং শেয়ারঃ
কোনো স্থানে ট্রাভেল এ গেলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যামে শেয়ার না করে নিজের পরিবার এর মধ্য রাখুন।
হতে পারে এর ব্যাতিক্রম বাড়ীতে লোকজন না থাকায় আপনার বাড়ীতে চুরি।
তাই এ বিষয় এ সজাগ হোন।
৫] এপ্লিকেশন ব্যাবহারঃ
অনেক সময় আমরা থাড পার্টি ব্যাবহার করে থাকি।
এগুলা এপ্স অনেক পারমিশন চেয়ে থাকে আমাদের থেকে, আমরা নিজের অজান্তে অনেক পারমিশন ভুল করে দিয়ে থাকি।
এজন্য আমাদের অনেক ব্যাক্তিগত তথ্য হারিয়ে যাওয়ার ভয় থাকে।
তাই কোনো এপ্লিকেশন ব্যবহার করার পূর্বে কিসের পারমিশন চাচ্ছে দেখে কনর্ফাম হোন।তার পর পারমিশন দিন।
আরো বিভিন্ন সতর্কতামূলক বিষয় আছে।
আমরা সাবধান থাকব।
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ
bettar luck.
পোস্ট গুলো খুব ছোট হচ্ছে আরেকটু বড় করার চেষ্টা করুন।???