আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন।

আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আরো একটি চেনা জানা টপিক নিয়ে হাজির হলাম!

টপিকের বিষয়বস্তু আপনারা আমার পোষ্টের টাইটেল দেখে বুঝে গেছেন,

তো টাইটেলে সম্বন্ধে বিস্তারিত কিছু মেইন পোস্টে এ বলে নেই।

আপনারা সবাই ক্রোমো ডাইনোসর গেম এর সাথে খুবই পরিচিত, আমাদের যখন ইন্টারনেট কানেকশন থাকে না। তখন এই গেমটি আমরা ব্রাউজারে দেখতে পাই এবং এটি আমরা খেলতে পারি।


আসলে এই গেমটি কিন্তু সবার ক্ষেত্রে অনেকটাই বোরিং লাগে,

সবার বলতে কি,,, আমি যদি আমার নিজের দিক দিয়ে বলি, আমার ক্ষেত্রে অনেক বোরিং একটা গেম।

এখানে যদি আপনি লেভেল আউট করেন তাহলে আপনাকে পুনরায় সেখান থেকে শুরু না করে একদম প্রথম থেকে শুরু করে।

অর্থাৎ গেমের মাঝখানে যে মজা সেটি উপলব্ধি করা যায় না।

আমাদের অনেকের ইচ্ছা যে গেমের শেষটা কতদূর?

বা এই গেমটার শেষ কোথায়? অথবা আমাদের যতদূর সম্ভব গেমটা খেলে, আমাদের সাধ্যমত গেমের শেষটুকু দেখা,

কিন্তু আমরা যারা যখন এই গেমটি খেলতে শুরু করি, তখন আমরা যদি যতটুকু সম্ভব, সেই শেষটা দেখার জন্য খেলতে শুরু করি,

কোন পিলারের সাথে সংযোগ হলে আমরা গেম থেকে হেরে যাই। এবং আমরা চাইলেও এরপরে কি আছে সেটি দেখতে পারি না।

 

আপনাদের সেই মনোবাসনা পূরণ করার জন্য আজকে আমি ক্রমও ডিনো গেইম হ্যাক দেখাবো, যে কিভাবে এটি তিন মিনিটের মধ্যে হ্যাক করতে পারেন।

 

এখন আপনরা অনেকে নিয়ত করেছেন, যারা আমার পোষ্টের বাকিটুকু না পড়েই উল্টোপাল্টা কমেন্ট করবেন, তারা হয়তোবা এটা ভাবতেছেন, যে এটা আর কি এমন! এটা নিয়ে অলরেডি ট্রিকবিডি তে পোস্ট আছেই।

হুম ভাই আমিও মানছি পোস্ট আছে,

কিন্তু সেই পোস্টে ফোন দিয়ে না দেখিয়ে, পিসি বা ল্যাপটপ দিয়ে অনেকে দেখিয়েছে। যেটি নরমাল ইউজারদের ক্ষেত্রে বোঝা অনেক কঠিন ব্যাপার,

আর আমাকে অনেক রিকুয়েস্ট করেছে যে মোবাইল দিয়ে কিভাবে এই ক্রোমো দিনোকে হ্যাক করব সেটি দেখানোর জন্য,

তাই এই পোস্টটি করা আশা করি,

যারা উল্টোপাল্টা কমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি পাল্টে ফেলুন। যারা নতুন তাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যে আমার এই পোস্ট করা।

তো প্রথমে আপনারা আমার স্ক্রিনশটে দেখানো যে সার্চ নামটি দেখতে পারছেন এটি লিখে গুগলে সার্চ করবেন,

তারপর নিচে যে ওয়েবসাইটে দেখতে পারছেন, যারা প্রোগ্রামার বা কোডার আছেন তারা এদের সাথে খুবই পরিচিত। তবে যারা নতুন তাদের কাছে নতুনই লাগবে।

এরপর আপনার এটি ওপেন করবেন,


তো আমি যদি আপনাদের দেখাই দেখেন আমি এখন গেম পেলে করলে সেটি যখন পিলারের সাথে ধাক্কা খাচ্ছে, তখন আমি গেম খেলতে পারছি না।

এখন আমরা এটাকে হ্যাক করবো।


এজন্য আমরা Js নামে যে অপশন টি দেখতে পারছেন,

এখানে ক্লিক করবেন।


তারপর নিচের এই Javascript কোডটি কপি করে নিনঃ

কোডঃ

var original = Runner.prototype.gameOver
Runner.prototype.gameOver = function (){}

 


এর এইখানে পেস্ট করে দিন।

 

এখন Result এ ক্লিক করুন, তারপর গেইম টি প্লে করুন।

আর দেখুন, গেইম হ্যাকড!?

যাইহোক, অনেক কিছুই বল্লাম, যদি কিছু ভুল বলে, থাকি। বা কোথাও কোনো মিস্টেক হয়, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

কোনো সমস্যা হলে কমেন্ট এ জানাবেন, আমি ঠিক করে দেবো।

আজকের পোস্ট এ পর্যন্তই, কথা হবে আগামী কোনো পোস্ট এ।

তো সবাই ভালো থাকবেন।

~আল্লাহ হাফেজ।

 

11 thoughts on "২ মিনিটের ও কম সময়ে মোবাইল দিয়ে ক্রোমো Dino গেইম হ্যাক করুন। Hack Dino Game in Mobile"

  1. Nayan Contributor says:
    ভাই টিকটক আইডি হেকিং নিয়ে পোষ্ট দেন
  2. Avatar photo Ridoy6979 Contributor says:
    Kaj hoyna vi
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      ok kon jaygay smmsha seta blen.slove kre dissi
  3. Avatar photo Chanchal Islam Author says:
    Good , but agew erkm e ekta post chilo mobile er kiwi browser dye
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Chanchal Islam ধন্যবাদ, বাট আমি দেখিয়েছি ক্রোমো ব্রাউজার দিয়ে কোড ট্যাব এর মাধ্যমে, এ সিস্টেম এ এখনো দেখাই নাই, মেইবি।
    2. Avatar photo Chanchal Islam Author says:
      Hm.. kew dekhaynai
  4. SXT-SHUVO Contributor says:
    Tnx working
  5. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এটা জানতাম ভাই?

Leave a Reply