Howdy,
আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে, কি নিয়ে আলোচনা হবে সেটা আপনি হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন। তো চলুন মূল কথায় আশা যাক।
Location কি :
লোকেশন কি, কিভাবে কাজ করে এই সব বিষয় জানে এমন লোক খুজে পাওয়া কষ্ট কর হয়ে যাবে। তাই লোকেশন কি তা নিয়ে বিস্তারিত বলছি না সরাসরি মূল কাজে চলে যাই।
আজকের লোকেশন হ্যাকটা অনেকটা পাওয়ারফুল কেউ মিস করবেন না।
প্রথমে আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।
pkg update && pkg upgrade -y
এওন আমরা port forwarding এবং গিট প্যাকেজ ইনস্টল করবো।
pkg install cloudflared git -y
এখন আমরা গিহটাব থেকে টুলসটি ডাউনলোড করবো।
git clone https://github.com/thewhiteh4t/seeker.git
এখন ডাউনলোড করা ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো।
cd seeker
এখন আমরা bash file টি পারমিশন দিবো।
chmod +x install.sh
Permisssion হয়ে গেলে আমরা ব্যাশ ফাইলের কিছু মডিউল ইনস্টল দিবো।
./install.sh
Modules ডাউনলোড শেষ হলে আমরা মেইন টুলসটি রান করবো।
python seeker.py
এখানে ৭ টি টেমপ্লেট আছে আপনি আপনার মতো করে বেচে নিবেন আমি 4 নাম্বারটি নিলাম।
Random যেকোন নাম দিতে পারেন সমস্যা নাই।
এওন একটা ছবি চাইবে ফোন থেকে যেকোন একটা ছবির লোকেশন কপি করে পেস্ট করে দিবেন।
Group er description দিবেন নিজের ইচ্ছে মতো ।
তারপর ওই group এ কত জন মেম্বার আছে ইচ্ছে মতো দিয়ে নিবেন।
এরপর কতজন online আছে সেটাও ইচ্ছে মতো দিয়ে নিবেন।
তারপর এই রকম ইন্টার পেইজ আসবে।
Left side থেকে new session এ চলে যাবো।
আমাদের পোর্ট forwarding command টি রান করে দিবো।
cloudflared tunnel –url http://127.0.0.1:8080
রান করলে এই রকম আসবে।
আমার মার্ক করা লিংকটা কপি করে নিবে এবং যার লোকেশন নিতে চান তাকে সেটা দিয়ে দিবেন।
ওই লিংকে ক্লিক করলে এই রকম আসবে যখন view in telegram click করবে তখন তার থাকে লোকেশনের পারমিশন চাইবে তখন পারমিশন দিলেই কাজ শেষ।
দেখতে পাচ্ছেন তার ফোনের সকল ইনফরমেশন পেয়ে গেছেন সাথে তার লোকেশন দেখার জন্য Google map এর লিংক দিয়ে দিছে।
এইভাবে একেবারে একুরেট লোকেশন দেখতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
vai ami akta sossai porci vai apnar sate akante kotha bolte cai 🥰🥰
plz vai reply 🙏🙏
asakori kono wupay bolben amake 🥰🥰
ekhon abar access denied show korche.
kintu emon hocche keno?