আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে একটি ছোট হ্যাকিং ট্রিক। ছোট ট্রিক বলে কেউ এড়িয়ে যাবেন না, এই ছোট ট্রিক গুলোই একসময় আপনাকে বড় কোন কাজে সাহায্য করতে পারে।

আর অনেকেই এই ট্রিকটা জানেন, যারা জানেননা শুধু তাদের জন্য। আর এটি হ্যাকিং ছাড়াও যেকোন আইডি এর পাসওয়ার্ড ভুলে গেলে যদি কোন ব্রাওজারে সেভ থাকে বের করতে পারবেন।

তো ধরুন আপনার বন্ধু আপনার পিসিতে তার ফেসবুক একাউন্ট লগিন করে চালিয়েছিল। এরপর লগআউট করে রেখে যায় এরপর আপনি দেখলেন তার একাউন্ট সেভ হয়ে আছে, মানে ইমেইল দেখা যাচ্ছে আর পাসওয়ার্ড ডট আকারে দেখাচ্ছে এবার আপনি ইচ্ছা করলেই তার আইডি লগিন করতে পারেন। কিন্তু পাসওয়ার্ড তো দেখতে পারবেন না!!

আমার ট্রিকটি এই পর্যায়েই আপনার কাজে লাগবে কিভাবে এই রকম পাসওয়ার্ড গুলো দেখবেন।

কিন্তু এই কাজটি স্কিনশট আকারে কেউ বুঝবেন না। তাই ভিডিও আকারেও দিলাম।

তো ঝটপট নিচের ভিডিওটি দেখে ফেলুন-

How To Convert Password DOTS into TEXT | Basic Hacking Trick

যারা স্পাম মনে করতেছেন। তারা দয়া করে ভিডিওটি দেখবেন। এরপর কমেন্টে বলবেন এই রকম ক্রিটিকাল জিনিস স্কিনশট দিয়ে বুঝানো যায় কিনা!

ধন্যবাদ।

9 thoughts on "কিভাবে যেকোনো পাসওয়ার্ড কে লেখায় পরিণত করে দেখবেন?"

    1. Avatar photo Bellal Contributor Post Creator says:
      Hm
  1. Avatar photo Ashraful Contributor says:
    S দিয়ে দিলে কি তের বেনকে মানুষ দেখবে নাকি ?
    ABUL
  2. Avatar photo bappi banik Author says:
    আপনার post এর মত লিংক কিভাবে দেয় তা বলুন।
    ভাই হেল্প ডাইরেক্ট লিংক দেয়ার জন্য কি কি code use করতে হয় একটু তার detisl বলুন। প্লিজ হেল্প।
    1. Avatar photo Bellal Contributor Post Creator says:
      bujlam na…….kiser direct link dilam
    2. Avatar photo bappi banik Author says:
      ami akta help cassilam.. ami help seta paisi… so no prb….
    3. Avatar photo Trickbd_sdq Author says:
      Example soho bujassi inbox asun. fb/naimsdq0
  3. siyam39 Contributor says:
    how to report post?
  4. Avatar photo Bellal Contributor Post Creator says:
    Fb te cantact korun fb.com/bellal.stk

Leave a Reply