কিছু কথা:-
আপনারা যারা আমার পোষ্টের সাথে পরিচিত তারা হয়তো জানেন,
আমার পোষ্ট সবসময় সম্পূর্ণ ও কার্যকরী হয়।
তাছাড়া,
আমিও সবসময় বিস্তারিতভাবে সবকিছু জানাতে চেষ্টা করি।
কিন্তু অনেকসময় হয়তো তা সম্ভব হয়ে উঠেনা।
ফলে পাঠকদের কারো কারো ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হতে হয়।
আমাকে তেমনই ভুক্তভোগী একজন ভাইয়া মেসেজ দিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।
জানিনা কেনো………!!!
উনি শুধুমাত্র কারণ হিসেবে জানিয়েছেন,
উনার নাকি ট্রিকবিডিতে আমার করা পোষ্টের কারণে অনেক বড় ক্ষতি হয়েছে।
কিন্তু উনাকে অনেকবার জিজ্ঞেস করেও ক্ষতির ধরণ,পরিমাণ ও আমার করা কোন পোষ্টের জন্য উনার ক্ষতি হয়েছে,তা জানতে পারিনি।
উনি হেল্প এর জন্য আমার ফোন নাম্বার ও নিয়েছিলেন।
কি করেছেন,আল্লাহ্ ই জানেন।
উনার কারণেই এতোদিন আপনারা আমার পোষ্ট পাননি।
কিছুটা মন খারাপ হয়েছিলো……….।
কিন্তু কিছু ভাইয়াদের আগ্রহ দেখে আর পারলাম না।
শেষমেশ পোষ্ট করার সিদ্ধান্ত নিলাম।
কৌশিক ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী,আপনার অনুরোধের পোষ্ট সময়মত দিইনি বলে।
কিছুদিনের মধ্যে দিয়ে দিবো আশা করি।
যাইহোক,
এসব মান-অভিমান পেছনে ফেলে এবার মূলপর্বে আসা যাক।
মূলপর্ব:-
শিরোনাম দেখেই হয়তো আজকের পোষ্ট সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
কিন্তু শুরুতেই আপনাদের এ সম্পর্কে কিছুটা ধারণা দেয়া দরকার।
কারণ,
এই ফ্রি কল সাধারণ নিয়মে করা যাবেনা।
এটি রবির একধরণের সেবা।
এটি যে ধরণের সেবা:-
রবিতে আমরা যেমন মেসেজিং সেবা হিসেবে “রবি সার্কেল” ইউজ করি।
তেমনিভাবে,
এটিও রবির একটি ভয়েস মেসেজিং সেবা।
যা “রবি আড্ডাবাজি” সার্ভিস নামে বহুল পরিচিত।
হয়তো অনেকেই এটি ইউজ করে থাকেন।
সাধারণত দৈনিক ১ টাকায় ৫০ মিনিট করে কিনে কথা বলা যায় এই সিস্টেমে।
কিন্তু মিনিট শেষ হয়ে গেলে…….?
আবার টাকা খরচ!
অনেকেই প্রথমদিকে রবি আড্ডাবাজি সার্ভিসে একাউন্ট খুলে ফ্রি ৬০০ মিনিট পেয়েছেন হয়তো।
কিন্তু মিনিট শেষ হয়ে গেলে আবার টাকা দিয়ে কিনতে অনিচ্ছুক।
আশা করি আজকের পোষ্টই পারবে আপনার চিন্তা ঘুচাতে।
তো চলুন শুরু করা যাক:-
নতুনদের জন্য:-
১.প্রথমেই আপনি আপনার সিমের ব্যালেন্স ৩০ টাকার নিচে করে ফেলুন।(যদি থাকে।)
সবচেয়ে ভালো হয়,যদি এমন একটি সিম ইউজ করেন যেটিতে আপনি কখনোই ৩০ টাকার বেশি টাকা রাখেননা/রিচার্জ করেননা।
২.এবার 2828 -এ ডায়াল করুন।
ওদিক থেকে কল রিসিভ করে হাবিজাবি অনেককিছুই বলবে।
আপনার ওসব শুনার দরকার নেই।
আর শুনলেও দরকারি কোনো ইনফরমেশন পাবেননা।
৩.এবার ওদিক থেকে যদি বলে,
“রবি আড্ডাবাজি বন্ধুদের জগতে স্বাগতম”
তখন আপনি Call Connected থাকা অবস্থায় টাইপ করুন 19।
৫ সেকেন্ডের মত অপেক্ষা করে Call End করুন।
৪.অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে মেসেজ আসবে।
মেসেজে পাবেন আপনার আইডি কোড।
এই কোড হবে ৯ ডিজিটের।
যেমন: 102870729
৫.কতৃপক্ষ আপনার আপনার ID Code ৯ ডিজিটের দিলেও কল করতে গেলে আপনার আইডি কোড লাগবে মাত্র ৬ টি।
অন্যথায় কল করতে পারবেন না।
এখন আপনি কিভাবে আপনার ID Code জানবেন?
আপনাকে দেয়া ৯ ডিজিটের কোডের লাস্ট ৬ ডিজিট ই হলো আপনার আইডি কোড।
যেমন: 870729
৬.কত কিছুই তো করলাম,
এখনো ব্যালেন্স টাই চেক করা হলো না!
ডায়াল করুন 2828 আর কানেক্ট থাকা অবস্থায় প্রেস করুন 10.
তাহলেই আপনি আপনার অবশিষ্ট ব্যালেন্স শুনতে পাবেন।
“তোমার বাকি আছে ৬০০ মিনিট!”
পুরাতন আড্ডাবাজি ইউজারদের জন্য:-
১.ডায়াল করুন 2828 এ।
২.এবার প্রেস করুন 182।
তাহলে,আড্ডাবাজি সার্ভিস বন্ধ হবে।
৩.ডিএক্টিভেশন মেসেজ আসলে,
পুনরায় নতুনভাবে প্রদত্ত নিয়মে রেজিস্ট্রেশন করুন।
আপনি আবার পেয়ে যাবেন ৬০০ মিনিট!
তাও আবার একদম ফ্রিতে!
মিনিট শেষ হয়ে গেলে পুনরায় ডিএক্টিভ করে আবার নতুনদের জন্য দেয়া নিয়মে একটিভ করে ৬০০ মিনিট করে ফ্রিতেই নিয়ে নিন।
কল করবেন যেভাবে?
১.2828 -এ ডায়াল করুন।
২.এবার টাইপ করুন *5102 আপনার কাঙ্ক্ষিত ID#
যেমন: *5102870729#
নাম্বার যেভাবে সেভ করবেন:-
নাম্বার সেভ না করলে তো আর কে কল করেছে তা বুঝতে পারবেন না।
এক্ষেত্রে আপনাকে যা করতে হবে:—
Id Code এর আগে 2828102 এড করে নাম্বারটি সেভ করে নিবেন।
চাইলে Call History থেকেও সেভ করতে পারেন।
তাহলেই আপনি Caller এর নাম দেখে সনাক্ত করতে পারবেন।
তবে স্পষ্ট করা ভালো যে,
এই সেভ করা নাম্বার দিয়ে আপনি কল করতে পারবেন না।
কল করতে হলে অবশ্যই উপরোল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
বিঃদ্রঃ-
১.কল কানেক্টেড থাকা অবস্থায় যে নাম্বারগুলো প্রেস করতে বলেছি,
সেগুলো প্রেস করার সময় একটু বিরতি দিয়ে প্রেস করবেন।
যেমন: ১…৮….২ এভাবে।
তাড়াহুড়ো করবেন না।
২.প্রতিবার রেজিস্ট্রেশন বাতিল করার পর নতুনভাবে রেজিস্ট্রেশন করলেও আগের ID Code অপরিবর্তিত ই থাকবে।
সুতরাং,
ID Change হওয়ার কোনো সম্ভাবনা ই নেই।
বারবার একই নাম্বার দিয়েই আনলিমিটেড করতে পারবেন।
৩.উল্টাপাল্টা কোনোকিছু প্রেস করে আইডি নষ্ট/ফ্রি মিনিট হ্যাকিং এর ১২ টা বাজালে আমি কোনোভাবেই দায়ী নই।
৪.অনেকসময় সার্ভার-এ প্রবলেম দেখা দিতে পারে।
ফলে কল দিলে বলতে পারে “দেখা যাচ্ছে আপনি যেই বন্ধুকে কল করেছেন সেই বন্ধুটি এই মুহূর্তে ব্যস্ত আছে”
এমতাবস্থায় আপনাকে কলটি কেটে দিয়ে পুনরায় নতুনভাবে শুরু করতে হবে।
৫.দিনদিন ইউজার বেড়ে যাচ্ছে।
ফলে সার্ভার প্রবলেম ও বাড়ছে।
বেশিরভাগ সময়ই ব্যস্ত বলতে পারে অথবা কল ড্রপ হতে পারে।
৬.এই হ্যাকিং সিস্টেমটি ওরা বুঝতে পারলে যেকোনো সময় অফ করে দিতে পারে।
সুতরাং যতদিন আছে,চুটিয়ে মজা নিন।
৭.কথা বলতে হলে অবশ্যই কোড নাম্বার যেহেতু দরকার,সেহেতু আপনাকে আগেই আইডি নাম্বার কালেক্ট করে রাখতে হবে।
আমারটাও কালেক্ট করে রাখুন।
আশা করি তা করবেন ও না।
৯.রবি আড্ডাবাজি এপস ও আছে।চাইলে এইলিংকথেকে ডাউনলোড করে নিতে পারেন।
সাইজ:- ১৮ এমবি+ মাত্র।
তবে আমি এখনো ইউজ করে দেখিনি।
আপনারা দেখে জানাবেন।
১০.কেউ অযথা এই টপিক নিয়ে আর পোষ্ট করবেন না।
আমার পোষ্টই ফাইনাল।
ফ্রিনেট বানিয়ে ফেলবেননা।
ফলাফল ভালো হবেনা।
১১.আইডি খোলা শেষ হলে সবার ID Code কমেন্ট করে জানান।
বিপদে-আপদে যাতে কাজে লাগাতে পারেন।
১২.আর হ্যাঁ,
ইদানিং সার্ভার প্রবলেমের কারণে কোড আসতে সমস্যা হচ্ছে।
যদি এরকম কিছু হয় তাহলে,
কোড পেতে অন্য কারো কোডে নাম্বারে কল দিন অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
তাহলেই কোড পেয়ে যাবেন।
আমিও আমার নতুন আইডিতে কোড ID CoDe এভাবেই পেয়েছি।
শেষোক্ত:-
ট্রিকবিডিতে আমার লেখালেখি করা পেছনে কিছু কারণ অবশ্যই ছিলো।
প্রথমত আমি চেয়েছিলাম যা জানি,তা সবার মাঝে নিঃস্বার্থভাবে ছড়িয়ে দিতে।
দ্বিতীয়ত চেয়েছিলাম পরিচিতি ও সম্মান।
বিভিন্ন সাইট/ব্লগে যারা লিখালিখি করেন,দেখা যায় তারা অনলাইনে অধিক পরিচিত।
পজিটিভ লিখা হলে সবাই তাদের রেসপেক্ট করে।
যেহেতু ট্রিকবিডি দেশের অন্যতম সেরা একটি সাইট।
সেহেতু,এখানে লেখালেখি করলে আমার লেখা সর্বত্র ছড়িয়ে দেয়ার সুযোগটা অধিকমাত্রায় থাকবে এটাই স্বাভাবিক।
আমার বিগত পোষ্টগুলোতে করা কমেন্ট এর মাধ্যমে আমি সবার ভালোবাসায় সিক্ত হয়েছি।
ফলে আমার ইচ্ছাশক্তি বৃদ্ধি পেয়েছে এবং আমি উপর্যুপরি কয়েকটা পোষ্টও করেছিলাম।
কিন্তু কোনো এক ভাই ফেইসবুকে আমার Profile Picture এ কমেন্ট করে অনেক অনুনয় করে আমার নাম্বার চান।
(ইচ্ছে করেই উনার আইডি গোপন রাখলাম।)
কিন্তু আমি আমার নাম্বার না দিয়ে উনাকে মেসেজ দিই এবং পরে উনার বিপদের কথা শুনে নাম্বার দিই।
কিন্তু নাম্বার পাওয়া মাত্রই উনি আমার চৌদ্দ গোষ্ঠী তুলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
পোষ্টের শুরুতেই যা উল্লেখ করেছি।
সুতরাং,
আমি আর বিশেষ কিছু বলতে চাইনা।
আশা করি এবার থেকে একটু সংযতভাবে কথাবার্তা বলবেন।
আর একটু আগেই উল্লেখ করেছি,
আমি ট্রিকবিডিতে লিখি পরিচিতি+সম্মানের জন্য।
তাই সবার কাছ থেকে প্রাপ্য সম্মানটুকু আমি দাবি করি।
(ক্যারিয়ার গড়তে হলে প্রয়োজন সুপরিচিতি।আর সুপরিচিত ব্যক্তিকে সবাই রেসপেক্ট করে।)
আরেকটা কথা,
আমি পোষ্টের শেষে বারবার উল্লেখ করা সত্ত্বেও আমার পোষ্টগুলো ক্রেডিট না দিয়েই অনুমতি ছাড়া কপি করে অন্য সাইটে পোষ্ট করা হয়।
যে কাজের ফলে লেখার আগ্রহ কমে যায়।
আশা করি বিষয়টা সবাই মাথায় রাখবেন এবং কপিকৃত পোষ্ট পরিহার করে নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে পরিচয় প্রদান করবেন।
যেকোনো ধরণের সমস্যায় আমাকেফেইসবুকেনক করতে পারেন।
যদিও আমার চেয়ে অনেক এক্সপার্ট ট্রেইনার/কন্ট্রিবিউটর ট্রিকবিডিতে আছে।
তারপর ও আমি হেল্প করতে চেষ্টা করবো…….।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”
[facebook এ ঢুকবেন ব্রো]
এখন অনলাইনে আছি।
শুধু রবিতেই আছে এই সার্ভিস।
ফ্রি কাজ করেনা।
তবে সার্ভিস চালু আছে।
কম টাকায় বেশি মিনিট।
ট্রাই করে জানাবেন।
কি আর করবেন।
এখন তো সবারই খানিকটা হলেও উপকার হচ্ছে।
যতদিন পারবেন,
ইউজ করে নিন।
আপনি শুধু আপনার স্বার্থটাকেই বড় করে দেখছেন?
আমিও তো চাইলে এমন করতে পারতাম।
কিন্তু আমি চেয়েছি,
সবাই যাতে সুবিধাটা পায়।
টেনশন কিসের?
আপনি তো অনেকদিন ইউজ করেছেন।
এবার নাহয় অন্যরা কিছুদিন ইউজ করুক।
অফ করে দিলে ভাগ্য খারাপ!
এটা অফ করে দিলে আল্লাহ্ আপনাকে ঠিকই নতুন কিছুর ব্যবস্থা করে দিবেন।
তকদিরের প্রতি বিশ্বাস রাখুন।
বুঝতে পারার জন্য।
যতদিন আছে ইউজ করুন।
বাকিটা আল্লাহ্’র মর্জি।
কারও কথাই কান দিবেন না।
অামরা অাপনার সাথে অাছি।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আপনার মতামতের জন্য।
পোষ্টেই দেয়া আছে “ফোনবুক থেকে কল দেয়া যাবেনা”.
কল করতে হলে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
আপনাকে ও…….।
স্ক্রিনশট দেখুন।
নাম্বার না তো,তার আইডি লাগবে।
২৮২৮ এ কল দিয়ে *5102 আপনার বন্ধুর আইডি কোড# এভাবেই কল দিতে পারবেন।
চেষ্টা করলে নিজে নিজেই পারবেন।
পোষ্টের কলেবর বড় না হলে ভালো দেখায় না।
তাছাড়া,
বিস্তারিত লিখতে গেলে একটু বড় তো হবেই।
ধন্যবাদ
৬০০ মিনিটের মেয়াদ এক মাস।
কেনো ইউজ করবেন না?
ফ্রি বলেই কি?
আচ্ছা।
বেশি কথা বলার অভ্যেস থাকলে এই সুযোগে রবি দিয়ে চালিয়ে যেতে পারেন।
“Thank you for subscription request for Addabaji monthly_AR, your request has been reserved for 7 days owing to insufficient balance, please recharge your account for successful subscription.”
কিন্ত আইডি কোড তো আসে না! কি করব? Please help me.
যাই বলুক না কেনো,কোনো সমস্যা নেই।
আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে।
এখন কোড পেতে অন্য কারো কোডে কল দিন
অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায়
রেজিস্ট্রেশন করুন।
তাহলেই কোড পেয়ে যাবেন।আমিও নতুন আইডিতে
কোড এভাবেই পেয়েছি।
যাই বলুক না কেনো,কোনো সমস্যা নেই।
আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে।
এখন কোড পেতে অন্য কারো কোডে কল দিন অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
তাহলেই কোড পেয়ে যাবেন।আমিও নতুন আইডিতে কোড এভাবেই পেয়েছি।
কোড পেতে অন্য কারো কোডে নাম্বারে কল দিন অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
তাহলেই কোড পেয়ে যাবেন।আমিও নতুন আইডিতে কোড এভাবেই পেয়েছি।
সাথেই থাকুন।
আপনাকে ধন্যবাদ।
মিনিট চেক করে দেখুন।
আইডি কোডের জন্য অন্য কারো কোডে কল দিন।
অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
সার্ভার প্রবলেম হয়তো।
“Thank you for subscription request for Addabaji monthly_AR, your request has been reserved for 7 days owing to insufficient balance, please recharge your account for successful subscription.”
কিন্ত আইডি কোড তো আসে না! কি করব? Please help me.
যাই বলুক না কেনো,কোনো সমস্যা নেই।
আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে।
এখন কোড পেতে অন্য কারো কোডে কল দিন অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
তাহলেই কোড পেয়ে যাবেন।আমিও নতুন আইডিতে কোড এভাবেই পেয়েছি।
ট্রাই করে বলেছেন?
নাকি না করেই……..?
কমেন্টগুলো পড়ে দেখুন!
হুট করে অকৃতকার্য বলা ঠিক হয়নি আপনার।
একটু সময় নেয়া উচিৎ ছিলো।
যাইহোক,অভিনন্দন আপনাকে।
সফল হওয়ার জন্য।
সার্ভারের সমস্যা।
এখন কোড পেতে অন্য কারো কোডে নাম্বারে কল দিন অথবা রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
তাহলেই কোড পেয়ে যাবেন।আমিও নতুন আইডিতে কোড এভাবেই পেয়েছি।
সবাই ইউজ না করলেও যাদের সাথে আপনার বেশি কথা বলার প্রয়োজন হয়,
তাদের ফোনে চালু করে দিবেন আর কি!
ডায়াল করবেন না।
শুধু ওদের কথা বলা অবস্থায় ডায়ালারে 10 লিখবেন।
আমি সবমসময় আমার সেরাটাই উপহার দিতে চেষ্টা করি।
দোয়া করবেন।
পোষ্টের শেষের দিকে আমার ফেবু আইডি দেয়া আছে।
একটু কষ্ট করে কালেক্ট করে নিন।
টপিক নাহ,পোস্ট করার স্টাইল,কথার ধরন, বিহেভ! 🙂 😀
কিপ ইট আপ!
আপনার অভিমত আগামীতে আরো ভালো করতে আমাকে প্রেরণা দিবে।
৩০ টাকার কম থাকলেই হবে।
বেশি থাকলে কেটে নিবে।
ধন্যবাদ।
২৮২৮ এ কল দিয়ে ডায়ালারে *5102******# ডায়াল করলেই কী কল যাবে..?? না যাকে কল দিব তাকেও কিছু করতে হবে..??
তাকে কিছুই করতে হবেনা।
তার ফোনে সরাসরি 2828102****** এরকম নাম্বার থেকে কল যাবে।
কিন্তু তার ফোনেও এই সার্ভিস চালু থাকতে হবে আর কোড নাম্বার আপনার জানা থাকতে হবে।
আশা করি বুঝেছেন।
মানসম্মত পোষ্ট করলে তো আপনাকে ট্রেইনার পদ দেয়ার কথা!
যাইহোক,ভালো কিছু করার চেষ্টা করে যান।
হেল্প লাগলে ফেসবুকে জানান।
আর আমি ইচ্ছে করেই এই পোষ্ট দেরিতে করেছি।
ট্রাই ইউর বেস্ট ব্রো……..!
সফল আপনি হবেন ই।
উপরের কমেন্টগুলো দেখেই আপনার বুঝা উচিৎ ছিলো।
আর আপনি হয়তো আমার পোষ্টের সাথে পরিচিত নন।
যাইহোক,আপনিও ট্রাই করে দেখুন।
সফল হবেন আশা করি।
আপনার বন্ধুর ফোনেও এই সার্ভিস টি চালু করে দিয়ে তার ID CoDe টা কালেক্ট করে রাখুন।
এবং কল করতে প্রদত্ত নিয়ম ফলো করুন।
অবশ্যই লাগবে।
তা নাহলে তার কোড নাম্বার আপনি কোথায় পাবেন?
বরাবই চালিয়ে আসছি।
কিন্তু আমাদের অভিযোগ/আবদার শোনার মত টাইম আপনাদের নেই।
এডমিনদের খুব কমই একটিভ দেখা যায়।
যা খুবই হতাশাজনক।
এভাবে বললে তো হবেনা।
কমপক্ষে ৩টি মানসম্মত পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করুন অথবা মেইল করুন।
তাহলেই আশা করি আপনি ট্রেইনারশীপ পাবেন।
আমিতো খেয়াল করিনি।
তবে পোষ্টের শেষে একটা মাত্র এড দেয়ার নিয়ম আছে ট্রিকবিডিতে।
তাও আবার সৌজন্য হিসেবে।
শুধুমাত্র সিমের মেয়াদ থাকলেই হলো।
আশা করি বুঝাতে পেরেছি।
এভাবে ব্লেইম করা ঠিক না।
এভাবে আক্রমণ,পাল্টা আক্রমণ কেনো?
তবে ভালোই লাগলো,
কোনো অশ্রাব্য ভাষা ব্যবহৃত হয়নি বলে।
আমার তো এয়ারটেল সিম নেই।
তাই এ মুহূর্তে জানাতে পারছিনা।
দুঃখিত।
vai app ta kaj kore na keno
আড্ডাবাজি এপসটি আমি এখনো ইউজ করিনি।
তাই এটি সম্পর্কে বলতে পারবো না।
তাহলে আমি হেল্প করতে পারবো না।
এখনো ইউজ করিনি।
তাই……….!!!
ঠিকই তো আছে।
আপনি আবার চেষ্টা করুন।
তখন হয়তো সার্ভারের সমস্যা ছিলো।
আপনার কোড নাম্বার হবে,
৭২৭৭৭১
দেরিতে হলেও দেখার জন্য ধন্যবাদ।
ট্রাই করেছি কিন্তু নেয়া যায়না।
রেজিস্ট্রেশন বাতিল করেই নিতে হয়।
তবে আরেকটা সিস্টেম আছে।
রিস্কি বলে বেশিদূর গেলাম না।
তখনই টাকা কেটে নেয়ার সম্ভাবনা আছে।
তাই এই সিস্টেমের কথা আমি উল্লেখ ই করিনি।
সহজভাবে যখন করা যাচ্ছে,
তখন বেশিকিছুর আর কি দরকার?
আসছে……….!
না থাকলে কোড নাম্বারটি কিভাবে পাবেন?
আমার কাছে এয়ারটেল সিম নেই।
আপনি ট্রাই করে জানান।
কি করতাম?
শেয়ার করার জন্য।
সবই লিখা আছে।
বিঃদ্রঃ অংশ পড়ে দেখুন।
তবে একাউন্ট এর মেয়াদ থাকতে হবে।
সার্ভার ডাউন হয়েছে হয়তো।
একসাথে যদি হাজার হাজার মানুষ ট্রাই করে,
তাহলে তো এমনই হবে!
সার্ভার ডাউন।
এটা যেহেতু তাদের একধরণের সেবা,
সেহেতু পুরোপুরি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
অপেক্ষা করুন।
তার ফলাফল এটা কি হলো???
যা রাগ হচ্ছে………..!
এই মুহূর্তে রবি আড্ডাবাজি সার্ভারে ওভারলোড হওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে।
এটা যেহেতু তাদের একধরণের সেবা,
সেহেতু পুরোপুরি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
অপেক্ষা করুন।
নয়তো, আপনার এই ট্রিক আপনার সদস্য + কোম্পানি দুজনই দেখবে।
যার ফলাফল এই রকমই হবে সব সময়।
Warning!!!!!!!!!!
এটা কোনো সিক্রেট ট্রিকস নয়।তবে পাবলিশ না হওয়াতে আপনারা জানতে পারেননি।
শুধুমাত্র মিনিট হ্যাকিং টাই আমার আইডিয়া।
বাকিসব রবি আজিয়াটা লিমিটেডের।সুতরাং,এই সার্ভিস ঠিকই চালু থাকবে।বড়জোর মিনিট হ্যাকিং সিস্টেমটা অফ করবে।১ টাকায় ৫০ মিনিট করে কিনতে পারবেন তার পরেও।টেনশন করবেন না।
প্লিজ ভাই এটা হাইড করবেন।
জিপি ইজিনেটের কি-অবস্থা হলো দেখলেন??
বন্ধ হবে কি হবেনা,সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই।
আমি পোষ্টেই উল্লেখ করেছি,
এই ট্রিকস যেকোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে।
আমি শুধু হেল্প করতে চেয়েছি!
সার্ভার এখন কিছুটা ফ্রি…………!!!
Now all right
উনি হয়তো না বুঝেই কমেন্ট করেছিলেন।
আমি বারবার বলি,
সবকিছু ভালোভাবে জেনে/শুনে/বুঝেই আমি পোষ্ট করি।
তারপরও কেনো যে উনারা………………………………….!!!
শীঘ্রই দেয়া যায় কিনা।
পরবর্তী পোস্ট কি নিয়ে?
Koushik ভাইয়ের রিকুয়েস্ট করা Xposed নিয়ে।
তারপর Sabbir ভাইয়ের রিকুয়েস্ট WCC2 হ্যাকিং (Non Root).
পরেরটা জানা নেই।
একটু সময় লাগবে।
ডিজাইন করতে।
Thanks for subscribing Robi Addabaji service. Your ID is .Dial 2828 and talk to your friend now.
plz help
আইডি পেতে হলে অন্য একটি ID Code এ কল দিন।
অথবা,রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
Thank you for subscription request for Addabaji monthly_AR, your request has been reserved for 7 days owing to insufficient balance, please recharge your account for successful subscription.
Taka dhukale koto katbe?
টাকা রিচার্জ করলে কাটবেনা।
আর এক সপ্তাহের মধ্যে ৩০ টাকার বেশি রিচার্জ/ব্যালেন্স রাখবেন না।
তাহলেই হবে।
ধন্যবাদ।
টাকা লাগবেনা।
শুধুমাত্র মেয়াদ থাকলেই হলো।
আপনাকে পোষ্টটি আরো একবার ভালোভাবে বুঝে পড়ার সাজেশন দিচ্ছি।
তাহলেই সব বুঝতে পারবেন।
অফ করবেনা।
এটা ওদের সার্ভিস।
বড়জোর হ্যাকিং সিস্টেমটা অফ করলে করতে পারে।
তারপরও ১ টাকায় ৫০ মিনিট অফার চালু থাকবে।
তাহলেই সরাসরি কল চলে যাবে।
আর যদি কোনো প্রোফাইল মিস করেন,
তাহলে 2 প্রেস করলে আগের ও 3 প্রেস করলে পরের প্রোফাইল শুনতে পাবেন।
ধন্যবাদ।
কারণ,
আমি কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করিনি।
তবে ফিঃ লাগবে বলে মনে হয়না।
আপনি যেহেতু অসদুপায় অবলম্বন করছেন,সেহেতু আপনার অংশগ্রহণ না করাটাই শ্রেয় হবে বলে আমি মনে করি।
আপাতত কলিং ফিচার দিয়েই কাজ চালান।
বেশি লোভ করতে গেলে আবার সব হারাতে পারেন।
(সম্ভাবনা!)
কখন চালু হয়েছে আমি ঠিক বলতে পারবো না।তবে বছরখানের অধিক তো হবেই!
আর মেয়েরা তো ইউজ করবেই।
মিসড কলের চেয়ে এই সার্ভিস তো অনেকাংশেই ভালো হবে।
তাই না?
অপেক্ষায় থাকুন।
ধন্যবাদ।
আপনি রেজিস্ট্রেশন বাতিল করে পুনরায় রেজিস্ট্রেশন করুন।
অথবা,
আমার ID তে কল দিন।
আমি আপনার কোড কমেন্ট করে জানাচ্ছি।
নতুন পোষ্ট করেছি।
dekhechi.
the best
কল তো আসেনি!
তবে খুব ভোরে কয়েকজনের কল পেয়েছি।
সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি।
মিসড কল হয়ে গেছে।
মেয়াদ যতদিন হবে হোক।
হ্যাকিং সিস্টেমটা চালু থাকলেই হলো।
আর অফ করে দিলেও কম টাকায় বেশি মিনিটে কথা বলতে পারবেন।
কোনো সমস্যা নেই।
উৎসাহিত করার জন্য।
এখন সবই তো ঠিক আছে।
Invalid বলবে কেনো?
আপনি মনে হয় ভুল কোড প্রেস করেছেন।
আবার চেষ্টা করুন।
বারবার ট্রাই করুন।
আগে এক চান্সেই কল যেতো।
এখন ইউজার বেড়ে যাওয়াতে এই প্রবলেম……!
সমাধান কি?
Server Busy.
আবার চেষ্টা করুন।
আশা করি আগামীতে আর ফ্রিনেট ট্রিক চাইবেন না।
কিন্তু যার সাথে কথা বলবেন,তার নাম্বারেও এই সার্ভিস একটিভ থাকতে হবে।
এবং কোড নাম্বারটি লাগবে।
kotha sunte pabe naki?
আপনার কোথাও ভুল হচ্ছে।
আরেকটু ভালোভাবে দেখেই মন্তব্য করুন।
চালুই আছে।
আপনি আবার দেখুন
আপনার কমেন্ট তখন আমার চোখে পড়েনি।
কিন্তু এখন ফ্রি সার্ভিস অফ।
কম টাকায় ইউজ করতে পারবেন এখন।
পোষ্টে ১৯ টিপে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে।
সঠিকভাবে রেজিস্ট্রেশন করলেই মিনিট পাবেন।
অন্যথায় পাবেন না।
পোষ্টেই তো উল্লেখ আছে।
১০ টাইপ করবেন।
এখন আমার একাউন্ট এ টাকা বেশি আছে।
তাই আমি চেক করতে পারছিনা।
দুঃখিত।
আমি আগে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু আইডি ভুলে গেছি,আনরেজি. করে আবার রেজি. করলেও আইডি পাচ্ছিনা কি করতে পারি?
অন্য কারো আইডিতে কল দিলেই পাবেন।
কারো আইডিতে কল দিয়ে তার কাছ থেকে আপনারটা জেনে নিন।
১ সপ্তাহ পর রিচার্জ করলেই ভালো হবে।
শুধুই রবি।
আমার জানামতে অন্য অপারেটরে এরকম কোনো সার্ভিস নেই।
তবে সার্ভিসটা আছে।
আগের প্ল্যানে।
বেশি কথা বলতে হলে ইউজ করতে পারবেন।
To r minet day Na.
অফ করে দিয়েছে।