কিছু সমস্যার কারণে SSHOT দিতে পারি নি
ফ্রী নাম্বার নিতে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে{ এটা লেটেস্ট ভার্শনের ডাউনলোড লিংক।তাই এখান থেকেই ডাউনলোড করুন }
তারপর অ্যাপটি ইন্সটল দিন,ইন্সটল হয়ে গেলে ওপেন করুন।
ওপেন করার পর “Get a free number” এ ক্লিক করুন
তারপর প্রথম ঘরে ইমেইল দিন এবং দ্বিতীয় ঘরে আপনার পাসওয়ার্ড দিন তারপর “Create account” টি ক্লিক করুন।একটি ক্যাপ্টচা আসবে সেটা Complete করে সাবমিটে ক্লিক করলে আবার আপনাকে ইমেইল এবং পাসওয়ার্ড এর পেজটিতে নিয়ে আসবে সেখানে আবার “Create account” এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন…
তারপর একটি পেজ আসবে যেখানে Area Code চাবে।এখান থেকে যেকোন এরিয়া কোড কপি করে বসিয়ে দিবেন।আমি 712 ব্যবহার করছি।
তারপর দেওয়া হয়ে গেলে পরের পেজে আপনাকে কিছু নাম্বার দেওয়া হবে সেখান থেকে আপনার পছন্দের নাম্বারটি সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করলেই আপনার একাউন্ট রেডি!
এখন নাম্বার টি দেখার জন্য অ্যাপটির বামে উপরের কর্নারে Three Bar চিহ্নে ক্লিক করুন এবং সবার উপরেই আপনার নাম্বার টি দেখতে পারবেন।কিছু টা এইরকম->+1(এরিয়া কোড)-XXXXXXX
দেখুন →যেই নাম্বারটা পাইলেন সেটা দিয়ে আপনি একটা জিমেইল এ একাউন্ট খুলুন তারপর সেই জিমেইল দিয়েই অ্যাপটিতে আরেকটি একাউন্ট খুলুন এবং আরেকটি একাউন্ট খোলার জন্য Parallel Space অ্যাপটি ব্যবহার করুন এবং প্রতিবার ডাটা ক্লিয়ার করেই নতুন একাউন্ট খুলবেন।
সঠিকভাবে যেকোন জায়গায় একাউন্ট খোলার নিয়ম : যখনই এই US নাম্বার দিয়ে কোথাও একাউন্ট খুলতে যাবেন তখনই VPN ব্যবহার করুন এবং লোকেশন দিবেন United States.তাহলে সাইন আপে কোন সমস্যা হবে না এবং পরে লগিন করার সময় VPN না ইউস করলেও সমস্যা নেই!
তো এই ছিল ফ্রী US Number নেওয়ার ট্রিক,আনলিমিটেড নাম্বার নেওয়ার উপায় এবং যেকোন জায়গায় সঠিকভাবে এই নাম্বার দিয়ে একাউন্ট খোলার নিয়ম।আশা করি পোষ্টটি ভালো লেগেছে।তবে যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমা করবেন এবং আমি খুবই দু:খিত sshot দিতে না পারায়।কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ!
দুখ্যের বিষয় আমাকে এখনো টিউনার করা হলোনা!!
ar ay number dia ki paypal account khula jaibe?
khali an error is occur dekhchche.
please help me please