Trickbd এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে ট্রিকবিডি সহ অন্যান্য সাইটের ক্যাটাগরির সমস্ত লেটেস্ট পোষ্টগুলো মাত্র ১ টি ক্লিক করেই পড়া যায়।তো চলুন শুরু করি:
প্রথমে অপেরা ওপেন করে এ্যাড্রেস বারে trickbd.com লিখি।
এবার কাঙ্খিত সাইট টি ওপেন হলে তার ক্যাটাগরি লিস্ট যাই।এভাবে:
এবার যে কোন ক্যাটাগরিতে ক্লিক করি।আমি প্রথমটায় করলাম। এবার পেজ ওপেন হলে উপরের দিকে ফিড এ ক্লিক করি।চিত্রে তির চিহ্নিত ফিড এ।এভাবে:
এবার দেখুন মজা।
প্রতিটা পোষ্টের টাইটেল সহ বিস্তারিত পড়া যাচ্ছে।কোন পোস্ট কত সময় আগে করা হয়েছে তা ও দেখা যাচ্ছে।লেটেস্ট সব পোস্ট পড়া যাচ্ছে।পেজ অনেক বড় হওয়ায় পুরো s.short দিলাম না।নিচের দিকে একের পর এক টাইটেল সহ বিস্তারিত ফুটে আছে,screen টেনে টেনে দেখুন।একদম নিচে read old ক্লিক করে আরো পোস্ট পড়তে পারেন।
সবাইকে ধন্যবাদ।না বুঝলে কমেন্টে জানান।
তোমার জন্য-??