আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন।
আশা করি ভালো আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জিবি-ইনস্টাগ্রাম।

আমরা সবাই জানি, অফিশিয়ালীভাবে ইনস্টাগ্রামে কারো প্রোফাইলের ছবি জুম করা যায়না, ডাউনলোড করা যায়না।
কারো শেয়ার করা ছবিও ডাউনলোড করা যায়না।
কোন ভিডিও ডাউনলোড করা যায়না।
কোন কিছু কপি করা যায়না।

আজকে আমি এমন একটা অ্যাপ শেয়ার করবো, যেটার মাধ্যমে কোন থার্ডপার্টি অ্যাপলিকেশন ছাড়াই এসব কিছু করতে পারবেন।

গুগল কিংবা প্লেস্টোরে অনেক অ্যাপ আছে, যে অ্যাপগুলো দিয়ে ইনস্টাগ্রামের ছবি ভিডিও ডাউনলোড করা যায়।
বাট সেগুলো ব্যবহার করতে গেলে থার্ডপার্টি অ্যাপলিকেশন ব্যবহার করা লাগবে।

বাট জিবি ইনস্টাগ্রাম দিয়ে কোন থার্ডপার্টি অ্যাপলিকেশন ব্যবহার করা লাগবেনা।

জিবি ইনস্টাগ্রামে এমন কিছু ফিচার আছে, যা অন্যগুলোতে নাই।
এই অ্যাপটাতে অনেক কিছু কাস্টমাইজও করতে পারবেন

এই এপটা দিয়ে এমন সব কাজ করতে পারবেন, যেটা অফিশিয়াল অ্যাপে করা যায়না।

তবে অ্যাপটা সম্পুর্ন নিরাপদ। প্রাইভেসির কোন রিস্ক নাই।

কী কী থাকছে অ্যাপটাতে একনজরে দেখে নিন।
  • পিকচার, স্টোরিজ এবং ভিডিও সরাসরি ডাউনলোড করতে পারবেন
  • যেকোন কমেন্ট ট্রান্সলেট করতে পারবেন নির্দিষ্ট ভাষায়
  • যেকোন কমেন্ট কপি করতে পারবেন
  • যেকোন পিকচার এবং ভিডিওর লিংক কপি অথবা শেয়ার করতে পারবেন সরাসরি
  • conversation screen এর থিম পরিবর্তন করতে পারবেন
  • যেকোন পিকচার জুম করতে পারবেন
  • যেকোন অডিও এবং ভিডিও প্লে করতে পারবেন অটোমেটিকভাবে
  • যেকারো ডিসক্রিপশন কপি করতে পারবেন
  • নটিফিকেশন কাউন্ট
  • এটা ব্যবহার করতে কোন রুট লাগবেনা
  • একসাথে দুইটা ইনস্টাগ্রাম একইসময়ে একই মোবাইলে ব্যবহার করতে পারবেন।
  • এবং আরও অনেক কিছু
অ্যাপের কিছু স্ক্রিনশট

তাহলে আর দেরী কেনো, ডাউনলোড করে নিন সর্বশেষ আপডেট করা জিবি ইনস্টাগ্রাম।

সরাসরি ডাউনলোড লিংক

বিঃদ্রঃ জিবি ইনস্টাগ্রামের নতুন কোন আপডেট আসলে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিবো।
সাথেই থাকুন।

আর
কোন ভুল হলে অনুগ্রহ করে মন্তব্যে জানান।

Leave a Reply