পাইথনে একটা মেসেজ কিভাবে এনকোড বা ডিকোড করা যায়?

খুব সহজ, হ্যাশ ব্যাবহার করে! তবে আমাদের কাছে যদি অনেকগুলো হ্যাশ থাকে একসাথে? এবং বেশ বড় ডেটাবেজ প্রয়োজন হয় তখন?

সমস্যা নেই, অনেক সাইটই এনকোডিং এবং ডিকোডিং এর জন্য এপিআই দেয় যা ব্যাবহার করে আপনি তাদের বিশাল ডেটাবেজ ব্যাবহার করে আপনার ছোট্ট সমস্যাটির সমাধান করে ফেলতে পারেন। সেরকমই একটি এপিআই ব্যাবহার করে এই টার্মিনাল বেজড অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। যা খুব দ্রুত আপনার মেসেজ এনকোড এবং ডিকোড করতে পারে। 😀

নিচের স্ক্রীনশটটি সোর্স কোড: (সবশেষে লিংকও দেয়া আছে)

 

কোনো মেসেজ এনক্রিপ্ট করতে চাইলে python md5decrypt.py -e md5 'আপনার মেসেজ' দিয়ে এন্টার চাপুন। নিচের মতোঃ

হ্যাশ আকারে মেসেজ পেয়ে যাবেন…

 

আর ডিক্রিপ্ট করতে python3 md5decrypt.py -d md5 'হ্যাশ' দিয়ে এন্টার চাপুন। প্লেইন টেক্সটে মেসেজ দেখতে পাবেন।

 

আশা করছি ভালোই লাগবে আপনাদের। (না লাগলে যদি মনে হয় গালি প্রাপ্য আমার দিতে পারেন। আফসোস নেই)

আর হ্যা ডেইলি লিমিট 500 হ্যাশ! (চাইলে বাড়িয়ে নিতে পারেন।)

আর….

আর কিছু না … 😛

Source Code: Click me!

4 thoughts on "পাইথন এনক্রিপ্ট"

  1. Ashraful Author says:
    গুড,পোস্ট
  2. minus zero Contributor says:
    Go ahead man, thanks..
  3. Imran Natore Author says:
    bisoy ta thik bujlam na

Leave a Reply