আজকের এই হ্যাকিং বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং; শুধুমাত্র একটা মেসেজ পাঠিয়েই হ্যাক করতে পারবেন যেকোনো এনড্রোয়েড মোবাইল….খুব মজা তাইনা?
হুমম…এটার জন্য সবার আগে ভিক্টিমের ফোনে একটি এপ্স ইনস্টল করতে হবে সেটি হলো (Tickle My Phone App); ধূর মিয়া আজাইরা…ভিক্টিমের মোবাইল হাতে পাইলে তো হইতোই [কুল ম্যান…এইটা নিয়ে পড়ে আলোচনা করছি]!
Tickle My Phone Download Link (apk format) → Tickle My Phone
চাইলে Google Play Store হতেও ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারেন লিংক(app format) → Tickle My Phone
ইনস্টল শেষে Tickle My phone ওপেন করুন→
I Accept ক্লিক করে পারমিশন দিন (মূলত ভিক্টিমের ফোনে স্বাভাবিকভাবে এইটুকু কাজই শেষ, আর কিছু করার প্রয়োজন নেই) →
এপ্সটি কাজ কিভাবে করে সেটা নিম্নে দেখুন; Manage SMS/Text Messages Rules ক্লিক করুন →
Tickle My Phone এর পাতা আইকনে ক্লিক করুন→
এবার আপনি দেখতে পাবেন মেসেজ পাঠিয়ে ফোনের যেসব যাবতীয় এক্সেস যেমন অটোমেটিক কল ব্যাক করাতে পারবেন,ভাইব্রেশন-সাউন্ড নিয়ন্ত্রণ করতে পরবেন, মেসেজ সম্পর্কে তথ্য নিতে পারবেন, কল নাম্বার সম্পর্কে তথ্য নিতে পারবেন, অটোমেটিক ফটো তুলে সেটি নিজের কাছে নিতে পারবেন, অটো লাইভ ভিডিও বা অডিও করে সেটি নিজের কাছে নিতে পারবেন,মোবাইল ইনফো, কল লগ, কন্টাক্ট ডিটেইলস জানতে পারবেন, মেমরী কার্ড হতে ডাটা নিতে পারবেন ইত্যাদি আরো বহু ফিচার পাবেন ( মনে রাখবেন নীল পাতা অপশনগুলার এক্সেস নিতে পারবেন আর লাল মার্ক করা অপশনগুলো ফ্রি ভার্সনে পাবেন না, আপনি চাইলে apk ফরম্যাটে পেইড ভার্সন ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন তবে এটার ডেভোলপ নিয়ে ইউজারেরা ততোটা স্যাটিসফাইড হতে পারেনি)।
স্ক্রিনশটগুলা ফলো করুন→
এবার দেখি কিভাবে কাজ করে( উল্লেখযোগ্য অল্প কয়েকটির কার্যপন্থা দেখানো হলো বাকিগুলা আপনি নিজেই বুঝতে পারবেন)।
মনে করুন আপনি ভিক্টিমের নাম্বার হতে অটোমেটিক কল আপনার নাম্বারে আনতে চান যাতে সে কি কথা বলছে সেটি জানতে পারেন তাহলে আপনাকে স্রেফ আপনার নাম্বার হতে CALLMEBACK লিখে ঐ মোবাইল নাম্বারে মেসেজ করলেই আপনার নাম্বারে অটোমেটিক কল চলে আসবে।
তবে ফোনে দুটি সীমকার্ড না থেকে একটি সীমকার্ড থাকা আবশ্যক যাতে সীম কার্ড চুজ করার ঝামেলা না হয়,আবার যদি ফোনে নির্দিষ্ট সীম হলে আউটসোর্সিং কল সেটিংস করা থাকে তাহলে তো সমস্যাই নেই, আসুন স্ক্রিনশট দেখি →
আবার যদি কোন স্পেসিফিক নাম্বারে আউটগোয়িং কল আনতে চান তাহলে যেকোন নাম্বার হতে CALLNUMBER <স্পেস> Forward Number লিখে মেসেজ করলেই ঐ Forward Number এ অটোমেটিক কল চলে যাবে; স্ক্রিনশট দেখুন→
অটোমেটিক ফটো তুলতে চাইলে TAKEPICTURE লিখে মেসেজ করলেই ক্যামেরা অটোমেটিক অন হয়ে ফটো তুলবে এবং ফিরতি মেসেজে ফটো’টি এসডি কার্ডে কোথায় সেভ হয়েছে সেটি জানিয়ে দিবে যা হতে পরে তা আপনি সংগ্রহ করতে পারেন→
এসএমএস সম্পর্কে তথ্য জানতে আপনি SMSACKNOWLEDGE লিখে মেসেজ করলেই ফিরতি মেসেজে তথ্য পেয়ে যাবেন→
মোবাইল সম্পর্কে তথ্য পেতে SENDMOBILEINFO লিখে মেসেজ করলেই মোবাইল সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন →
মেমরী কার্ড হতে ডাটা চুরি করতে পারেন এভাবে( ইন্টারনেট কানেকশন অন থাকা আবশ্যক) →
কল রিপোর্ট পেতে পারেন এভাবে (ইন্টারনেট কানেকশন অন থাকা আবশ্যক)→
এখন আপনার মনে হতে পারে যে সবাই তো একই কিওয়ার্ড জেনে গেল তাহলে তো সবাই আপনার ভিক্টিমকে মুরগী বানাতে পারবে,তাইনা? আপনি চাইলে উক্ত কিওয়ার্ডগুলা কাস্টমাইজ করে নিতে পারেন। আবার সেটিংস অপশন হতে একটি নির্দিষ্ট নাম্বার এলাও/ডিসএলাও করে নিতে পারবেন।
নিচে খেয়াল করুন→
মনে করুন আমার ফোনে আপনি এপ্সটি ইনস্টল করেছেন এবার আপনার ফোন হতে যেকোনো একটি কিওয়ার্ড লিখে(আপনি যেটির এক্সেস চাচ্ছেন সে অনুযায়ী) আমার ফোনে মেসেজ করেছেন তাহলে আমার ফোন অটোমেটিক সেই কমান্ড ফলো করে আপনাকে এক্সেস দিয়ে দিবে, যেমন মোবাইল ইনফো/কল লগ/ফটো ক্যাপচার/কল ব্যাক ইত্যাদি ইত্যাদি।
এখনো না বুঝলে এপ্সটি ইনস্টল করে এর ইউসার মেনুয়াল গাইডলাইন পড়ুন এবং কয়েকবার নিজে ট্রাই করুন তাহলেই নিশ্চিত বুঝতে পারবেন…একবারে বিলাত যাওয়ার চেয়ে দমে দমে দমদম যাওয়া ভালো তাতে এক্সপেরিয়েন্স বাড়ে।
ভিক্টিমের ফোন ইনস্টল করবো কিভাবে: যেহেতু এটি প্লে স্টোরে আছে তাই চাইলে আপনি ভিক্টিমের ফোনে এটি রিমোটিকালি ইনস্টল করতে পারেন। এছাড়াও আপনি এপ্সটি apk editor হতে এডিট করে টেক্সট ও আইকন বদল করে ভিক্টিমকে এটি ইনস্টল করতে ম্যানিউপুলেট করতে পারেন। যেমন এটাকে যদি নয়া ক্লিন মাস্টার হিসেবে এডিট করেন তাহলে এটা যে স্পাইয়িং এপ্স সেটা কেউ বুঝতে পারবে না। আসল কথাটা হলো সোস্যাল ইঞ্জিনিয়ারিং বুঝলেন মশাই??
এপ্সটি হাইড করুন: আলাদা করে এটাতে এমন ফিচার নেই তবে চাইলে আপনি Nova কিংবা Apex লাউঞ্চার হতে এই এপ্স আইকন হাইড করতে পারেন।
কিছু কথা :
হ্যাকিং শেখা মানেই কারো প্রাইভেসি নষ্ট করা কিংবা কারো ক্ষতি করা নয় সুতরাং সফল হতে হতে নিজে নৈতিক থাকুন নইলে সফল হ্যাকার হওয়ার আশায় গুড়ে বালি….ভয় দেখাইলাম না,চিরন্তন সত্য কথাটা মনে করিয়ে দিলাম।
আগামী পর্বে থাকলে রিয়েল লাইফ বিটকয়েন হ্যাকিং; ততোক্ষণ ভালো থাকুন।
টাটা বাই বাই
মূলত মোডিফাই বিভিন্নভাবেই করা যায়
বানানে অনেক ভুল আছে।
তবে পোস্ট’টি যেহেতু ভালো লাগেনি তাই দোষ বলুন আর ত্রুটি সোটা আমারই সুতরাং আমি সরি।
ভবিষ্যতে আরো ভালো করার এবং সচেতনত থাকার চেষ্টা করবো।
আর হ্যা স্পেলিং মিস্টেকগুলা কারেকশন করা হয়েছে
Or mobile a install koratai possible noy,
Good post, tnx
Acca bro ami ki just amr Default msg option diye msg korle e hbe..??
1. Ami j command gula sms kore pathabo segula sob victime dekhte pabe. Tahole to se jenei gelo..
2. Every reply sms asbe tokhn sms kena thakle sms or taka katbe..and victime sohojei bujhe jabe…
3. Call me back kore ki hobe k amr sathe kotha bolbe?
4. Sms acknowledge korle just ektai sms reply ase seta holo “” ticle my phone rocks”” so ei ama niye ki lav
Last of all faltu…
(২) মেসেজ বা ইমেইলে তথ্য বাইপাস হবে তাই টাকা বা এমবি কাটবে এটাই স্বাভাবিক ; পূর্বের মতোই একই উত্তর এটার কাজ তথ্য প্রদান।আপনাকে এনোনিমিটি দেওয়া নয়। নিজের এনোনিমিটি নিজেই নিজেকেই তৈরী করে নিতে জানতে হয়।
(৩) আপনার চারপাশে কি হচ্ছে সেটা শোনা যাবে, কল ব্যাক করার মাধ্যমে একইসাথে গুরুত্বপূর্ন সময়ে ডাটা বা ping এর গোলযোগ করানো যায়।
(৪) মেসেজ একনলেজমেন্ট মানে কি সেটা আগে জানুন ;এক প্রকার টেস্ট অব রিলাইয়েটিক ইনফরমেশন;আপনি কেন অন্যান্য কমান্ড ব্যবহার করছেন না?
আগে কমান্ডগুলো বোঝার চেষ্টা করুন।
এপ্সটি কাজের না মনে হলে হ্যাকিং আপনার জন্য নয়; এটা আপনার ব্যক্তিগত অভিরুচি