বন্ধুরা যদি যদি আপনাদের ফোনে একাধিক ওয়াইফাই সংযোগ থাকে তবে WiFi পাসওয়ার্ডগুলি ভুলে যাওয়াটাই বেশ স্বাভাবিক। আর এই ভুলে যাওয়ার কারনেই আমরা আজ দুটি পদ্ধতি  আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা দিয়ে আপনি সহজেই আপনার Android ডিভাইসে সমস্ত সংরক্ষিত WiFi পাসওয়ার্ডগুলি দেখতে পারবেন পারেন।
অ্যান্ড্রয়েড ডিভাইস একটি স্মার্ট এবং বুদ্ধিমান যন্ত্র। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রচুর পাসওয়ার্ড সংরক্ষণ করেছেন। এই সমস্ত পাসওয়ার্ডগুলি Android ডিভাইসের অভ্যন্তরীণ সংরক্ষিত মেমরিতে সংরক্ষণ হয়ে থাকে যার মাধ্যমে পরবর্তীতে সেগুলো Access করা যায়। বিশেষ করে, যদি আপনার একাধিক ওয়াইফাই সংযোগ থাকে তবে এটি WiFi পাসওয়ার্ড ভুলে যাওয়াটাই প্রশংসনীয় মনেহবে।

সুতরাং আমরা দুইটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, একটি Rooted এবং অন্যটি UnRoot Android ডিভাইসগুলির জন্য যা আপনাকে আপনার ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ডগুলি ফিরিয়ে আনতে সহায়তা করবে।

#1 Method: Using File Managers:

Step 1. সর্বোপরি, আপনার একটি ফাইল এক্সপ্লোরার প্রয়োজন হবে যা আপনাকে রুট ফোল্ডারের পাঠ্য অ্যাক্সেস দেবে। আপনার ডিফল্ট ফাইল ম্যানেজার আপনাকে রুট ফোল্ডারে পঠনযোগ্য অ্যাক্সেস দেবে না, তবে আপনি রুট এক্সপ্লোরার বা সুপার ম্যানেজার ইনস্টল করতে পারেন যা সিস্টেম ফোল্ডার অ্যাক্সেস করার জন্য আপনাকে সুপারউসার অনুমতি দেবে।
Step 2. Go to data/misc/wifi folder,  এ যান, তারপর wpa_supplicant.conf নামের একটা ফাইল খুঁজে পাবেন।

Step 3. এখন wpa_supplicant.conf ফাইলটি অবশ্যই HTML Viewer দিয়ে Open করুন। এখন এই ফাইলে, আপনি নেটওয়ার্ক SSID এবং এর পাশে তাদের পাসওয়ার্ড দেখতে পারবেন।

এখন নেটওয়ার্ক নাম এবং তার পাসওয়ার্ড নোট করে রাখুন। এভাবে, আপনি Android ডিভাইসে সমস্ত সংরক্ষিত WiFi পাসওয়ার্ড দেখতে সক্ষম হবেন।Note: Wpa_supplicant.conf তে কিছু এডিট করবেন না কারণ এটি আপনার ডিভাইসটি কাজ করতে পারে বা এটি আপনার ওয়াইফাই সংযোগের উপর প্রভাব ফেলতে পারে।

ES File Explorer:

Step 1. আপনার Android ডিভাইসে ES File Explorer অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন এবং অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
Step 2. এখন আপনাকে ES File Explorer এর “রুট এক্সপ্লোরার” Enable করুন।

Step 3. এখন আপনাকে ES File Explorer এর রুট ফোল্ডারে যেতে হবে এবং আপনাকে “Data” নামে একটি ডিরেক্টরি খুঁজে বের করতে হবে।

Step 4. এখন “Data” এর অধীনে আপনাকে “Misc” ফোল্ডারটি সনাক্ত করতে হবে

Step 5. এখন ওয়াইফাই ফোল্ডারের অধীনে, wpa_supplicant.conf নাম দিয়ে ফাইলটির খুঁজে বের করুন। সহজেই ES File Explorer এর অন্তর্নির্মিত পাঠ্য / এইচটিএমএল ভিউয়ারের ফাইলটি খুলুন।

Step 6. Now you can see all your SSID (network name) along with PSK (Password) next to it and close the file.

এটাই! এখন আপনি ES File Explorer ব্যবহার করে সংরক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পেতে পারেন। এটি ছিল আমাদের প্রথম পর্ব, ২য় পর্বে দেখানো হয়েছে আপনি যেখানেই যাবেন সেখানের WPA WiFi গুলোর Pssword অটো আপনার ফোনে এসে পরবে। নিচের স্কিনশট দেখলেই বুঝতে পারবেন।

পরের পোষ্ট অবশ্যই খুবই তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করা হবে। তার আগে আর একটা কথা বলে নিতে চাই, আর সেটা হচ্ছে সময় পেলে আমাদের সাইটে একটু ঘুরে আসবেন। কারন সব পোষ্ট আগে আমার সাইটে দেয়া হবে তারপর বাকি যায়গায় শেয়ার করা হয়ে থাকে।

সৌজন্যেঃ InformBD.Com

নুতুন পোষ্ট দেয়া পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে

59 thoughts on "Android দিয়ে কিভাবে WIFI এর Save Password দেখবেন [ বিস্তারিত 2 Methods ] Part 1"

  1. Saykat Contributor says:
    Root Phone Chara Hobe na eta jaani Ami??
    1. HM Reza Author Post Creator says:
      জি ভাই ২টাতেই Root লাগবে।
    1. HM Reza Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. Monir Hossain Contributor says:
    Root chara hoy amon post diyen…
  3. Akash Contributor says:
    Root phn er kotha post or title a ullekh kore din
    1. HM Reza Author Post Creator says:
      দুঃখিত ভাইয়া, একবার একটা টাইটেল দিলে সেটা অনেক দেরিতে পরিবর্তন করলে Search Engieen এর জন্য সমস্যা হয়ে থাকে তাই আর পরিবর্তন করা সম্ভব নয়।

      পরবর্তীতে Root কথাটা লিখে দেয়ার চেষ্টা করব।

  4. Orion Contributor says:
    bro amer phn root mara.kinto wifi hack korty parsina….kaw aktu help korly valo hoy
    1. HM Reza Author Post Creator says:
      আমার এই পোষ্টে দেখানো হয়েছে কিভাবে আপনার ফোনে কানেক্ট করা WiFi এর Password দেখতে পারবেন। এর পরবর্তী পোষ্টে আপনি যেটা চাচ্ছেন সেটা উল্লেখ করার চেষ্টা করব।
      ধন্যবাদ
  5. Tapas Contributor says:
    Thanks bro
    1. HM Reza Author Post Creator says:
      Welcome Bro
  6. Shaon Ahmed Siam Contributor says:
    Vai abar roja hoba koto tarika kew janen
    1. HM Reza Author Post Creator says:
      Maybe 6 May 2019 এ হবে। বাকিটা চাঁদের উপর নির্ভর।
  7. M imran Contributor says:
    aj sokale ak vai post disilo je verified Gmail kinbe…..but akhon tar kono post paitesi na…..keo ki oi vai er sathe contract korar kono link dite parben?
  8. Fahim Contributor says:
    Unroot Device Er Jonno Kobe Diben Post.
    1. HM Reza Author Post Creator says:
      চেষ্টা চলছে ভাই, ১০০% সফল না হওয়া পর্যন্ত শেয়ার করতে পারতেছিনা। আমার ফোনে কাজ করে কিন্তু অন্য ২ জনের ফোনে দেখেছি হয়নাই। সেটা নিয়ে চেষ্টা চলছে।
  9. AhsanBD Subscriber says:
    Eita to shobai jane….root lagbe ….
    1. HM Reza Author Post Creator says:
      জি ভাই সবাই জানে কিন্তু অনেকেই আবার জানেনা। যারা যানেনা তাদের জন্য পোষ্ট করেছিলাম।
    1. HM Reza Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  10. Shohaib Contributor says:
    ভালো পোস্ট! ?
    1. HM Reza Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  11. Didar Contributor says:
    Funny post
  12. PRINCE Contributor says:
    root lagbe agei boli deten
    1. HM Reza Author Post Creator says:
      জি ভাই বলে দেয়া উচিৎ ছিল কিন্তু সেই সময় মনে ছিলোনা।
    1. HM Reza Author Post Creator says:
      ধন্যবাদ
    1. HM Reza Author Post Creator says:
      Thanks Bro
  13. sarderrasel Contributor says:
    পারেন যদি আনরুট ফোনের জন্য পোস্ট করেন। রুট ফোনের পদ্ধতি অনেকেই জানে
    1. HM Reza Author Post Creator says:
      দেরিতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত, আশলে Android Devices গুলো এমন ভাবে বানিয়েছে যাতে Phone এর ভিতরের কছু ফাইল বা ব্যতিক্রম ধর্মী উন্নত মানের কিছু ক্ষমতা থাকে যেগুলো Root না করলে পাওয়া যায়না। আর WiFi Password বের করতে হলে ঐ ব্যতিক্রম ধর্মী ক্ষমতার প্রয়োজন হয়ে থাকে। এখন আপনি বলেন রুট না করে কিভাবে সেই জিনিস গুলো পাবেন। আমি মনে করি আপনি রুট সম্পর্কে একটু জেনে নিলে ভালই হবে। যায় হোক পরবর্তীতে আরও ২টা পোষ্ট করব তার মধ্যে একটা থাকবে রুটেড Devices এর জন্য আর একটা থাকবে আনরুটেড Devices এর জন্য। আর আগেই বলে রাখি অনেকের ফোনে আনরুটেড Devices এর টা কাজ নাও করতে পারে।

      আমার পোষ্টে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

  14. sonnasi Subscriber says:
    chorer moto wifi pass na khuje direct line niye nen.
  15. sonnasi Subscriber says:
    chorer moto wifi pass na khuje direct line niye nen.
    1. A M Contributor says:
      doctor dekhan mathay somossa ache. 🙂
    2. HM Reza Author Post Creator says:
      Screenshot এ দেখেন Reza’s Virus নামের একটা WiFi আছে 20MBps. এইটা আমার নিজের, ৩ হাজার টাকা মসিক বিল দিতে হয়। আমি আপনাদের মত লোকেদের জন্যই শুধু মাত্র কিছু একটা করার চেষ্টা করেছি। আমাকে না বলে নিজেই নিজের কথা মনে করুন। এই পোষ্ট আপনার যদি প্রয়োজন না হত তাহলে দেখতেন না। চুরি আমি করি না। আপনি নিজেই চুরি করার জন্য খুঁজে বেড়াচ্ছেন কিভাবে বা কেমনে অন্যের WiFi Password পাবেন।

      কথা গুলো বলতে চাইনি তারপরেও বলতে বাধ্য হলাম, কথায় আছে না? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আর কাওউকে চোর বলার আগে নিজেকে একবার ভেবে নেবেন।

    3. NS Sabur Legend Author says:
      20 mbs speed বাহ wifi নাম কি বলেন। আি ও নেব।
  16. A M Contributor says:
    wifi niye post na korai better – apni j system niye post korben seta ba setar chaite oti sohoj system a onk post Internet a ghurteche.

    je post korben root er proyojon hole title er pase [root] likhe dile public khushi hobe noyto cmmnt ei bujhben public er moner kotha. 🙂

    1. HM Reza Author Post Creator says:
      দুঃখিত ভাইয়া, আমার উচিৎ ছিল টাইটেলে [root] কথাটা লিখে দেয়া কিন্তু সেই সময় মনে ছিলনা। আর একটা কথা না বললেই নয়- সেটা হচ্ছে, জীবনে যদি পারেন তাহলে এইভাবে কমেন্ট করেই যাবেন, তাহলে কিছু হোক বা নাহোক মন্তব্য করতে ভালই পারবেন। রুট সম্পর্কে যদি ১০% জানতেন তাহলে এই কথাটা বলতেন না যে টাইটেলে [root] লিখে দেইনাই কেন। আরে ভাই রুট ছাড়া কি এগুলা কাজ করা সম্ভব? সুতরাং আপনাকে কি বলে আখ্যায়িত করব সেই ভাষটাই খুঁজে পাইতেছিনা।

      আর একটা কথাও বলতে চাই, মনে রাখবেন যারা পাগল তারা কখনই পোষ্ট করবেনা, তারা আপনার মত করে কমেন্ট করবে। আর নয়ত পাগল খানায় থাকবে। তবে কিছু কিছু পাগল আছে যারা আপনার মত আতলামি করে থাকে।

      আমার কমেন্টে রিপ্লাই দেয়ার আগে ভালকরে ভেবেনেবেন যে আপনি কি বলতে চাচ্ছেন, নাহলে আমি ছাড়াও আরও অনেকেই আপনাকে সেটাই বলবে যেটা আমি বলতে চাই। অনেকেই আবার আপনাকে কি বলে আখ্যায়িত করবে সেই ভাষটাই খুঁজে পাবেনা।

      ধন্যবাদ, ভাল থাকবেন। আর পারলে ডাক্টারের ডিগ্রীটা নিয়েন, অনেক পেসেন্ট পাবেন।

    2. A M Contributor says:
      hahahahah moja pailam

      root jodi kora thakte hoy ei chotto bishoyer jonno tobe apnar suggestion er chaite 10 gun kom khatni kore connected wifi er password dekha jay.

      kono ghutaghuti korar proyojon pore na just app open korlei dekha jay – eto dur porjonto apni ekhono pouchate paren ni agiye ashun.

      r public k ki bolbe seta to post er niche cmmnt er dike ek nojor takalei bujha jay. 🙂

      parle nijer post a ekbar kore nijei chokh buliye niben.

    3. A M Contributor says:
      apnar kothay mone hoy nijeke onk kichu vaben…eta pagoler e sovab.

      apnar deya suggestion 2yr agei public hojom kore rekheche….tai lafiye kono laav nai pagoler sukh……..

    4. FAIHAD Contributor says:
      অ মাই গড আমি ত পোস্টের বাইরে থাকা অবস্থায় বলি এত কমেন্ট কেন?ভিতরে এসে দেখি পাগল পাগল বলে গুলাগুলি চলতেছে।
      ভাবতেছি আমি একটা পোস্ট করব ওই পোস্টে প্লিজ আপনারা পাগল ছাগল বলে কমেন্ট বাড়িয়ে দিয়েন।
  17. tipsjony Contributor says:
    8.1.0 oreo ke root kora somvab. Pls kew bolun
  18. ZiAuzZaMan Contributor says:
    Nice post
    Tnx bro.
  19. Shoyeb Contributor says:
    password astace na ulta palta lekha astace
  20. Shoyeb Contributor says:
    FB id ta den
  21. Arman Hossain Subscriber says:
    A M তুই তো আসলেই একটা আহাম্মক,,,,
  22. Arman Hossain Subscriber says:
    সত্যি তো ট্রিকবিডিতে আবাল আছে,,,,
    এই আবালদের জন্যই ভালো ভালো অথোরদের বদনাম হয়,,,,
  23. Shifat Hassan Contributor says:
    bro termux diya android a unroot phone diye wifi hack kora zabe???
  24. Shifat Hassan Contributor says:
    zodi zai tobe ekta post koren pls
  25. Arfan Contributor says:
    Wifi password hack korbo kivabe
  26. abrno34 Author says:
    you are genius

Leave a Reply