সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে অন্য মোবাইলে অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে দিবেন। সে নিজেও বুঝতে পারবে না কখন ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে গেছে অ্যাপস টি। তার মোবাইলে কোন প্রকার নেট কানেকশন ওয়াইফাই কিছুই দেওয়া লাগবে না কোন এমবি ও থাকার প্রয়োজন নাই। এভাবে আপনার বন্ধু বান্ধবদের আপনার অবাক করে দিতে পারবেন।
একটা কথাঃ
যার মোবাইলে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে দিবেন। প্রথমে তার প্লে স্টোরে আপনার একটা জিমেইল এড করে দিবেন।
N——————————————————————————-S
** কিভাবে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে অন্য মোবাইলে অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে দিবেন। **
আপনি যার মোবাইলে অ্যাপস ইনস্টল করে দিতে চান সেই মোবাইলে প্লে স্টোরে আপনার একটি রিয়েল জিমেইল এড করে দিন। অ্যাড হয়ে গেলে স্ক্রিনশটে দেখানো অপশন এ ক্লিক করুন।
তারপরে ওখানে ভালো হয় দেখবেন যে জিমেইল টা ঠিক আছে কিনা।
তারপরে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার বা যে কোন একটি ব্রাউজার ওপেন করে google.com লিখে সার্চ করুন।
তারপরে স্ক্রিনশটে দেখানো সাইন ইন অপশনে ক্লিক করুন।
তারপর প্রে স্টোরে যে জিমেইল টা দিয়েছিলেন ওই জিমেইল টা এখানে দিন। তারপর নেক্সট এ ক্লিক করুন।
তারপর আপনার জিমেইল পাসওয়ার্ড টি দিয়ে নেক্সট এ ক্লিক করুন।
তারপরে যে অ্যাপসটি আনইনস্টল করে দিতে চান সেই অ্যাপটিন নাম লিখে সার্চ করুন।
দেখবেন গুগল প্লে স্টোরে একটা সাইট আসবে ওটাতে ক্লিক করুন।
তারপরে দেখবেন অনেক অ্যাপস আসবে। যদি সেই অ্যাপসটা না আসে উপরের সার্চ করার অপশন আছে ওখানে যে কোন অ্যাপস নাম লিখে সার্চ করলে সেই অ্যাপসটি চলে আসবে। তারপর আপনার কাঙ্খিত অ্যাপটি তে ক্লিক করুন।
তারপরও যদি আপনার জিমেইলের পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটি আবার দিবেন। তারপর স্ক্রিনশটে দেখানো অনুযায়ী ক্লিক করুন।
দেখবেন তার মোবাইলের নাম চলে আসবে ওই নামে ক্লিক করুন।
তারপর নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন।
তারপর ওকে বাটনে ক্লিক করুন। ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে সেই মোবাইলে অটোমেটিক ডাউনলোড চলছে। ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে।
দেখুন সেই মোবাইলে কাঙ্ক্ষিত অ্যাপস টি ইন্সটল হয়ে গেছে। কোন ওয়াইফাই কানেকশন নেই নেট কানেকশন নাই।
N———————————————————————–S
বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন
যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]
Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]
MX Player Background Change + Snow Animation
Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।
কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।
N——————————————————————————-S
বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।
যোগাযোগঃ
Facebook– https://facebook.com/nsasns
Imo———– https://call.imo.im/nsasns
Email——– [email protected]
তবে গুগল কিন্তু পাক্কা খেলোয়াড় ?
onek din por akta great post dekhlam…
carry on bro…