আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা অন্যের ফোনের ক্যামেরা হ্যাক করে তার ফোন দিয়ে তুলা পিক গুলো আপনার ফোন থেকে দেখে নিবেন । সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…
.
“প্রথমেই বলছি আপনার মাইন্ড যদি নেগেটিব টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে পোষ্টটি ইগনোর করতে পারেন। কেননা এটা শুধু মাত্র পজিটিব মাইন্ডের মানুষদের জন্য।”
আপনি যদি চান যে ঘড়ে বসে আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত অন্য যেকেউ তার ফোন দিয়ে কি ছবি তুলতেছে সেটা দেখবেন তাহলে কিন্তু সেটা আপনি পারবেন না। আবার অনেকেই আছি যারা চাই যে তার কোনো ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের বা অন্য পরিচিত কারো ফোনের ক্যামেরা হ্যাক করে নিজের কন্ট্রোলে আনার জন্য। বাট কিছুতেই আর সেটা করতে সক্ষম হতে পারেন না। ঠিক তাদের জন্যই মূলত আজকের এই পোষ্টটি।
.
আজকে যে ট্রিকটি দেখাবো সেই মোতাবেক আপনার সবগুলো ধাপ কমপ্লিট করার পর একটা লিংক পাবেন। আর সেই লিংকটা আপনি আপনার ভিকটিমের কাছে পাঠাবেন। সে যদি লিংকে ক্লিক করে তখন যাস্ট একটা পপআপ শো করবে, & সে যদি তখন Allow তে ক্লিক করে তাহলেই তার ক্যামেরা আপনার কন্ট্রোলে চলে আসবে। কেননা তারপর থেকে সে যতো পিক তুলবে তার ক্যামেরা দিয়ে তার সবগুলো পিকই আপনি আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন।
.
সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। সো আর দেড়ি না করে চলুন মূল টপিকে চলে যাওয়া যাক…
.
প্রথমেই আপনি টার্মুক্স অ্যাপটি অপেন করুন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর নিচের কমান্ড গুলো দিন। আসলে এই কমান্ড গুলোর কোনো স্কিন শর্ট দিলাম না। কেননা এই কয়েকটি কমান্ড সাধারন সবাই দেখছেনই। কারন টার্মুক্স নিয়ে আরো অসংখ্য পোষ্ট আছে এই সাইট।
$ pkg update
$ pkg upgrade
$ pkg install python
$ pkg install python2
$ pkg install git
$ pkg install php
$ pkg install wget
মূল পার্ট
এখন উপরের সবগুলো ঠিকঠাক ভাবে করার পর আপনারা নিচের কমান্ড গুলো যাস্ট একটা একটা করে ইন্টার করবেন। না বুঝলে নিচের স্কিন শর্ট গুলো দেখে নিবেন।
$ git clone https://github.com/thelinuxchoice/saycheese
$ ls
$ cd saycheese
$ ls
আপনি উপরের ধাপ গুলো ঠিকঠাক ভাবে কমপ্লিট করার পর নিচের দিয়া স্কিন শর্টের মতো পেজ পাবেন। সেখানে আপনারা শুধু মাত্র 02 লিখে ইন্টার করবেন। তারপর আপনাকে কিছুক্ষনের মধ্যে একটা লিংক দিয়া হবে। সেটা আপনারা কপি করে নিয়ে ভিকটিমের কাছে সেন্ড করে দিবেন।
তারপর আপনারা ভিকটিমের কাছে লিংকটা সেন্ড করবেন তখন সে যদি লিংকে ক্লিক করে তখন নিচের স্কিন শর্টের মতো পপআপ শো করবে। তখন সে যদি Allow তে ক্লিক করে তাহলেই তার ক্যামেরা হ্যাক হয়ে যাবে।
সে যখনি কোনো পিক তুলবে তখনি সেটা টার্মুক্সে ডুকলেই তার নোটিফিকেশন শো করবে।
আর পিক গুলো আপনার ফোনে যদি সেব করতে চান দেখার জন্য সেক্ষেত্রে আপনাকে নিচের মতো করে কমান্ড টাইপ করতে হবে।
- প্রথমে ls টাইপ করবেন। বিকজ এটা টাইপ না করলে বুঝবেন না যে সে কোনো পিক তুলছে কিনা।
- তারপর কমান্ড টাইপ করবেন mv pic name /sdcard
উপরে pic name এর জাইগাতে যে পিকটা সেব করতে চাচ্ছেন সেটার নাম দিবেন। যেমন নিচের স্কিন শর্টে দেখতে পাচ্ছেন আমার ভিকটিম তার ফোন দিয়ে কয়েকটি পিক তুলছে। পিকগুলোর নামও দিয়া আছে। সো আমি যে পিকটা সেব করতে চাই সেই পিকের ফুল নামটা mv এর পরে বসিয়ে দিসি।
পিক সেব করার পর সেটা আপনি আপনার sdcard এ পেয়ে যাবেন। প্রুভ নিচে ↓
আচ্ছা লিংক তো পেলেন। বাট এটা হয়তো ফেসবুকে বা কোথাও শেয়ার করা যাবেনা। সো এখন কিভাবে কি করবেন?
যেভাবে এটা প্রচার করবেনঃ
- Web2Apk সাইটে চলে যান।
- তারপর সেখানে গিয়ে উপরে পাওয়া লিংকটা পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দিবেন।
- তারপর একটা অ্যাপ রেডি হয়ে যাবে ১এমবিরও কম। সেটা ডাউনলোড করে নিন।
- ব্যাস, এইতো হয়ে গেলো আপনার হ্যাকিং অ্যাপ। হয়তো লিংক সবজাইগাতে শেয়ার করা যাবেনা। সেক্ষেত্রে অ্যাপটা গুগল ড্রাইবে আপলোড করে শেয়ার করবেন। তারপর কেউ এটাতে অপেন করলেই Allow চাইবে। তখন সে Allow করলে তার ক্যামেরা হ্যাক হয়ে যাবে।
নোটঃ এটা যাস্ট একটা ট্রিক বা উপায় বলতে পারেন। এটা কেউ ভালো কাজে ব্যবহার করবেন আবার কেউ বা খারাপ কাজে। ভিকটিমের কাছ থেকে কিভাবে লিংকে Allow করাবেন সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার। আমি যাস্ট ট্রিকটা শেয়ার করলাম। বাকিটা আপনার উপর।
তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কমেন্ট করবেন না প্লিজ
যেকোনো প্রয়োজনে,
How to add a Freenom free domain in Blogger
https://bit.ly/359vfOW
প্লিজ হেল্প!???
ngrok
er jaigai
mirror website r
coustom tamplate ai 2 ta asse.. ki korbo akhon