আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসী কেমন আছেন আপনারা, আশা করি ভাল আছেন ।

আজকে আবারও লিখতে বসলাম আজকে কথা বলব আমাদের প্রাইভেসি নিয়ে।

ইন্টারনেটে কিভাবে Anonymous হওয়া যায় এ বিষয়ে।

বর্তমান সময়ে আমাদের জন্য Anonymous হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে । আমরা প্রতিনিয়ত Tracking এর শিকার হচ্ছি।  কেউ না কেউ আমাদের ট্র্যাক করছে, কেউ না কেউ আমাদের ডাটা গুলি নজরদারি করছে । আমরা প্রতিনিয়ত সবসময়ই নজরদারির মধ্যে আছি, কোন না কোন প্রতিষ্ঠান আমাদের নজরদারি করছেই ।

আজকে আমি এই নজরদারি থেকে বাঁচার জন্য লিখব।

 

প্রথমে দেখি কাদের জন্য Anonymous হওয়া প্রয়োজনঃ

এটা হতে পারে একজন Expert Hacker এর জন্য,  এটা হতে পারে আপনার আমার মত একজন সাধারণ মানুষের জন্য । একটা সময় আমাদের মত সাধারণ মানুষ এই Anonymity কথা চিন্তাই করত না,  অনলাইনে যাই করত প্রাইভেসি বলে যে একটা বিষয় আছে, এটি কারো মাথায় থাকত না খুব কম সংখ্যক লোক এ বিষয়ে চিন্তিত থাকতো কিন্তু বর্তমান সময়ে এমন এক পরিস্থিতি বিরাজ করছে যা আমাদের এবং আমাদের তথ্যের  নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত।

 

আপনি যদি কোন

Activist হয়ে থাকেন

Whistleblower হয়ে থাকেন

Journalists হয়ে থাকেন

Tech savvy people হয়ে থাকেন

তবে এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Whistleblower কারাঃ

যিনি বেআইনি, অনৈতিক, অবৈধ, অনিরাপদ বা প্রতারণামূলক বলে বিবেচিত কোন বেসরকারী বা সরকারী সংস্থার সম্পর্কে তথ্য প্রকাশ করে মূলত তারাই Whistleblower.

 

বর্তমানে, আপনার ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করা ততটা নিরাপদ নয় যতটা আপনি মনে করেন কারণ আপনি আপনার সকল কার্যকলাপের চিহ্ন রেখে যান যেগুলো অন্য কেউ খুঁজে পেতে পারে ।

কিভাবে Anonymous থাকা যায়ঃ 

অনেক ভাবেই Anonymous থাকা যায় বেশিরভাগ সময় Virtual private network বা VPN ইউজ করে (এটা যেমন তেমন VPN এর কথা বলছিনা)। তবে এখানে সম্পূর্ণ  Anonymous থাকা যায় না আপনি যে কোম্পানির VPN ইউজ করবেন তার কাছে সকল  ডেটা থাকবে । আর তারা সবাই (কমবেশি) ডাটা বিক্রি করে, এটাই তাদের বিজনেস, ভিপিএন সার্ভিস দেওয়ার মূল উদ্দেশ্য । ডাটা বিজনেস বর্তমানে ট্রিলিয়ন ডলারের বিজনেস । যার কাছে যত ডেটা অনলাইন দুনিয়ায় সে তত শক্তিশালী ।

 

আমরা কথা বলব একটি অপারেটিং সিস্টেম নিয়ে

Tails or (The Amnesic Incognito Live System)

এই অপারেটিং সিস্টেমটি তৈরি করা হয়েছে আপনার চোখ ফাঁকি না দিয়ে আপনার পরিচয় লুকানোর জন্য।  এই অপারেটিং সিস্টেমটি একটি ওয়ান টাইম প্লেট বা গ্লাসের মত, কারণ খাওয়া-দাওয়া হয়ে গেলে আমরা ফেলে দেই ।

  • এই অপারেটিং সিস্টেমটি সম্পূর্ণ Encrypted পোর্টেবল একটি অপারেটিং সিস্টেম । আপনি যখন কম্পিউটার বন্ধ করবেন তখন সমস্ত Digital Footprint মুছে ফেলবে, যখনই অন করবেন প্রতিবার নতুন একটি অপারেটিং সিস্টেম ওপেন হবে ।
  • এটি বুট করার জন্য USB ড্রাইভ ব্যবহার করে এবং আপনার কম্পিউটারকে একটি সুরক্ষিত সিস্টেমে পরিণত করে।
  • Tails or (The Amnesic Incognito Live System) হল সবচেয়ে সুরক্ষিত পোর্টেবল অপারেটিং সিস্টেমগুলির মধ্যে একটি।
  • এটি Debian GNU/Linux-এর উপর ভিত্তি করে তৈরি, এটি আপনাকে Surveillance, Censorship, Advertisement এবং Virus থেকে রক্ষা করে।
  • Linux, Windows ইত্যাদির মতো সাধারণ অপারেটিং সিস্টেমের বিপরীতে, যা বুট করার জন্য Hard Drive ব্যবহার করে। Tails, USB Drive ব্যবহার করে এবং আপনার কম্পিউটারকে একটি সুরক্ষিত সিস্টেমে পরিণত করে।

 

এটির নিরাপত্তা সুরক্ষার কারনে, অনলাইন যাদের  গোপনীয়তা এবং নিরাপত্তার প্রয়োজন মনে করে তারা ব্যাপকভাবে ব্যবহার করে।

 

যেমন NSA এর একজন Whistleblower Edward Snowden যিনি NSA-এর গোপন ফাইল ফাঁস করার জন্য Tails ব্যবহার করেছিলেন। এটি আপনার ইন্টারনেট activities এনক্রিপ্ট করতে এবং আপনাকে Anonymous করতে Tor network ব্যবহার করে।

এবার আসি কিভাবে সেট আপ করবেনঃ

Requirements

  • A empty USB drive at least 8GB
  • 2GB of RAM

Instalization:

আপনার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়ে থাকে তাহলে নিচের লিংক থেকে USB Image ডাউনলোড করে নিন

 

অন্য কোন অপারেটিং সিস্টেম হলে এখান থেকে ডাউনলোড করে নিন।

 

এবার আপনার USB Pendrive টি Boot করতে হবে যেভাবে অন্যান্য অপারেটিং সিস্টেম Pendrive এ Boot করতেন । চাইলে বহুল ব্যবহৃত  Rufus 3.21 সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যারা করেছেন তাদের জন্য ইন্সট্রাকশন দিলাম না আপনারা পারবেন। যারা এ বিষয়ে জানেন না তারা Youtube এ How to boot pendrive লিখে সার্চ দিয়ে দেখে নিতে পারেন বা

 USB installer Etche এটা ব্যাবহার করতে পারেন Screenshoot দেওয়া আছে।

 

এবার পর্যায়ক্রমে USB-Drive টি tails img দিয়ে বুট করে নেন।

 

এবার কম্পিউটার ‍Shift Key চেপে রির্স্টর্ট দেন। এবার  ‘use a device.’ লেখা এরকম একটি অপশন পাবেন। এখান থেকে আপনার  USB Drive সিলেক্ট করে Enter Pressকরুন।

যদি না পান তাহলে Boot মেনুতে প্রবেশ করুন। Boot মেনুতে প্রবেশ করতে আপনার কম্পিউটারের মডেল অনুযায়ী Function Key চাপুন (immediately several times)।

যেমনঃ

Asus: Esc

Dell: F12

HP: F9

Lenovo: F12

MSI: F11

Samsung: Esc, F12, F2

Boot Successful হয়ে গেলে এরকম Boot মেনু দেখতে পাবেন এখান থেকে আপনার  USB Drive সিলেক্ট করে Enter Press করুন ।

এবার Start Tails এ ক্লিক করুন

ব্যাস সেট-আপ হয়ে গেল।

 

How to create persistent storage on Tails?

Persistent storage কেন create করবেন। আপনি টেইলস এর ভিতরে যা সংরক্ষণ করবেন বন্ধ করে দেওয়ার পরে তা অদৃশ্য হয়ে যাবে। আপনি যদি কোন Data রাখতে চান তাহলে Persistent storage create করতে হবে। যেমনঃ wifi password, configuration, app settings ঠিক রাখতে এটি create করতে পারেন বা ডাটা রাখতে।

না চাইলে নাই, একদম Fresh OS বার বার অপেন হবে।

প্রথমে উপরের বাম কর্নারে ক্লিক করবেন এরপর configure persistent volume এ ক্লিক করবেন।

এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে Create এ ক্লিক করবেন।

 

এরপর আপনার যেগুলো রাখা প্রয়োজন অন করে Save করবেন।

রিস্টার্ট দেবার পর পাসওয়ার্ড দিয়ে আনলক করলে, সেভ করা ফাইল বা কনফিগারেশন অনুযায়ী Tails স্টার্ট হবে পাসওয়ার্ড না দিলে Normally Fresh স্টার্ট হবে। এভাবে আপনি সম্পূর্ণ Anonymous এর দুনিয়ায় প্রবেশ করতে পারবেন।

 

 

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ কথাঃ

আপনার সিকিউরিটি আপনার কাছে, আপনি যদি সচেতন না হত তাহলে দুনিয়ায় কোন সিস্টেম আপনাকে নিরাপত্তা দিতে পারবেনা। টেইলস আপনার এক্টিভিটির উপর কোন ডিটিটাল ফুটপ্রিন্ট রাখবেনা তার সিকিউরিটি সিস্টেম ভালো, তারপরও এখানে কিছু loopholes আছে।

যদি আপনি persistent storage এর জন্য weak password ব্যবহার করেন, টেইলস এর মধ্যে real identity-র সোসাল মিডিয়া বা ইমেইল একাউন্ট লগ-ইন করেন তাহলে টেইলস আপনাকে রক্ষা করতে পারবেনা।

আমার এই পোষ্ট মোটেই কোন খারাপ উদ্দেশ্য নিয়ে লেখা নয়, কোন অনৈতিক কাজ করার জন্য নয়। আমি আপনাদের প্রাইভেসির কথা চিন্তা করে, ডিজিটাল দুনিয়ায় আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে এই পোষ্ট টি লিখলাম। কারন ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাধীনতার অধিকার/আইন সকলেরই রয়েছে।

আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে এটি ব্যাবহার করবেন, কেও কোন অনৈতিক কাজ করলে আমি এবং ট্রিকবিডি কোন অবস্থায় দায়ভার নেব না।

 

ট্রিকবিডিতে নিয়মিত হবার চেষ্টা করছি দেখা যাক কতটুকু সময় দেওয়া যায়। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে FACEBOOK

সর্বপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, কথা হবে সামনে কোন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।

17 thoughts on "[HOT] নিজেকে নজরদারি এবং সেন্সরশিপ থেকে রক্ষা করুন, Tails: a portable operating system (By Naim Sdq)"

  1. Tushar Ahmed Author says:
    এটা কি উইন্ডোজ এর পাশাপাশি চলবে?
    পিসি ওন করলে উইন্ডোজ নাকি টেইলস বুট হবে?
    1. Naim Siddique Author Post Creator says:
      উইন্ডোজ এর পাশাপাশি চলবে।
    2. Tushar Ahmed Author says:
      তাহলে প্রতিবার কি এটা ইউএসবি থেকে বুট করতে হবে?
    3. Naim Siddique Author Post Creator says:
      হা প্রতিবার USB থেকে বুট করতে হবে, আপনি চাইলে 1st boot priority USB drive সিলেক্ট করে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
  2. Random Contributor says:
    পুরাই জুস !
    1. Naim Siddique Author Post Creator says:
      ধন্যবাদ ভাইজান আপনার কমেন্ট ই আমার সার্থকতা।
  3. Fi Jannatin Naim Contributor says:
    খুবই মান সম্মত পোষ্ট। একদম প্রো লেভেলের পোষ্ট। এম পোষ্ট মাসে ১ টা হলেও কোন আক্ষেপ নাই
    1. Naim Siddique Author Post Creator says:
      আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
  4. shovonskd Contributor says:
    পারসোনাল কম্পিউটারের সিকিউরিটি নিয়ে উল্লেখযোগ্য একটি পোষ্ট।। ধন্যবাদ আপনাকে।।
    1. Naim Siddique Author Post Creator says:
      আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
    1. Naim Siddique Author Post Creator says:
      Welcome
    1. Naim Siddique Author Post Creator says:
      Ji vai.
  5. Golam Rasul Contributor says:
    thanks brother
    1. Naim Siddique Author Post Creator says:
      Welcome

Leave a Reply