আসসালামু ওয়ালাইকুম ****

কেমন আছেন সবাই ??? আমি তো পুরাই টাশকি খাইয়া গেছি ।। আপনারা আবার টাশকি খাইয়েন না ।।

চলুন কাজের কথায় আসি →

আজ আপনাদেরকে শিখাবো কেমন করে এক মোবাইল থেকে অন্য মোবাইলে WiFi Connected করে ইন্টারনেট চালানো যায় ।।

*************************

(১) প্রথমে যে মোবাইলে সিমে মেগা বাইট আছে সেই মোবাইলের ইন্টারনেট কানেকশন দিন → তার পর Setting এ যান ।।।
নিচের ছবির মত দেখুন।

(২) তারপর Setting →More এ ক্লিক করুন

(৩) Setting → More → Tethering & Portable HotSpot এ ক্লিক করুন ।।

(৪) তারপর WLAN hotspot চালু করুন । (অফ থাকবে আপনি অন করে নিন)

(৫) এরপর অন্য যে এন্ড্রয়েড ফোন দিয়ে ইন্টারনেট চালাবেন সেই মোবাইলের WiFi চালু করুন ।। → এবার দেখুন আপনার ফোনের নোটিফিকেশন বারে WLAN NetWork Available নামে একটি নোটিফিকেশন এসেছে ।। → ওটাতে ক্লিক করুন ।।

(৬) তারপর সেখানে ক্লিক করুন ।। একদম নিচের ছবির মত ।।

আপনার কাজ শেষ । এবার আপনার ইচ্ছা মত যে কোন ব্রাউজার দিয়ে মনের সুখে DownLoad ব্রাউজিং করুন ।।

কোন সমস্যা হলে কমেন্ট করুন ।।

এই রকম আরো নতুন নতুন টিপস পেতে হলে অবশ্যই ভিজিট করবেন
MixTune24.Com

4 thoughts on "টিপসঃ এখন থেকে ওয়াই-ফাই এর মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট চালান 3G স্পিডে ।। ফুল টিউটোরিয়াল সাথে স্কিনশট ।।"

  1. Ranasheikh Contributor says:
    vai speed kemon pabo
  2. Avijit Contributor Post Creator says:
    na
  3. MAMUNRUBY Contributor says:
    আগে ২৫০কেবি স্পিড পাইতাম কিন্তু এখন ১০-১৫কেবি স্পিড পাই ওয়াইফাইতে।
    সাহায্য করুন একটু।।
  4. FARUK.TANVIR Contributor says:
    Ra abal. Wifi use korla ki r hotspots use kora jai..?

Leave a Reply