Howdy,
আজকে আপনাদের সামনে হাজির হলাম routersploit নিয়ে। কিভাবে termux এ ইনস্টল করতে হয় সেটা দেখাবো।
Routersploit কি ?
সহজে বলতে নেটওয়ার্কের vulnerabilities খুুুজে বের করা। যেমন : ওয়াইফাই , সিসি ক্যামেরা আরো অন্য নেটওয়ার্কের vulnerabilities খুুুুজে বের করা । সেই vulnerabilities exploit দিয়ে সেই নেটওয়ার্কে হ্যাক করা।
তো চলুন দেখে আশা যাক কিভাবে মোবাইলে সেটা ইনস্টল করতে হয়।
Requirements
- Net connected
- Termux
প্রথমে termux কে আপডেট করতে হবে।
pkg update -y
এখন আমরা upgrade করে নিবো ।
pkg upgrade -y
টুলসটি যেহেতু পাইথন দিয়ে করা তাই পাইথন প্যাকেজটি লাগবে ।
pkg install python -y
আমাদের টুলসটি গিটহাবে আপলোড করা সেখান থেকে ক্লোন করার জন্য গিট প্যাকেজটি লাগবে ।
pkg install git -y
এখন গিটহাব থেকে ক্লোন করবো।
git clone https://github.com/threat9/routersploit
এখন ls দিবো এবং ফোল্ডারে ভিতরে প্রবেশ করবো।
cd routersploit
এখন আমরা requirements গুলো ইনস্টল দিবো।
pip install -r requirements.txt
এখন আমরা মেইন টুলসটি রান করবো।
python rsf.py
যদি কারো এই রকম সমস্যা হয় তাহলে নিচের কমান্ড দিবেন ।
pip install future
এখন আবার আমরা মেইন টুলসটি রান করবো ।
দেখতে পাচ্ছেন আমার টুলসটি রান হয়ে গেছে এখন চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো ।
যদি মেইন টুলসটি রান করার সময় কোন ধরনের error আছে তাহলে আমাকে নক দিয়েন ।
সম্ভবত future module এর পর package resources এর error আসতে পারে। সেটা সমাধান করার জন্য নিচের কমান্ডটি দিবেন ।
pip install setuptools
# or with pip3
pip3 install setuptoolspip install –upgrade setuptools
# ?️ or with pip3
pip3 install –upgrade setuptools
পরবর্তী পোস্টে routersploit এর কাজ দেখাবো তার জন্য অপেক্ষা করুন ।
10 thoughts on "Termux এ routersploit ইনস্টল করুন খুব সহজে।"