ওসামা বিন যায়েদ (রাঃ)

থেকে বর্ণিত, রাসুলুল্লাহ
(সাঃ) একদিন মদীনার টিলা
সমূহের মধ্যে কোন একটি টিলার
উপর আরোহন করে বললেন: আমি
যা দেখছি, তোমরা কি তা
দেখছো? সাহাবাগণ বললেন: না।
রাসুলুল্লাহ (সাঃ) বললেন: আমি
তোমাদের ঘরসমূহে
তোমাদের নিজেদের মধ্যে
হিংসা, বিদ্বেষ, ফেৎনা বৃষ্টির
ফোঁটার ন্যায় পতিত হতে
দেখছি।
[বুখারীঃ ৪৫০]

One thought on "একটা হাদীস লেখলাম পড়ুন বুখারীঃ ৪৫০"

Leave a Reply