হযরত ইবনে আব্বাস রাযিআল্লাহু তায়াল
আনহু বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এক বার মদীনা বা
মক্কার কোন এক বাগানের কাছ দিয়ে
যাওয়ার সময় দু’জন ব্যক্তির আর্তনাদ শুনতে
পেলেন যাদের কে কবরে শাস্তি দেয়া
হচ্ছিলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
এদেরকে আজাব দেয়া হচ্ছে। তবে তা বড়

কোন কারণে নয়। তাদের একজন পেশাব থেকে
সতর্কতা অবলম্বন করতো না। আর অপরজন
চোগোলখুরী (একের কথা অপরের কাছে
অসদুদ্দেশ্যে বলা) করতো অত:পর তিনি
খেজুরের একটি ডাল আনিয়ে তা ভেঙ্গে
দু’খন্ড করে প্রত্যেত তবরের উপর এক এক খন্ড
রাখলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল,
ইয়া রাসুলুল্লাহ ! আপনি এমনটি কেন
করলেন? উত্তরে তিনি বললেন, “এতে ডালটি
শুকানো পর্যন্ত হয়তো তাদের আজাব কিছুটা
লাগব হবে।
(জামেউল উসূল: ৮৬৯৩)
my fb id

2 thoughts on "hadish ta pode nin valo lagbe"

  1. Zillur845 Contributor says:
    tui spelling thik korte janosna tore keda author banaiche?
  2. Asif Tahsin Author Post Creator says:
    Bebohar e bongser porichoy apnar baba ma apnake jonmo dite pere bebohare sontusto hoice mone hoy #zillur apni ans diyen?

Leave a Reply