আস্সালামু আলাইকুম। আশা করি সবাই
ভালো আছেন।
নামাযের সময়, কুরআন তেলাওয়াতের
পূর্বে প্রতিদিন আমরা ওজু করি। সুন্দর ও
সঠিকভাবে ওজু করে ছোট্ট একটি দুআ
পাঠ করুন। জান্নাতের আটটি দরজা
আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যে
কোন
দরজা দিয়ে ইচ্ছা, আপনি প্রবেশ
করতে
পারবেন। এই সুন্দর ও সহজ সুন্নাতটি
আদায়
করতে দশ সেকেন্ডের বেশি সময়
লাগবে না। অথচ উপকার কত বড়!
হযরত উকবা ইবনে আমের রাযি. থেকে
বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
‘তোমাদের কেউ যখন ওজু করে, আর সে
পূর্ণরূপে সুন্দর করে ওজু করে, এরপর সে
নিম্নের দুআটি পাঠ করে, তাহলে

তার
জন্য জান্নাতের আটটি দরজা খুলে
দেয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছা, সে
প্রবেশ করতে পারে।’ (মুসলিম শরীফ,
হাদীস-৩৪৫)
দোয়াটি এই : ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ
ﻋَﺒْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺭَﺳُﻮﻟُﻪُ
উচ্চারণ : আশহাদু আল-লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান
আবদুল্লাহি ওয়া রাসূলুহু।
অন্য একটি হাদীসে আরেকটি দুআ
বর্ণিত আছে এবং সেই দুআটি পড়লেও
জান্নাতের আটটি দরজা পাঠকারীর
জন্য খুলে দেয়ার ঘোষণা দেয়া
হয়েছে।
হযরত ওমর রাযি. থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, যে
ব্যক্তি
ভালোভাবে ওজু করে নিম্নোক্ত
দুআটি পাঠ করবে, তার জন্য
জান্নাতের
আটটি দরজা খুলে দেয়া হয়। সে
যেকোন দরজা দিয়ে ইচ্ছা, প্রবেশ
করতে পারে।’ (তিরমিযী শরীফ,
হাদীস-৫০)
দোয়াটি এই : ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻟَﺎ
ﺷَﺮِﻳﻚَ
ﻟَﻪُ ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮﻟُﻪُ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻣِﻦْ
ﺍﻟﺘَّﻮَّﺍﺑِﻴﻦَ ﻭَﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺘَﻄَﻬِّﺮِﻳﻦَ
উচ্চারণ: আশহাদু আল-লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা
লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মাজ-আলনী
মিনাত-তাওয়া-বীনা, ওয়াজ-আলনী
মিনাল-মুতা-তহহিরীন।

2 thoughts on "আপনি যদি প্রতি ওজু শেষে এই দোয়া পড়েন,তাহলে জান্নাতের ৮ দরজা আপনার জন্য খুলে যাবে"

  1. nasir006 Contributor says:
    aro hadis chy.post dan
  2. Mamun Al abdullah Contributor Post Creator says:
    দোয়া করবেন,যেন সব সময় আপনাদের কাছে ভাল কিছু নিয়ে আসতে পারি

Leave a Reply