আল্লাহর স্পষ্ট কথা নবী করিম (সাঃ)
গায়েব জানে না
আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট ভাষায়
বলেছেন তিনি ছাড়া কেউ
গায়েবের মালিক নয় ….
• আল্লাহ কুরআনে বলেন ….
▷ (হে নবী!) আপনি বলুন’ আমার নিজের
ভাল মন্দের মালিকও আমি নই । তবে
আল্লাহ পাক জা চান, তাই হয় । যদি
আমি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকতাম,
তাহলে আমি অনেক ফায়েদাই হাসিল
করে নিতে পারতাম এবং কোন
অকল্যাণি আমাকে স্পর্শ করতে পারত
না । ( সুরা আরাফ ) আয়াত .. ১৮৮ ।
আল্লাহ তায়ালা অন্য আয়াতে
বলেন……
▷ আমি তো তোমাদের এ কথা বলি না
যে, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার
রয়েছে এবং না আমি অদৃশ্য বিষয়ে

অবগত আছি । (সুরা হুদ) আয়াত …. ৩১ ।
আরেকটি আয়াতে বলা হয়েছে ……
▷ হে নবী আপনি বলুন! আল্লাহ
তায়ালা ছাড়া আসমান ও জমিনে যা
কিছু আছে তাদের কেউ অদৃশ্য জগতের
কিছু জানে না । তারা এটাও জানে
না যে, কবে তাদের কবর থেকে
পুনরুঙ্খান করা হবে । ….(সুরা নামল-) –
আয়াত —৬৫ ।
সুরা আনআমে আল্লাহ তায়ালা আরো
বলেন…….
▷ গায়েবের চাবিকাঠি তাঁর হাতেই
সংরক্ষিত রয়েছে …. (সুরা আনআম-) —
আয়াত—-৫৯ ।
▷ বলুন, আমি তো তোমাদের এ কথা
বলি না যে, আমার কাছে আল্লাহ
পাকের বিপুল ধনভাণ্ডার রয়েছে । আর
না এ কথা বলি যে আমি গায়েবের
কোন সংবাদ জানি । (সুরা আনআম-)
আয়াত—-৫০ ।
▷ গায়েব সংক্রান্ত সমস্ত জ্ঞান তো
একমাত্র আল্লাহ পাকের জন্যে (সুরা
ইউনুস)—- আয়াত—–২০ ।
• এতো সব স্পষ্ট দলীল থাকতে এবং
মক্কা-মদীনার সম্মানিত ইমামগণসহ
সারা বিশবের বিখ্যাত আলেমগনের
ঐকমত তাকার পরেও অনেক ভায়েরা
এগুলো বিশ্বাস করবে না । আমার কথা
যদি বিশ্বাস না হয় তা হলে নিজেই
কুরআন খুলে দেখুন ।
কারো কথাই বিশ্বাস করার দরকার নেই
নিজের চোক কেই বিশ্বাস করুণ ।
• আমার পোস্ট যদি ভাল হয়ে তাকে
তাহলে কমেন্টে জানান ।

Leave a Reply