কালেমা তাইয়্যেবা
===========
ﻻَ ﺍِﻟَﻪَ ﺍِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻣُﺤَﻤَّﺪُ ﺭَّﺳُﻮْ ﻝُ ﺍﻟﻠﻪ
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।
অনুবাদঃ আল্লাহ ভিন্ন ইবাদত
বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই । হযরত
মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি
ওয়াছাল্লাম তাঁহার প্রেরিত রসূল ।
কালেমা শাহাদত
==========
ﺍَﺷْﻬَﺪُ ﺍَﻥْ ﻻَّ ﺍِﻟَﻪَ ﺍِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪ ‘ ﻭَﺍَﺷْﻬَﺪُ ﺍَﻥَّ
ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩ ‘ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪ ‘
উচ্চারণঃ আশহাদু আল লা-ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু
ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
রাছুলুহু ।
অনুবাদঃ আমি সাক্ষ্য দিতেছি যে ,
আল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত
নাই তিনি এক তাঁহার কোন অংশীদার
নাই ।আমি আরও সাক্ষ্য দিতেছি যে,
হযরত মুহাম্মাদ (সাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং
তাঁহার প্রেরিত রসূল ।
কালেমা তাওহীদ
==========
ﻻَ ﺍِﻟَﻪَ ﺍِﻻَّ ﺍَﻧْﺖَ ﻭَﺍﺣِﺪَ ﻻَّﺛَﺎﻧِﻰَ ﻟَﻚَ ﻣُﺤَﻤَّﺪُﺭَّ ﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺍِﻣَﺎﻡُ
ﺍﻟْﻤُﺘَّﻘِﻴْﻦَ ﺭَﺳُﻮْ ﻟُﺮَﺏِّ ﺍﻟْﻌَﻠَﻤِﻴْﻦَ

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা
ওয়াহিদাল্লা ছানীয়ালাকা
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল
মোত্তাকীনা রাছুলুরাবি্বল আলামীন

অনুবাদঃ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের
যোগ্য নাই । তিনি এক তাঁহার
অংশীদার নাই মুহাম্মাদ রাসুলুল্লাহ
(সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
সোত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম
এবং বিশ্বপালকের প্রেরিত রসূল।
কালেমা তামজীদ
==========
ﻻَ ﺍِﻟَﻪَ ﺍِﻻَّ ﺍَﻧْﺖَ ﻧُﻮْﺭَ ﻳَّﻬْﺪِﻯَ ﺍﻟﻠﻪُ ﻟِﻨُﻮْﺭِﻩِ ﻣَﻦْ ﻳَّﺸَﺎﺀُ ﻣُﺤَﻤَّﺪُ ﺭَّﺳَﻮْ
ﻝُ ﺍﻟﻠﻪِ ﺍِﻣَﺎﻡُ ﺍﻟْﻤُﺮْﺳَﻠِﻴْﻦَ ﺧَﺎ ﺗَﻢُ ﺍﻟﻨَّﺒِﻴِّﻦَ
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা
নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী
মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি
ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন ।
অনুবাদঃ হে খোদা! তুমি ব্যতীত কেহই
উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি
যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন
কর । মুহাম্মাদ (সাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম) প্রেরিত পয়গম্বরগণের ইমাম
এবং শেষ নবী।
ঈমান-ই মুজমাল
==========
ﺍﻣَﻨْﺖُ ﺑِﺎﻟﻠﻪِ ﻛَﻤَﺎ ﻫُﻮَ ﺑِﺎَﺳْﻤَﺎﺋِﻪ ﻭَﺻِﻔَﺎﺗِﻪ ﻭَﻗَﺒِﻠْﺖُ ﺟَﻤِﻴْﻊَ
ﺍَﺣْﻜَﺎﻣِﻪ ﻭَﺍَﺭْﻛَﺎﻧِﻪ
উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি কামা-
হুয়া বিআসমা-ইহী ওয়া সিফা-তিহী
ওয়া ক্বাবিলতু জামী-আ আহকা-মিহী
ওয়া আরকা-নিহী।
অনুবাদঃ আমি আল্লাহ তা’আলার উপর
ঈমান আনলাম। তিনি যেমন, তার
নামসমূহ ও তাঁর গুণাবলী সহকারে এবং
আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধান ও
আরকানকে।
ঈমান-ই-মুফাসসাল
============
ﺍﻣَﻨْﺖُ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻣَﻠﺌِﻜَﺘِﻪ ﻭَﻛُﺘُﺒِﻪ ﻭَﺭَﺳُﻮْﻟِﻪ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺎﺧِﺮِ ﻭَﺍﻟْﻘَﺪْﺭِ
ﺧَﻴْﺮِﻩ ﻭَﺷَﺮِّﻩ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺗَﻌَﺎﻟﻰ ﻭَﺍﻟْﺒَﻌْﺚِ ﺑَﻌْﺪَﺍﻟْﻤَﻮْﺕِ
উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি ওয়া
মালা-ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া
রুসূলিহী ওয়াল ইয়াউমিল আ-খিরী,
ওয়াল ক্বাদরি খায়রিহী-ওয়া
শাররিহী মিনাল্লা-হি তাআলা
ওয়াল বা’সি বা’দাল মাওত।
অনুবাদঃ আমি ঈমান আনলাম আল্লাহর
উপর তাঁর ফিরিশতাদের উপর, তাঁর
আসমানী কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং
শেষ দিবসের উপর আর এর উপর যে,
অদৃষ্টের ভাল-মন্দ আল্লাহ তা’আলার তরফ
হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর।

Leave a Reply