রানা ভাই এবং নাসির ভাইয়ের প্রতি অসংখ অগনিত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট।

اتَّقِ اللَّه حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ

“আল্লাহকে ভয় কর যেখানেই থাকনা কেন। অন্যায় কাজ হয়ে গেলে পরক্ষণেই ভাল কাজ কর। তবে ভাল কাজ অন্যায়কে মুছে দিবে আর মানুষের সাথে ভাল ব্যবহার কর।“ (তিরমিযী-সহীহ)

২. ((إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ))

“সব কাজই নিয়তের উপর নির্ভরশীল।“(সহীহ বুখারী)

৩. ((الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ))

“প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার মুখের ভাষা এবং হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে।“ (সহীহ বুখারী)

৪. (( مَنْ غَشّنا فَلَيْسَ مِنِّا ))

যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম)

আমাকে দোয়া করবেন, যেন সব সময় আপনাদেরকে ভাল কিছু উপহার দিতে পারি।

Leave a Reply