দেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনী
প্রতিষ্ঠান ও আইন পরিষদসমূহের সদস্য
কিংবা দেশের সর্বোচ্চ শাসনকর্তা
নির্বাচনের ব্যাপারে নারীদেরও
ভোটদানের অধিকার রয়েছে। এ
অধিকার দান ইসলামের বিপরীত কিছু নয়।
কেননা নির্বাচন শরীয়তের দৃষ্টিতে
উকীল নির্ধারনের মতোই।

নির্বাচিত প্রতিনিধিরা উচ্চতর স্তরে আইন
প্রণয়ন করে ও জনগণের অধিকার
রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করে। আর ইসলামের দৃষ্টিতে এ
কোনো নিষিদ্ধ কাজ নয় যে, সে
একজনকে উকিল নিযুক্ত করবে, সে
গিয়ে উচ্চতর পর্যায়ে নারীর মতামত,
ইচ্ছা-বাসনা, আশা-আকাঙ্ক্ষা এবং
প্রয়োজন ব্যাখ্যা করবে এবং তার
অধিকার রক্ষার্থে প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করবে।

লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এতে পরবর্তীতে লিখতে উৎসাহ পাবো।

ধর্ম সম্পর্কে অজানা বিষয় জানতে আমার সাইটে আসুন ~ BDprozukti.com

2 thoughts on "মুসলিম নারীদের ভোটদানের বিষয়ে যা বলেছে ইসলাম!"

  1. Rashed Khan Contributor says:
    আপনি সবসময় উল্টাপাল্টা থাম্বনাইল দেন।। পোস্ট রিলেটেড থাম্বনাইল দেন না কেন? এতে পোস্টের এবং ট্রিকবিডির সৌন্দর্য কমে যায় । আপনার পোস্ট করার এত তাড়া কিসের?
    1. Hridoy ahmed Contributor Post Creator says:
      দুঃখিত। পরবর্তি পোষ্ট থেকে দিব। তবে আমার মনে হয়, আমি কখনো উল্টাপাল্টা থাম্বনাইল
      দেই নি।। যকটা দিছি,পোস্ট রিলেটেড থাম্বনাইল
      দিছি।

Leave a Reply