দশটি সূরা মুসলমানদের দশটি জিনিস হতে রক্ষা করে। যথা:-
[১] সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষার কারণ হয়।
[২] সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষার মাধ্যম হবে।
[৩] সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষার মাধ্যম হবে।
[৪] সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষার কারণ হয়।
[৫] সূরা মূলক কবরের আযাব হতে রক্ষার মাধ্যম হবে।
[৬] সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষার কারণ হয়।
[৭] সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষার কারণ হয়।
[৮] সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষার কারণ হয়।
[৯] সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষার কারণ হয়।
[১০] সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষার কারণ হয়।
“আল হাদিস”

Leave a Reply