টিপস -১
তিল বেটে নিন অথবা
গুঁড়ো
করেনিন। এতে সামান্য
পানি মিশিয়ে ভালো
করে
চটকে নিন। এবার ছেঁকে
নিন।
ছাঁকার পর একটা সাদা
রঙের
তরল পাবেন সেটা মুখে
লাগান, বিশেষ করে
রোদে
পোড়া জায়গায়। আধা
ঘণ্টা
পর ভালো করে ধুয়ে ফেলুন।
অচিরেই ত্বকের রঙ ফিরে
পাবেন।
টিপস -২
ত্বকের রং আরও ফর্সা করার
জন্য টক দই লাগান মুখে।
যাদের ত্বক শুষ্ক তাঁরা মধু ও
দই মিশিয়ে নিন। মিনিট
বিশেক রাখুন মুখে,
তারপরে
ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত
তিন দিন এরকম লাগাতে
হবে।
টিপস -৩
তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে
মুলতানি মাটি, থেঁতো
করা
পদ্মপাপড়ি ও নিমপাতা
বাটা এবং চালের গুঁড়ো
মিশিয়ে ফেসপ্যাক তৈরি
করুন। মুখে-গলায় লাগিয়ে
রাখুন। ২০ মিনিট পর ধুয়ে
ফেলুন। ধুয়ে ফেলার পর মুখে
কাঁচা দুধ লাগিয়ে রাখুন
আরও আধা ঘণ্টা।
টিপস -৪
আলুর রস ও কাঁচা দুধ
মিশিয়ে
ফেসপ্যাক তৈরি করুন।
সাথে
দিন চন্দনের গুঁড়ো। দিনে
২বার এই মিশ্রণ মুখে
লাগিয়ে রাখুন ২০ মিনিট
করে। দ্রুত রঙ উজ্জল হবে।
চন্দন
না দিলেও সমস্যা নেই।
এগুলো থেকে যে কোন
একটি
উপায় বেছে নিন। এবং
অবলম্বন করুন। নাম্বার ৫
ছাড়া বাকি যে কোন

প্যাক
ব্যবহার করলে দিনে দুবার
কাঁচা দুধ মুখে লাগিয়ে
রাখবেন। ২০ মিনিট পর ধুয়ে
ফেলবেন। এতে জলদি কাজ
করবে।
শেষ টিপস:
১। এক টেবিল চামচ গুঁড়ো দুধ,
এক টেবিল চামচ মধু, এক
টেবিল চামচ লেবুর রস এবং
১/২ টেবিল চামচ
বাদামের
তেল ভালো ভাবে
মিশিয়ে
মুখে ১০-১৫ মিনিট
লাগিয়ে
রাখুন। শুকিয়ে গেলে
তারপর
পরিষ্কার করুন। এই প্যাকটি
মুখের উজ্জ্বলতা বাড়াবে
আর রোদে পোড়া ভাব দূর
করবে।
২। বেশন, দুধ ২ চা চামচ এবং
লেবুর রসের মিশ্রন মুখে,
গলায় লাগিয়ে ১৫ মিনিট
পর
ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে
ফেলুন। সপ্তাহে ২বার
লাগালে আপনার গায়ের
রঙ
অবশ্যই উজ্জ্বল হবে।
৩। ঝকঝকে ত্বকের জন্য চন্দন
গুঁড়োর অবদান অনস্বীকার্য।
চন্দন গুঁড়োর সাথে দুধ
মিশিয়ে প্রত্যেকদিন
হালকা হাতে ম্যাসাজ
করুন।
অল্প দিনের মধ্যে আপনার
মুখে হাসি ফুটবেই।
৪। টমেটোতে অ্যালার্জি
না থাকলে কয়েক ফোঁটা
লেবুর রসের সাথে এর
ক্লাথ
মিশিয়ে মুখে এবং গলায়
ব্যবহার করুন। ১৫ মিনিট পর
ধুয়ে ফেলুন। দেখবেন
আপনাকে অনেক ফর্সা
দেখাবেই।
৫। ১/২ কাপ চায়ের লিকার
(ঠাণ্ডা), ২ চামচ চালের
গুঁড়ো, আধা চামচ মধু
মিশিয়ে
মুখে লাগান। চালের গুঁড়ো
স্ক্রাবার হিসেবে কাজ
করবে আর মধু মুখের আর্দ্রতা
বজায় রাখবে।
৬। শশার রস আর মধু সমান
পরিমাণ নিয়ে ১৫ মিনিট
মুখে লাগিয়ে রাখুন। এটি
শুষ্ক ত্বকের জন্য অনেক
উপকারী। তবে তৈলাক্ত
ত্বকে মধুর বদলে লেবু
ব্যবহার
করতে হবে।
৭। সপ্তাহে একবার পাকা
কলা চটকিয়ে মুখে লাগান
আর ৩/৪ মিনিট পর ধুয়ে
ফেলুন।
মুখে লুকিয়ে থাকা সব
ময়লা
নিমিষে পালিয়ে যাবে
আর
আপনি হয়ে উঠবেন আরও
আকর্ষণীয়।
৮। ২ টেবিল চামচ বেসন, ২
চিমটি কাঁচা হলুদ , ২-৩
ফোঁটা
লেবুর রস আর এক চা চামচ দুধ
দিয়ে প্যাক বানিয়ে মুখে

মিনিট ভালো ভাবে
ম্যাসাজ করুন। তারপর ২০
মিনিট পরে ঠাণ্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলুন। তবে
মনে
রাখবেন, হলুদ সবার ত্বকের
জন্য নয়। তাই আগে একটু টেস্ট
করে নিবেন কাঁচা হলুদ
আপনার বন্ধু না শত্রু।
৯। কাঁচা আলুর রস অথবা আলু
পাতলা করে কেটে অথবা
আলুর পাল্প দিনে ২বার
করে
ব্যবহার করলেও ভালো ফল
পাবেন।
টিপসগুলো মেনে চলার
আগে
অবশ্যই খেয়াল রাখবেন
উপাদানগুলোর সাথে
আপনার ত্বক মানিয়ে
নিতে
পারে কিনা। আগে অল্প
করে হাতে লাগিয়ে
দেখবেন কোন ধরণের
চুলকানি কিংবা
জায়গাটা
লাল হয়ে যাচ্ছে কিনা,
তারপর পছন্দসই প্যাকটি
বেছে নিন।
ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

3 thoughts on "গায়ের রঙ ফর্সা করার জাদুকরি কিছু টিপস"

  1. hd.golap Contributor says:
    sotte nake…
  2. Apon Author Post Creator says:
    Yes. bro..
  3. mahmud31132 Subscriber says:
    বাল কামা কোন কেটাগোরিতে পোষ্ট করছিস

Leave a Reply