আরবি হাদিসঃ

ﻭَﻋَﻦْ ﺃَﺑﻲ ﺳَﻌِﻴﺪٍ ﺍﻟﺨُﺪﺭِﻱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻛَﺎﻥَ
ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ، ﻳَﻘُﻮﻝُ: ‏« ﺇِﺫَﺍ ﻭُﺿِﻌَﺖ
ﺍﻟﺠَﻨَﺎﺯَﺓُ، ﻓَﺎﺣْﺘَﻤَﻠَﻬَﺎ ﺍﻟﺮِّﺟَﺎﻝُ ﻋَﻠَﻰ ﺃَﻋﻨَﺎﻗِﻬِﻢْ، ﻓَﺈِﻥْ ﻛَﺎﻧَﺖْ
ﺻَﺎﻟِﺤَﺔً، ﻗَﺎﻟَﺖْ : ﻗَﺪِّﻣُﻮﻧِﻲ، ﻭَﺇﻥْ ﻛَﺎﻧَﺖْ ﻏَﻴْﺮَ ﺻَﺎﻟِﺤَﺔٍ،
ﻗَﺎﻟَﺖْ ِﻷَﻫْﻠِﻬَﺎ: ﻳَﺎ ﻭَﻳْﻠَﻬَﺎ ﺃَﻳْﻦَ ﺗَﺬْﻫَﺒُﻮﻥَ ﺑِﻬَﺎ ؟ ﻳَﺴْﻤَﻊُ ﺻَﻮْﺗَﻬَﺎ
ﻛُﻞُّ ﺷَﻲْﺀٍ ﺇِﻻَّ ﺍﻹﻧْﺴَﺎﻥَ، ﻭَﻟَﻮْ ﺳَﻤِﻊَ ﺍﻹﻧﺴَﺎﻥُ ﻟَﺼَﻌِﻖَ ‏». ﺭﻭﺍﻩ
ﺍﻟﺒﺨﺎﺭﻱ

বাংলা হাদিসঃ

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন জানাযা
(খাটে) রাখা হয় এবং লোকেরা তা নিজেদের
ঘাড়ে উঠিয়ে নেয়, তখন সে সৎ হলে বলে,
আমাকে আগে নিয়ে চল।’ আর অসৎ হলে তার
পরিবার-পরিজনদের উদ্দেশ্যে বলে, হায় আমার
দুর্ভোগ! তোমরা (আমাকে) কোথায় নিয়ে
যাচ্ছ?’ মানুষ ছাড়া তার এই আওয়াজ সব জিনিসই শুনতে
পায়। যদি মানুষ তা শুনতো, তবে নিশ্চয় বেঁহুশ
হয়ে যেত।’’

[বুখারি ১৩১৪, ১৩১৬, ১৩৮০, নাসায়ি ১৯০৯, আহমদ
১০৯৭৯, ১১১৫৮]

7 thoughts on "জানাজার খাটে থেকে মৃত্যু ব্যক্তি এমন কী বলে, যা শুনলে মানুষ বেঁহুশ হয়ে যেত?"

  1. Avatar photo Jabir Khan Contributor says:
    আল্লাহ আমাদের মাফ করুক…….. আমিন
  2. Avatar photo rupok12 Contributor says:
    ভালো ভাই
  3. Avatar photo rupok12 Contributor says:
    ভালো লিখেছেন
  4. Avatar photo AD ATIK Author says:
    Thank you for your good post.

Leave a Reply