১. হাদিস শব্দের অর্থ কথা বা বানী ।
.
২. হাদীসের শরয়ী মর্যাদা ইসলামের ২য়
ভিক্তিতে ।
.
৩. হাদীস বর্ননাকারীকে রাবি বলা
হয় ।
.
৪. হাদীসের মুল কথাকে মতন বলে ।
.
৫. হাদীস ৩-৪ প্রকার ।
.
৬. যে হাদীসের মধ্যে আল্লাহ কথা
বলেছেন উল্লেখ্য থাকে উক্ত
হাদীসকে কুদসী বলা হয় ।
.
৭. হাদীস বর্ননার সুত্রকে সনদ বলে ।
.
৮. হাদীসে হাক্কুল ইবাদ বলতে
মানুষের সকল ধরনের অধিকারকে
বোঝানো হয়েছে ।

.
৯. হাদীস বর্ননা কারী সাহাবীর
সংখ্যা ১১০ জন ছিলো ।
.
১০. হোরায়রা অর্থ বিড়ালছানার
পিতা ।
.
১১. হযরত আবু হোরায়রা (রাঃ) বর্নিত
করেন ৫৩৭৮ টি হাদিস ।
.
১২ হযরত আবু হোরায়রা (রাঃ) ৬ টি
কর্তব্যের কথা বলেছেন ।
.
১৩. হযরত আয়েশা (রাঃ) রাসুল (সঃ)
হতে ২২১০টি হাদীস বর্ননা করেন ।
.
১৪. হযরত আনাস ইবনে মালেক (রাঃ)
১২৮৬ টি হাদীস বর্ননা করেন ।
.
১৫. সালাম ফার্সি (রাঃ) ৬৪ টি
হাদীস বর্ননা করেন ।
.
১৬. হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) ১১৬০ টি
হাদীস বর্ননা করেন ।
.
১৭. হযরত আলী (রাঃ) ৫৮৬ টি হাদীস
বর্ননা করেন ।
.
১৮. মিশকাত শরিফে হাদীসের সংখ্যা
৫৯৪৫ টি ।
.
১৯. বুখারী শরিফে হাদীসের সংখ্যা
৭১৭৫ টি ।
.
২০. সিহাহ সিত্তার ৬টি বিশুদ্ধ হাদীস
গ্রহন্তের নাম হল 1. সহীহ বুখারী 2. সহীহ
মুসলিম 3. জামে তিরমিযী 4. সুনানে
আবু দাউদ 5. সুনানে নাসায়ী ও 6.
সুনানে ইবনে মাজাহ ।

এরকম আরো ইসলামিক কিছু পেতে TrickMax.com ভিজিট করুন

Leave a Reply