পবিত্র রমজানের প্রথম দশকের শেষ দিন
আজ। এবারের মতো রহমতের শেষ দিনে
আল্লাহর রহমত লাভের জন্য বেশি
বেশি করে ইবাদত বন্দেগী করবেন
বান্দারা। ১০ম রমজানের দোয়ার
দোয়াটি তুলে ধরা হলো-
.
.
ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﻌﺎﺷﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺘَﻮَﻛِّﻠﻴﻦَ ﻋَﻠَﻴْﻚَ،
ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻔﺎﺋِﺰﻳﻦَ ﻟَﺪَﻳْﻚَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ
ﺍﻟْﻤُﻘَﺮَّﺑﻴﻦَ ﺍِﻟَﻴْﻚَ، ﺑِﺎِﺣْﺴﺎﻧِﻚَ ﻳﺎ ﻏﺎﻳَﺔَ ﺍﻟﻄّﺎﻟِﺒﻴﻦَ .
.
.
উচ্চারণ : আল্লাহুম্মাঝ আ’লনি ফিহি
ওয়াঝআ’লনি ফিহি মিনাল ফাইযিনা
লাদাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল
মুক্বাররাবিনা ইলাইকা;
বিইহসানিকা ইয়া গাইয়াতিত
ত্বালিবিন।
.
.
অর্থ : হে আল্লাহ! তোমার প্রতি যারা
ভরসা করেছে আমাকে সেই
ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার
অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল
করো সফলকামদের মধ্যে এবং আমাকে
তোমার নৈকট্যলাভকারী বান্দাদের
অন্তর্ভূক্ত করে নাও। হে
অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।
.
.
মুসলমানকে তার খাস রহমত দান করেন।
আমিন
2 thoughts on "রহমতের শেষ দিনে ছোট্ট এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নৈকট্যলাভ হয়"