জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল তারাবির নামাজ ঠিক কত রাকাত ? ৮ নাকি ২০।

জবাবে তিনি বলেছিলেন, এক ব্যাক্তি মহানবীর কাছে জিজ্ঞাসা করলো, ‘কিয়ামুল লাইল’ কিভাবে পড়বো ?

তিনি বল্লেন,এটা ২ রাকাত করে পড়া
উচিত। যেমন ২ রাকাত,তারপর ২ রাকাত,
তারপর ২ রাকাত এবং সূর্য যখন উদিত হবার
সময় হয়ে আসবে ,তখন ১ রাকাত’।

এভাবে যতখুশী তত পড়া যাবে। তবে
আমরা যদি মহানবীর দিকে দেখি, তাহলে হাদীসে এসেছে, “আয়েশা (রাঃ)-কে রাসুল(সঃ)-এর রমযানের তারাবি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, মুহাম্মাদ(সঃ) রমযান মাসে যখন কিয়ামুল লাইল বা তারাবীর নামাজ আদায়
করতেন, তখন ১১ রাকাত আদায় করতেন
এবং এর বেশী করতেন না।

অন্য মাসে ৮ রাকা’আত ‘কিয়ামুল লাইল’ এবং
৩ রাকাত বিতরের নামাজ আদায় করতেন।

বুখারী-তাহাজ্জুদ-১১৪৭
অনেক হাদীস আছে, যেখানে বলা
হয়েছে, নবী করিম(সঃ) ১১ রাক’আত
(৮+৩) ‘কিয়ামুল লাইল’ আদায় করতেন।

তবে যদি সাহাবী,সালফে সালেহীন ও
তাবেয়ীনদের দেখি, তাহলে তারা
১১,১৩,১৯,২৩ ও ৩৯ এধরনের আদায়
করতেন।

আরেকটা হাদিসে আছে, “তাবেয়ীনরা
রমযানের রাতে ২০ রাক’আত তারাবীহ
আদায় করতেন। অন্যত্র বলা হয়েছে,
তারা ৩৬ রাকাত আদায় করতেন।

কিন্তু নবী করিম(সঃ) ১১ রাকাত আদায়

করতেন।তবে তিনি ২+২+২+ এভাবেও
আদায় করতে বলেছেন। মুসান্নাফ
ইবনে আবি শাইবা-পৃষ্ঠা-১৫৬,১৬৬।

জানুন আপনার রোজা কতটা সঠিক হচ্ছে ।

6 thoughts on "ইসলাম শিক্ষা (পর্ব ৩১) – তারাবির নামাজ কত রাকাত ? জাকির নায়েকের উত্তর"

    1. Hridoy ahmed Contributor Post Creator says:
      🙂 🙂
  1. Raj gh Author says:
    রানা ভাই দয়া করে আমার পোস্ট Review করেন
  2. Tariqul islam Contributor says:
    ওয়াও।
  3. fahimwaitliakot Contributor says:
    rana vai ami gp simer ekta trick share korchi plz aproav koren.
  4. tanvir199 Contributor says:
    Nice post….

Leave a Reply