আমাদের দেশে আনেক ধরনের খেলা
প্রচলিত আছে। তার মধ্যে বর্তমানে
সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল ও
ক্রিকেট।

আর অনেকেরই জানার ইচ্ছা রোজা
অবস্থায় এসব খেলা করা বা দেখা
যাবে কি না? আর দেখলে রোজার
কোন ক্ষতি হবে কি না?

প্রথমেই বলছি যেহেতু রোজা ভঙ্গের
কারনসমূহের মধ্যে এগুলি পড়ে না, তাই
রোজার কোন ক্ষতি হবে না। তবে
যেহেতু (রাসূল (সা.) বলেছেন, সব ধরনের
খেলা হারাম) সেই জন্য হারাম কাজ
করার গুনাহ অবশ্যই হবে আর রোজা
রেখে হারাম কাজ করার জন্য রোজার
সওয়াব কমে যাবে।

নিম্নোক্ত কারণে এগুলি থেকে বিরত
থাকা আবশ্যক :

(১) সময় ও অর্থের
অপচয়ঃ বিনোদনের নামে এসব খেলা
মানুষের সময় নষ্ট করে। তাছাড়া এগুলি
মানুষের পকেট ছাফ করে পুঁজিপতিদের
পকেট ভর্তি করার একটা ফাঁদ মাত্র।
আল্লাহ বলেন, ‘(সেই মুমিনগণ সফলকাম)
যারা অনর্থক কাজ হ’তে বিরত
থাকে’ (সূরা মুমিনূন ৩)।
তিনি বলেন, তোমরা অপচয় করো না’।
নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।
আর শয়তান ছিল তার প্রতিপালকের
প্রতি অকৃতজ্ঞ’ (বনী ইস্রাঈল ২৬-২৭) ।

(২) এসব খেলা মূলতঃ অমুসলিমদের
আবিষ্কৃত। সুতরাং অমুসলিম ও
কাফেরদের খেলা দেখার মাধ্যমে
প্রকারান্তরে তাদের প্রতি সম্মান
প্রদর্শন করা হয়। যা থেকে বিরত থাকা
মুসলমানের জন্য আবশ্যক।
রাসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি যে
কওমের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি
তাদের অন্তর্ভুক্ত হবে’ (আহমাদ, আবুদাঊদ,

মিশকাত হা/৪৩৪৭) ।

(৩) এসব খেলা একদিকে যেমন মানুষকে
আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়,
অপরদিকে সমাজে অশ্লীলতা ও
বেহায়াপনার প্রসার ঘটায়।

(৪) এর মধ্যে জুয়ার সম্পৃক্ততা রয়েছে, যা
এটিকে আরো কঠিন হারামে পরিণত
করেছে (মায়েদাহ ৯০) ।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
আর সব ধরনের খারাপ কাজ থেকে বিরত
থাকার শক্তি ও মনবল দান করুন। আমীন।

নিজের নামে স্বল্পমূল্যে ওয়েবসাইট তৈরি করে দিনে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন মোবাইল দিয়ে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

12 thoughts on "জেনে নিন- রোজা থাকা অবস্থায় খেলা দেখা যাবে কি’না?"

  1. Sami Contributor says:
    valo post but khela dekha chara to thaka jaina
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ভাই! অন্তত রমজান মাসটা খেলা না দেখার চেস্টা করা ভাল।
  2. Shawon24 Contributor says:
    (২) এসব খেলা মূলতঃ অমুসলিমদের আবিষ্কৃত। সুতরাং অমুসলিম ও কাফেরদের খেলা দেখার মাধ্যমে প্রকারান্তরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। যা থেকে বিরত থাকা মুসলমানের জন্য আবশ্যক।

    vai football toh iran o khele.

    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আপনার কথার সাথে আমি একমত @Shawon24
  3. Khalid Author says:
    জাযাকাল্লাহ খাইর। আরোও লিখুন।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ Khalid ভাই! দোয়া করবেন যাতে আরো ভালো পোস্ট করতে পারি।
  4. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    আপনাকেও ধন্যবাদ @sakib3as
  5. DH Sajib Contributor says:
    ওয়াকিল ভাই সুন্দর পোস্ট
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ সজীব ভাই
  6. Jackbd Contributor says:
    bro apni kibabe red color koren post ar maje…. plz help me,,,,,
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Contact me on FB
  7. Jackbd Contributor says:
    bai fb message dici….plz ans me,,,

Leave a Reply