ইসলামি জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলঃ মানবতার মুক্তির জন্য আল্লাহর পাঠানো রাহমাতুল্লিল আলামীন, বিশ্বমানবতার মুক্তির মহান অগ্রদূত, “উসওয়াতুন হাসানা” তথা সর্বোত্তম আদর্শ মহানবী (সঃ) এর সুন্নাহর অনুসরণ এবং বিদা’তের মূলোৎপাটন। কেননা রাসুল (সঃ) বলেছেন, “প্রত্যেক বিদা’ত হচ্ছে গোমরাহি আর গোমরাহীর পরিনাম জাহান্নাম।” সুন্নাহ কি এবং প্রচলিত বিদা’তএর পরিচয় জানার জন্য অসাধারণ একটি রচনা ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের “এহইয়াউস সুনান” বইটি।
টাকার হিসাবে বই অল্প মূল্যে বাজারে পাওয়া যায়, আমি আরও কিছু বইয়ের লিংক দিচ্ছি
- হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা
- ইসলামী আকীদা
- রাহে বেলায়েত
- সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর
বই পড়ার একটি কমন নিয়ম হলো ভূমিকা পড়া ও সূচিপত্র পড়া। সূচিপত্র না পারলেও ভূমিকা পড়লে বই সম্মপর্কে ধারণা পাওয়া যায়। এই বইগুলো হাজার মুসলিমের উপকারে আসতে পারে, দূর করতে পারে অনেক মহাপাপ। । ইনশাআল্লাহ।
3 thoughts on "ডাউনলোড করে নিন বই – জীবিন বদলে দেয় আনে শান্তি যে বই – সাথে আরও ৪ টি বই এর লিংক (পিডিএফ)"