আল্লাহর সান্নিধ্য লাভের সাইকোলজিক্যাল প্রোগ্রাম Murakaba!

আল্লাহর সান্নিধ্য লাভের সাইকোলজিক্যাল প্রোগ্রাম Murakaba!

লেখার শুরুতেই আমাকে বলে নিতে হচ্ছে এটি একটি সাইকোলজিক্যাল এপ্লিকেশন যার সহিত আমার ব্যক্তি বিশ্বাস বা অবিশ্বাস কিংবা দর্শনের সম্পর্ক নেই যাতে ধর্ম কোন উপমা – আমার জন্য এটি সাইকোলজি এবং প্রোগ্রামিং তথা টেকনোলজি নিয়ে মাতামাতিতেই উন্মাদনা মাত্র; হ্যা, বিশ্বাস বিষয়টি অবশ্যই ইফেক্টিভ তার জন্য যে বিশ্বাসী হওয়া প্রয়োজন; আমার বিশ্বাসের সাথে নূন্যতম সম্পর্ক না থাকলেও একজন বিশ্বাসীকে পূর্ণ সম্মান করা কোন মহানুভবতা নয় বরং এটা আমার মানুষ হিসেবে পরিচয় হওয়া উচিত।

যাই হউক আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হউন তবে নিশ্চয়ই আল্লাহর সান্নিধ্যে পেতে চাইবেন – উহাই তো পরম প্রাপ্তি তাইনা? হুমম, সালাত সবচেয়ে বেস্ট উপায় [যাতে মেডিটেটিভ মাইন্ডে আল্লাহর নৈকট্য লাভ হয়] তথাপি ঐ একই সাইকোলজি ব্যবহার করে তৈরী Murakaba ওয়েব এপ্লিকেশন যাতে আপনি যদি চান মেডিটেটিভ মাইন্ড নিয়ে [এমন অবস্থা যেন আপনি নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশে আপন মনের ভাবনাগুলো সৃষ্টিকর্তার তরে ডেডিকেটেশনের মাধ্যমে আত্মমগ্নতায় নিবিষ্ট হবেন]

Murakaba Psychological Simulative Simulation Application

Murakaba - Allahu

Murakaba Psychological Stimulative Simulation Photo Interfere [Psychological Stimulative Simulation] 

Access Link:- Murakaba [GithHub]

সর্বপ্রথম Murakaba – তে প্রবেশ করুন এবং আল্লাহর নৈকট্য লাভের দোয়াটি পড়ুন [আরবি পারলে পড়তে পারেন – এটলিস্ট চোখের দেখাতেও আরবি তথা কুরআনের কথাতে ভিজ্যুয়াল প্লেজারাইজেশান হতে পারে – উচ্চারণ করতে বাংলা লেখা আছে আরবি দোয়াটি পড়বেন অতঃপর শুধু আরবি নয় বরং এটার মূল মর্মার্থ উপলব্ধি করতে পারবেন দোয়া অর্থ জেনে তথাপি আপন ব্রেইনের সাবকনশিয়াসে মাইন্ড’কে কনশিয়াসলি জানিয়ে] এরপর ঐ দোয়াতে যখন টাচ করবেন [এখানে ফ্যাক্ট আছে – একটি দোয়াতে আপনি স্পর্শ করছেন যা একরূপ সাইকোলজিক্যাল স্ট্যামিনা যোগাতে ইনআরশিয়া প্রাপ্ত হবেন – সেটা নিয়ে আপাতত আর ডিটেইলস লিখছি না] তাহলে নতুন একটি স্ক্রিনে অন্ধকারের মাঝে নীলাভ উজ্জল [আমাদের ব্রেইনে কমপারেটিভলি নীল রং এর প্রতি আলাদা ইফেক্টিভিটি কাজ করে] আল্লাহু (আরবি) লেখাটি গ্লিচ করবে [ এই গ্লিচর ফলে যে মুভমেন্ট আপন মনের জড়তা ও ভাবনার মাঝে এক ফ্রিকোয়েন্টিভ আলোড়ন তৈরী করবে / আরও এক্সপ্লেইন দরকার:- কোন কিছুর জীবন্ত হওয়ার তথা অস্তিত্ব বিরাজমান হতে সাধারণ অপ্টিক্যাল শর্ত হলো ভিজু্য়্যাল মুভমেন্ট] এবং পেছনে ব্যাকগ্রাইন্ড মিউজিক থাকবে (বাজনা ছাড়া) চির পরিচিত সেই সুর “আল্লাহু আল্লাহু” যা আপনার মন’কে আবেগীয় ভাবনাতে তাড়িত করবে – যা আপনাকে আল্লাহ নৈকট্য লাভে সহায়তা করতে পারে। এখন কথা হলো নৈকট্য বিষয়টি বিশ্বাস ও অবিশ্বাসের ভেদ রেখেই সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ হতে “আপনার উৎসর্গীয় মনোভব যাতে আপন ধারনাতে এক বিশেষ সাইকোলজিক্যাল কন্ডিশন লব্ধিতে উপলব্ধ হওয়া অবস্থানগত অবস্থিতি” – তাতে আল্লাহর তরে আপনার ডেডিকেশনেও আপনিও মস্তিষ্কের প্রতিক্রিয়াতে বিশেষ এক অনুভূতি পেতে পারেন! এমতাবস্থায় আপনার লাইফে সুখ ও স্যাটিসফেকশান লাভ করতে প্রয়াসী হয়ে পারেন!

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা রইলো।

ফেসবুকে আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu

4 thoughts on "আল্লাহর সান্নিধ্য লাভের সাইকোলজিক্যাল প্রোগ্রাম Murakaba"

  1. মুফতি Author says:
    Ai কি লিখে দিলো, সেটা না পড়েই পোস্ট না করলে ভালো হয়।

    শুধু কপি পেস্ট করলাম, আর পোস্ট করলাম বিষয়টা ঠিক হলো না।

    1. Humayun Shariar Himu Author Post Creator says:
      @মুফতি
      এটা AI হতে লেখা নয়; এখন এই কথাটি বলেই সেটার জাস্টিফাই হয় না তথাপি আমার সাইকোলজিক্যাল প্রজেক্টের জন্যই এই লেখাগুলো যা TrickBD তে শেয়ার করা।
      আপনার বিভ্রান্তি থাকলে AI টুলস হতে ক্রস ভেরিফাই করতে এখানে উপাত্ত দিতে পারেন যে AI জেনারেটেড কিনা?
      @cawen82950
      কোন বিষটিতে আপনি Fake হিসেবে অভিহিত করছেন সেটা স্পেসিফাইড করুন।

Leave a Reply