আসসালামু আলাইকুম,  


ইসলামের কথা প্রচারে আজকাল বুঝা  যায়না কে ভুয়া, কে ধোঁকা, কে বিক্রেতা।   অনেকে না জেনে, কেউ না বুঝে, আবার কেউ ভুল শিখে যা শোনে তাই প্রচার করে। এতে সমাজে  জাল হাদিস এর বিস্তার ঘটে ও প্রচারক রা মহা পাপে পাপী হন, পাপী হন ভুল আমল কারী গণও। ইমান বাচাতে ও পরকালে মুক্তি পেতে যাচাই এর বিকল্প নেই।  দেখুন – কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা হাতুড়ি নিয়ে হাজির, আপনি বললেন  -“আমি অমুক হুজুর কে ফলো করতাম, তাকে নিয়ে আসুন” ফেরেশতারা কিন্তু তাকে আনবেনা। বলবেন আরেকবার সুযোগ দাও, দুনিয়ায় পাঠাও- সুযোগ হবেনা। বলবে আপনার হাতের কাছে অনেক কিতাব ছিলো কেন তা পড়েন নি, অনেক আলেম ছিলো কেন জিজ্ঞাসা করেন নি। কেন ইনটারেস্টেড ছিলেন না? আপনার ইচ্ছা শক্তির উপর ফয়সালা হবে।  তাই আসুন জেনে নিই কিছু উপায়। 


সত্য মিথ্যা যাচাই বাছাই করার উপায় ৩ টি ——— 


১. যে হুজুর যা বললেন, শেষে তিনি যদি হাদীসের নাম বা আয়াতের নাম্বার বলেন তা সেই  হাদীসে খুঁজে দেখা । যেমন – উনি যদি বলেন হাদিস টা আছে ইবনে মাজাহ নামক হাদিস শরিফ এর ৩৩৩ নং হাদিস এ। আপনি ইবনে মাজাহ কিনবেন, বা দোকান এ যেয়ে চাইবেন, বা অনলাইনে সার্স করে দেখবেন যে ঐ হাদিস ইবনে মাজাহ তে ঐ নম্বরে  আছে কিনা। তিনি যে কিতাব এর নাম বলেন তা খুজবেন, না বললে তার কাছে পরে ভদ্র ভাবে জিজ্ঞাসা করবেন।


২. তার বলা রেফেরেনস বা হাদিস খানা ভালো দেখে অন্য আলেম কে জিজ্ঞাসা করবেন হাদি্স টা  এটা কিনা বা আছে কিনা বা এই কথা  সত্য কিনা তিনি যা বললেন।


৩. আলোচনায় কোন হুজুর /ইমাম কোন হাদিস এর নাম না বললে  তাকে জিজ্ঞাসা করলেন পরে, কিন্তু তাও বললেন না তিনি ———- প্রবলেম নাই…… সরাসরী একটা হাদিস কিনে নিন। বুখারী ১০ পার্ট হয়ত কস্টকর হবে, মুসলিম শরিফ ৪ পার্ট একত্রে পাওয়া যায়। দাম ৩০০-৪৫০ টাকা মত .উল্লেখিত অধ্যায় এর সব পড়ে ফেলবেন। যেমন উনার কথা রমাদান নিয়ে হইলে রমাদান অধ্যায় পড়েন।   হুজুর / ইমাম এর কথা সহীহ হইলে এখানেই পাবেন। না হইলে জাল বা দুর্বল হবার সম্ভাবনা বেশী। এখন এই সন্দেহ নিশ্চিত না হয়ে তার উপর আমল করা ঠিক হবেনা ………… আবার সব সহীহ ই যে এক কিতাবে থাকবে তা নয়, কিছু আছে বুখারী তে যা মুসলিম এ ধরেনি কারণ এটা ৪ পার্ট। আর বুখারীর ১০  পার্ট। ……....

  তবে জাল কিনা নিশ্চিত হবার জন্য আরেকটা কাজ করতে হবেঃ


৪.  শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর , বা অন্য কোন আলেম এর একটা বই  আছে একই নাম বা একই ধরণের নাম – “হাদীস এর নামে জালিয়াতি” . কিনবেন, দাম হয়তো ২০০-২৫০ টাকার ভেতর। প্রচলিত সকল জাল হাদিস এর ভেতর আছে ও বর্ণনা সহ কোথা থেকে কিভাবে আসলো তা, এই বইতে পাইলে নিশ্চিত হতে পারবেন সেই হাদিস টা সহীহ নাকি জাল।  


এখন বুঝছেন কিভাবে যাচাই করবেন? শুধু হুজুর দের দোষ দিলে তো হবে না….

 মহান আল্লাহ বলেন “ইকরা” অর্থ শোন? নাকি ইকরা অর্থ পড়? আল্লাহ  বললেন পড় আমরা বললাম – পড়বোনা – শুনবো। এটা অন্যায়।  আল্লাহ যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রথম ওহি প্রেরণ করেন তার প্রথম শব্দ টা কি ছিলো? ৩০ নং পারা এর সুরাহ আলাক এর ১ম শব্দ – ইকরা। অর্থ-  পড়।  

আমরা তো পড়তে চাইনা, যা শুনি তাই বলি । এটা খুবই মারাত্মক ক্ষতিকর । ইসলামের ইতিহাসে এটাই পাওয়া যায় – কোন আলেম, কোন সাহাবী, কোন তাবেয়ী যাচাই ছাড়া ইসলামের কথা গ্রহন করতেন না তা যেই বলুক। ইমাম বুখারী রহঃ দের এর কথা অনেকে জানেন। তিনি কারোও হাদীস নেওয়ার আগে জিজ্ঞাসা করতেন সেই মজলিসে কে কে ছিলো তার মনে আছে কিনা? ভুল বললে নিতেন না কেননা তার হাদীসের বর্ণনা ভুল থাকতে পারে – চিন্তা করেন। 


  তাই আসুন। বাজারে গিয়ে যেমন ঝাল পেয়াজ একটা একটা করে বাছাই করে কিনি, আলু চাল ধরে ধরে বেছে নিই, আমাদের ইমান বাচানোর জন্য, আমল বাচানোর জন্য দ্বীন ইসলামের কথা টাও বাছাই করি।



আপনাদের পড়ার সুবিধার জন্য কিছু বইয়ের  তালিকাঃ   

সাধারণ মানুষের অধ্যয়নযোগ্য কিছু কিতাবের তালিকা With Photo


 







25 thoughts on "ইসলামের বা হাদীসের কথা কারোও কাছ থেকে শুনলেই তা যাচাই বাছাই এর সেরা ৪ উপায় জেনে নিন"

  1. মুফতি Author says:
    মাশা-আল্লাহ…
    1. Md Khalid Author Post Creator says:
      Thank you vai mufti.
    2. মুফতি Author says:
      জাযাকাল্লাহ খায়ের।
    3. Md Khalid Author Post Creator says:
      same 2 u
  2. apatani Contributor says:
    ভালো
    1. Md Khalid Author Post Creator says:
      thanks
  3. mostak Contributor says:
    vai free net post den please
    1. Md Khalid Author Post Creator says:
      vai mostaq, ami free net chalaina to tai janina
  4. MD Badhon Author says:
    atai islam.. এ ভাবে আমাদের চলা উচিত।
    1. Md Khalid Author Post Creator says:
      thank you badhon…….. apni ki link ta dekhechen?
    2. MD Badhon Author says:
      g vai dekhci..?
    3. MD Badhon Author says:
      এবং আল্লাহ আমাদের সুন্নাহ তোরিকাই চলার তৌফিক দান করুক। আমিন।
    4. Md Khalid Author Post Creator says:
      আমিন
  5. Mahfuj Contributor says:
    khub sundor post khalid bro
    r apni ki ekon alem??(naki ki)
    1. Md Khalid Author Post Creator says:
      Alhamdulillah vai ami alem noi but Alem der kach theke e sekhar try kori o try kore jacchi. I mean – kono amar moto non-alem er kach theke sikhte try korcina –
      karon 2 ta ……
      1. ami alem peyechi.
      2. non-alem drer vul thake beshi must. but alem der vul kom hoy o vuler somvabona o kom thake. thank you.
    2. Mahfuj Contributor says:
      apnar kotha gula khub vlo laglo
  6. ★ jubaer hasan raj ★ Subscriber says:
    (আল্লাহ তায়ালা) আমাদের সহিহ বুঝ দান করুন। ____অামিন______
    1. Md Khalid Author Post Creator says:
      ____অামিন_____
  7. জাযাকাল্লাহ খায়ের।
    ভাই আপনারা ফেসবুক আইডির লিংকটা দিন।
    1. Md Khalid Author Post Creator says:
      ফেসবুকে মেসেজ দিতে পারেন ফেসবুক ডট কম স্লাশ এম খালিদ ২০১৭
  8. samim904 Contributor says:
    খুব ভালো লাগলো। ধন্যবাদ
    1. Md Khalid Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাইয়া
  9. Nazma Akondo Subscriber says:
    খালেদের আগের পোষ্ট দেখুন। সে লামাজহাবি রফাদানী আহলে হাদীস
    1. Md Khalid Author Post Creator says:
      আপনি এক মুখে ২ কথা বলেন কেন? বলছেন লা মাযহাবী আবার বলছেন আহলে হাদীস! আশ্চর্য, বুঝাই যাচ্ছে লিটল নলেজ
    2. Md Khalid Author Post Creator says:
      দেখুন কেউ হাদীস না মানলে সে নবী (স) কে মানেনা, আর যে নবী কে মানেনা সে মুসলিম ই না। আর সহিহ ২০ টির কাছাকাছি হাদিস আছে যেখানে নামাজে ২ হাত উঠানো রুকুর আগে রাসুল (সা) করেছেন বলে উল্লেখ আছে। তবে কোথাও “না করলে নামাজ হবেনা” কথাটা লেখা নাই এজন্য এই কাজ টা নামাজের মুস্তাহাব বলা হয়েছে। একটা মুস্তাহাব নিয়ে এত তর্ক? অথচ যে নামাজ ই পড়ছেনা (ফরজ ছেড়ে দিচ্ছে) তার বিষয়ে আমরা নিরব। এটা তো ইসলামের শিক্ষা নয়

Leave a Reply