=> চার বস্তু শারীরিক শক্তি বৃদ্ধি করে <=
=========================
? ১. গোশত খাওয়া।
? ২. সুগন্ধির ঘ্রাণ নেওয়া।
? ৩. অধিক গোসল।
? ৪. সুতার কাপড় পরিধান করা।

 

 

=> চার বস্তু দৃষ্টিশক্তি প্রখর করে <=
=======================
? ১. খানায়ে কা’বার সামনে বসা।
? ২. ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করা।
? ৩. সবুজ প্রকৃতি দেখা।

? ৪. পরিস্কার-পরিচ্ছন্ন জায়গায় বসা।

 

 

=> চার বস্তু বিবেক বৃদ্ধি করে <=
=====================
? ১. অনর্থক কথা-বার্তা ত্যাগ করা।
? ২. দাত পরিস্কার রাখা।
? ৩. নেককারদের মজলিশে বসা।
? ৪. উলামাদের শংস্পর্শ অবলম্বন করা।

 

 

=> চার বস্তু রিযিক বৃদ্ধি করে <=
=====================
? ১. নিয়মিত তাহাজ্জুদ।
? ২. অধিক পরিমাণ ইস্তেগফার।
? ৩. অধিক পরিমাণ সদকা।
? ৪. অধিক পরিমাণ যিকির।

 

 

আল্লাহ তায়ালা এ সকল মহামূল্যবান
উপদেশ বোঝার ও এর ওপর আমল
করার তওফিক দান করুন। আমিন।।

সুস্থ সংস্কৃতির, সচ্ছ ব্যবহার। দক্ষ ওয়েবমাসটার দ্বারা পরিচালিত। Futurebd24.Com
Plz Visit Vai…

12 thoughts on "হযরত ইমাম শাফেয়ী (রহঃ) এর কিছু গুরুত্বপূর্ণ অমূল্য বাণী!"

  1. Rahim Sadnan Contributor says:
    nice post…
    .arokom aro post korle khushi hobo….
    1. Md Khalid Author says:
      নাহ এরকম পোস্ট ক্ষতিকর
    2. M.Rubel Author Post Creator says:
      কেনো ভাই???
    3. Md Khalid Author says:
      নিচে বলেছি
  2. Md Khalid Author says:
    “কোনো অন্যায়কারি ব্যাক্তিকে অন্যায় করতে দিও না।পারলে বাধা দিন,আপনার মঙ্গল হবে”। – কথা টা সুন্দর ভাই এম রুবেল। এখন এই পোস্টে কমপক্ষে ৩ টা অন্যায় আছে, আপনি ১ টা করেছেন আর যেখানে পড়ে লিখেছেন সে করেছে ২ টা। তার অন্যায় হলো –
  3. Md Khalid Author says:
    তার অন্যায় হলো – ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ এর এইখানে লেখা সকল উক্তি ঠিক বলেমনে হচ্ছেনা তাই তিনি কোথা থেকে লিখলেন তা উল্লেখ করেন নি, এটা অন্যায়, এতে কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝা যায়না, আর এই সূযোগ নিয়ে ইমাম দের নামে উক্তির ভেডঃর জাল / বানোয়াট কথা ঢুকাবে অনেকে এটাও অন্যায়, এই সূযোগ তিনি দিবেন কেন?—————- আ র আপনার অন্যায় হলো রেফারেন্স ছাড়া কারোও লেখা প্রচার করা। যার ফলে আপনি নিজেও ভুল করবেন, অন্যকেও ভুল করানোর কারণ আপনি হতে পারেন।
    1. Md Khalid Author says:
      একটা উদাহরণ বলছি – কাবার দিক চোখ রাখলে দৃষ্টি ভালো হয় এটা কখনও শুনিনি। হয়তো বলবেন – হাহ, সম্মানিত কাবা সম্পর্কে এই কথা? আরে ভাই, কাবা সম্মানিত কিন্তু কাবার নামে মিথ্যা তো বলতে পারেন না, কদিন পর অনেকে বলবে – কাবার দিক তাকালে ১০০০০০০ সাওয়াব লিখা হয়। তাদের কেউ বাধা দিলে তখন তারাও বলবে – কাবা সম্পর্কে এই কথা?
    2. mdAsraf Contributor says:
      R8
    3. M.Rubel Author Post Creator says:
      ইমাম শাফেয়ী রহঃ সম্পর্কে বিস্তারিত পোস্ট দিবো দেখবেন।
    4. Md Khalid Author says:
      আশা রাখি। কিনতি তার লেখা কোন বইয়ের রেফারেন্স লাগবে। অর্থাৎ তার লেখা বই তো বাংলায় না, তার বইএর বাংলা অনুবাদ পড়ে লিখবেন।
  4. ab sabur Contributor says:
    অনেক সুন্দর পোস্ট

Leave a Reply