=> চার বস্তু শারীরিক শক্তি বৃদ্ধি করে <=
=========================
১. গোশত খাওয়া।
২. সুগন্ধির ঘ্রাণ নেওয়া।
৩. অধিক গোসল।
৪. সুতার কাপড় পরিধান করা।
=> চার বস্তু দৃষ্টিশক্তি প্রখর করে <=
=======================
১. খানায়ে কা’বার সামনে বসা।
২. ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করা।
৩. সবুজ প্রকৃতি দেখা।
=> চার বস্তু বিবেক বৃদ্ধি করে <=
=====================
১. অনর্থক কথা-বার্তা ত্যাগ করা।
২. দাত পরিস্কার রাখা।
৩. নেককারদের মজলিশে বসা।
৪. উলামাদের শংস্পর্শ অবলম্বন করা।
=> চার বস্তু রিযিক বৃদ্ধি করে <=
=====================
১. নিয়মিত তাহাজ্জুদ।
২. অধিক পরিমাণ ইস্তেগফার।
৩. অধিক পরিমাণ সদকা।
৪. অধিক পরিমাণ যিকির।
আল্লাহ তায়ালা এ সকল মহামূল্যবান
উপদেশ বোঝার ও এর ওপর আমল
করার তওফিক দান করুন। আমিন।।
সুস্থ সংস্কৃতির, সচ্ছ ব্যবহার। দক্ষ ওয়েবমাসটার দ্বারা পরিচালিত। Futurebd24.Com
Plz Visit Vai…
.arokom aro post korle khushi hobo….