আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ? জানি ভাল আছেন

আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে তাহলে এবার শুর করা জাক।

প্রশ্ন : ইসলামে দত্তক নেওয়ার বিধান আছে কি? থাকলে উত্তরাধিকারের নিয়ম কী?
উত্তর : ইসলামে দত্তক নেওয়া হারাম, দত্তক নেওয়া জায়েজ নেই। মানুষকে আপনি দয়া করে তাঁকে লালন-পালন করতে পারেন, কিন্তু সন্তান দত্তক নেওয়া জায়েজ নেই, এটা হিন্দুদের মধ্যে আছে। এটা কখনো ইসলামে নেই। ইসলামে দত্তক নিলে সে কোনো ওয়ারিশ হবে না, কোনো কিছুই পাবে না।
দত্তক নেওয়া তো জায়েজ নেই, বরং কোনো মানুষকে যদি আপনি লালন-পালন করেন, যে আপনার পরিবারভুক্ত নয়, সন্তান নয়, তাঁর জন্য আপনি কিছু দান করতে পারেন, সদকা করতে পারেন। তাঁকে উত্তরাধিকার আইনের মধ্যে নিয়ে আসা যাবে না। সে আপনার কোনো সন্তানের মর্যাদা পাবে না এবং কোনো ওয়ারিশ হবে না। এটাই মূল কথা।

কোরআনে কারিমে আল্লাহতায়ালা এই দত্তকপ্রথা নিষেধ করার জন্য সরাসরি তাঁর নবীকে দিয়ে একটি বিরাট কাজ করিয়েছেন। সেটা হচ্ছে, জায়েদ ইবনে হারজ, যাকে বলা হতো জায়েদ ইবনে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদের ছেলে জায়েদ। সেটা বন্ধ করার জন্য আল্লাহতায়ালা বলেছেন, ‘যাদের তোমরা সন্তান বলে ডাকো, তারা তোমাদের সন্তান নয়।’
সরাসরি আল্লাহতায়ালা নিষেধ করে দিয়েছেন সূরা আহজাবে। এর পর আল্লাহতায়ালা বলেছেন, ‘এগুলো তোমাদের মুখের কথা, আল্লাহ সঠিক কথা বলেন।’ অর্থাৎ দত্তক নেওয়া কোনোভাবেই জায়েজ নেই। এ জন্য জাহেলি যুগে নবী (সা.) যাঁকে লালন-পালন করেছেন, আল্লাহতায়ালার নির্দেশে তাঁর স্ত্রীকে তিনি বিয়ে করে দেখিয়ে দিয়েছেন।
আল্লাহতায়ালা বলে দিয়েছেন, ‘যাদের তারা নিজের সন্তান বলে ডাকে, তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম নয়, হালাল।’ এটা প্রমাণ করার জন্য আল্লাহতায়ালা তাঁর স্ত্রীকে, অর্থাৎ জায়নাবকে বিয়ে দিয়েছেন মুহাম্মদ (সা.)-এর সঙ্গে। সুতরাং ইসলামে দত্তকের কোনো সুযোগ নেই।

আমার এই অসাধারন সাইট টা একবার দেখে আসুন ভাল লাগবেই- NewTips25.Com

9 thoughts on "দেখুন ইসলামে সন্তান পালক নেওয়া জায়েজ? নাকি জায়েজ না???"

    1. rabbi. Contributor Post Creator says:
      tnx
  1. M.Rubel Author says:
    পোস্ট ভালো করে করবা।
    1. rabbi. Contributor Post Creator says:
      oi mia post e vul koi tumi ki post koro!!!!! ??
  2. shakil-ahmed Contributor says:
    right but ja ja bolla tar dolil koi dolil soho post koiro taile jachai kora jabe ar etau bujlam na emonta hole amader adom amader pita non jake amra adi pita boli ar amra adomer sontan etai vul proman hocce ekhane so dolil daau ar valo vabe bujabar try koro nahole vibranto te porbe manus
    1. Rabby Contributor Post Creator says:
      vai ei kotha ntv te boro boro alem ra bolce tader kotha ki mittha.??
    2. shakil-ahmed Contributor says:
      vaiya don’t mind ami muslim allah o tar rasul k blv kori but allah amader ke bujar toufik diyecen tobe ha ekhane kunu kharap kicu likha nai tobe etar reference nai so eta hadis hotei pare na 100000000% sure cozz eta durbol hadis ba kotha ami eta omanno kocina tobe dolil nai reference o nai tai alim ken moha alim o bolle 100% blv korbona reference chara I hope u understand ar alim talim bad den koyjon sohih alim ace kuje deken
  3. Rabby Contributor Post Creator says:
    bro apanr ki mone hoi oisob alem ra banai bolce?

Leave a Reply