আসসালামু আলাইকুম
নিশ্চয় ভালো আছেন , আর ভালো থাকারই ত কথা Trickbd.Com এর সাথে থাকলে সবাই ভালোই থাকে!
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০০১তম পর্বে নামাজের জায়গায় শিশু প্রস্রাব করলে সে জায়গায় নামাজ আদায় করা যায় কীভাবে, সে সম্পর্কে মিরপুর থেকে চিঠিতে জানতে চেয়েছেন আঞ্জুমান আরা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন :
আমার বাচ্চা হাঁটতে শিখেছে। তাই সারা ঘর হাঁটে, খেলে আর যেখানে-সেখানে প্রস্রাব করে। অনেক সময় নামাজের জায়গায়ও প্রস্রাব করে। শুকনো কাপড় দিয়ে মুছে সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি। এতে কি নামাজ হয়?
হ্যাঁ, নামাজ হয়ে যাবে। যদি মোছার পরে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে থাকেন, তাহলে সালাত হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো, প্রস্রাব যদি করে তাহলে ভেজা কাপড় দিয়ে পানি দিয়ে মুছে ফেলা।
এটা সবচেয়ে উত্তম। তাহলে এখানে পরিপূর্ণ তাহরাত হাসিল হয়ে যাবে। সে ক্ষেত্রে আপনি জায়নামাজ না নিলেও সালাত আদায় করতে আপনার কোনো ধরনের অসুবিধা নেই।
আপনার সালাত হয়ে যাবে। যেহেতু আপনি জায়নামাজ দিয়ে সালাত আদায় করছেন, সে ক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে।
সৌজন্যঃ-NewTips25.Com
4 thoughts on "নামাজের জায়গায় শিশু প্রস্রাব করলে কী করব ?"