পবিত্র কুরআনের অনেক যায়গায়
মহান আল্লাহ্ তায়ালা বলেছেন
তিনি শিরক কারীকে কখনো ক্ষমা
করবেন না। এছাড়া তিনি ছোট ছোট
পাপ তিনি চাইলে ক্ষমা করে
দেবেন। বড় বড় গুনাহ গুলোর মধ্যে
শিরক হচ্ছে অন্যতম। মহান আল্লাহ্
তায়ালা শিরককারীকে কখনো
ক্ষমা করবেন না। আমাদেরকে সতর্ক
করার জন্য মহান আল্লাহ্ তায়ালা
পবিত্র কুরআনের অনেক যায়গায়
অনেক আয়াত অবতীর্ণ করেছেন।

মহান আল্লাহ্ তায়ালা বলেছেন,

“নিশ্চয়ই আল্লাহ্ তাঁর সাথে কাউকে
শরিক করা ক্ষমা করবেন না। এছাড়া
অন্যান্ন গুনাহ ক্ষমা করে দেবেন।
কিন্তু যে আল্লাহর সাথে শিরক
করে সে মহাপাপী”। (সুরাহ নিসা
আয়াত ৪৮)

কেউ আল্লাহর সাথে শিরক করলে
সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়।
শিরক হচ্ছে আল্লাহ্ তায়ালার
সত্তা এবং তাঁর গুণাবলী যা বলা
হয়েছে সেসব বিষয়ে অন্য কাউকে
আল্লাহর সমকক্ষ মনে করা। যারা
আল্লাহর সাথে শিরক করে
তাদেরকে কুরআনের ভাষায় মুশরিক
বলা হয়। তারা অনন্তকাল
জাহান্নামে অবস্থান করবে। পবিত্র
কুরআনে মহান আল্লাহ্ তায়ালা শপথ

করে বলেছেন মুশরিকরা
জাহান্নামী।

এই পোষ্ট সবার আগে প্রকাশিত হয়
নিত্য নতুন টিপস পেতে ভিজিট করুন।

কোন ভুল হলে মাফ করে দিবেন।
কারণ মানুষ মাএই ভুল।।
ধন্যবাদ!!!!!!!!

15 thoughts on "অনন্তকাল জাহান্নামে অবস্থানকারী ব্যক্তির পরিচয় জেনে সকলের জানা দরকার এই বিষয়ে জেনে নিন!!!!!"

  1. হিন্দুরা বিনা হিসাবে জাহান্নামি। (কলিমা না পড়লে)
    1. MdSabbir Author Post Creator says:
      tnq all
    2. Md Khalid Author says:
      মক্কার কাফের রা মানত আল্লাহ একমাত্র স্রষ্টা, রিজিক দাতা, খালিক, মালিক, ইত্যাদি, ফেরাউন, নম্রুদ, সকল হিন্দু রা, ভিন্ন ধর্মীরাও মানে আল্লাহ একমাত্র স্রষ্টা, রিজিক দাতা, খালিক, মালিক, ইত্যাদি। (সুরাহ ইউনুস ৩১, সুরা মুমিনুন ৮৪-৮৯, সুরাহ আঙ্কাবুত – ৬১-৬৩, সুরাহ লুকমান-২৫,সুরাহ ঝুখ্রুফ-৯) । শিরক টা অন্য যায়গাতে ভাই। আমার আরেকটা কমেন্টে দিছি।
    3. redmonster Contributor says:
      তাহলে হিন্দুরা মুর্তিপূজা করে কেন? মূর্তিপূজা কি তাহলে শিরক নয়?
    4. Md Khalid Author says:
      please come back with Refence. andaje kotha bola kobira guna. hoyto tara paper karone saja pabe kintu apni ja bollen hubohu ta ki kitabe ache?
    1. MdSabbir Author Post Creator says:
      tnq
    1. MdSabbir Author Post Creator says:
      tnq
  2. Md Khalid Author says:
    টপিক টা গুরুত্বপুর্ণ। কিন্তু শিরকের কারণ গুলো আসেনি। একজন কমেন্ট করেছে হিন্দুরা জাহান্নামী। আর আপনি বলেছেন শিরকের গুনাহ কখনও ক্ষমা হয়না। আমাদের জানতে হবে যে শিরকের গুনাহ তাওবা করলে মাফ হয়, তাওবা না করলে গুনাহ নিয়ে মারা গেলে তা মাফ হবেনা। আর কিছু গুনাহ আছে তাওবা ছাড়া মাফ হয়, ৫ ওয়াক্ত নামাজ, ওযু, রোজার পর অনেক ছগীরা গুনাহ মাফ হয় বলে হাদীসে এসেছে, আর কিছু গুনাহ আছে যা তাওবা তেও মাফ হয়না। যেমন – বান্দাহ্র হক নষ্ট করা, কাউকে গালি দেওয়া, কারো কাছে ঋন থাকা; ইত্যাদি।
    1. MdSabbir Author Post Creator says:
      tnq
  3. Md Khalid Author says:
    শিরকের কারণ গুলো মধ্যে বড় কারন ২-১ টা আছে ০ যেমন – আল্লাহ ছাড়া আর কারো কাছে অদৃশ্য হাজত পূরনের প্রার্থনা করা, কাউকে নিজ দোয়া কবুলের জন্য মাধ্যম মনে করা, মৃত কারো কাছে কিছু চাওয়া, কারো কাছে আল্লাহর কোন ভান্ডার আছে, ক্ষমতা আছে বিশ্বাস করা। এগুলো শীরিকের অন্তর্গত। # আর মক্কার কাফের রা সহ ফেরাউন, নম্রুদ, সকল হিন্দু রাও মানে আল্লাহ একমাত্র স্রষ্টা, রিজিক দাতা, খালিক, মালিক, ইত্যাদি। (সুরাহ ইউনুস ৩১, সুরা মুমিনুন ৮৪-৮৯, সুরাহ আঙ্কাবুত – ৬১-৬৩, সুরাহ লুকমান-২৫,সুরাহ ঝুখ্রুফ-৯) শিরকের কারণ এটাই যা প্রথম লাইনে বললাম।
    1. MdSabbir Author Post Creator says:
      tnq

Leave a Reply