পবিত্র কুরআনের অনেক যায়গায়
মহান আল্লাহ্ তায়ালা বলেছেন
তিনি শিরক কারীকে কখনো ক্ষমা
করবেন না। এছাড়া তিনি ছোট ছোট
পাপ তিনি চাইলে ক্ষমা করে
দেবেন। বড় বড় গুনাহ গুলোর মধ্যে
শিরক হচ্ছে অন্যতম। মহান আল্লাহ্
তায়ালা শিরককারীকে কখনো
ক্ষমা করবেন না। আমাদেরকে সতর্ক
করার জন্য মহান আল্লাহ্ তায়ালা
পবিত্র কুরআনের অনেক যায়গায়
অনেক আয়াত অবতীর্ণ করেছেন।
মহান আল্লাহ্ তায়ালা বলেছেন,
শরিক করা ক্ষমা করবেন না। এছাড়া
অন্যান্ন গুনাহ ক্ষমা করে দেবেন।
কিন্তু যে আল্লাহর সাথে শিরক
করে সে মহাপাপী”। (সুরাহ নিসা
আয়াত ৪৮)
কেউ আল্লাহর সাথে শিরক করলে
সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়।
শিরক হচ্ছে আল্লাহ্ তায়ালার
সত্তা এবং তাঁর গুণাবলী যা বলা
হয়েছে সেসব বিষয়ে অন্য কাউকে
আল্লাহর সমকক্ষ মনে করা। যারা
আল্লাহর সাথে শিরক করে
তাদেরকে কুরআনের ভাষায় মুশরিক
বলা হয়। তারা অনন্তকাল
জাহান্নামে অবস্থান করবে। পবিত্র
কুরআনে মহান আল্লাহ্ তায়ালা শপথ
জাহান্নামী।
এই পোষ্ট সবার আগে প্রকাশিত হয়
নিত্য নতুন টিপস পেতে ভিজিট করুন।
কোন ভুল হলে মাফ করে দিবেন।
কারণ মানুষ মাএই ভুল।।
ধন্যবাদ!!!!!!!!
15 thoughts on "অনন্তকাল জাহান্নামে অবস্থানকারী ব্যক্তির পরিচয় জেনে সকলের জানা দরকার এই বিষয়ে জেনে নিন!!!!!"