হযরত আবু নাঈম ও হযরত ইবনে আবি শায়বা (রহঃ) একটি আমলের কথা বর্ণনা করেছেন। তাঁরা বলেন, যে ব্যক্তি এই দু’আ একবার পাঠ করবে- একশ’বার নয়, মাত্র একবার- আল্লাহ তা’আলা তার ৭০টি বিপদ দূর করে দিবেন।
আর সর্বনিম্ন বিপদ হলো- দারিদ্রতা এবং অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়।
দু’আটি হলো –
لا حول ولا قوة الا بالله ولاملجا ولامنجا من الله الا اليه
উচ্চারণ : লা-হাউলা ওয়ালা-কুওয়াতা ইল্লা বিল্লা-হি ওয়ালা-মালজাআ ওয়ালা-মানজাআ মিনাল্লা-হি ইল্লা ইলাইহি।
দু’আটি মুখস্থ থাকলে তো ভালো। না থাকলে মুখস্থ করে নিন। নিয়মিত পাঠ করুন। সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন, ইনশাআল্লাহ।
আরেকটি দু’আ দুশ্চিন্তা গ্রস্থদের জন্য :
কানযুল উম্মালে বর্ণিত আছে, যে ব্যক্তি ইয়াকীন ও দৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তা’আলা তার দুশ্চিন্তাগ্রস্থ হৃদয়কে প্রশান্তি দান করবেন।
আয়াতটি হলো-
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(সূরা-আম্বিয়া, আয়াত ৮৭)উচ্চারণ : লা ইলা-হা ইল্লা-আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনাজ জোয়া-লিমীন্।
এখানে ইয়াকীন ও দৃঢ় বিশ্বাসের শর্তারোপ করা হয়েছে। কারো অন্তরে এ ব্যাপারে সন্দেহ থাকলে সে সুফল পাবে না।
আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক। আমিন।
সৌজন্যে: Tech Adda
3 thoughts on "যে দু’আটি পাঠ করলে ৭০টি বিপদ দূর হয়ে যাবে!"