ট্রি্রিকবিডির সকল ব্যবহারকারীদের জানাই সালাম আস্সামুআলাইকুম ৷ আশা করি সবাই ভালো আছেন ৷

আমরা অনেকে তো দিনের পর দিন নামাযকে অবহেলে করেইযাচ্ছি ৷ আর এই নামায ছাড়লে কি কি ক্ষতি হয় জেনে নেই ৷ রাসূল সাঃ কি বলেছেন ৷

পাঁচ ওয়াক্ত নামায সম্পর্কেে রাসূল (সাঃ) এর কয়েকটি হাদীস ঃঃ

১৷ যে ব্যক্তি ফজরের নামায ছেড়ে দিবে, তার চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যাবে ৷

২৷ যে ব্যক্তি যোহরের নামায ছেড়ে দিবে, তার রুজির বরকত কমে যাবে ৷

৩৷ যে ব্যক্তি আসরের নামায ছেড়ে দিবে, তার শরীরের শক্তি কমে যাবে ৷

৪৷ যে ব্যক্তি মাগরিবের নামায ছেড়ে দিবে, তার সন্তানাদি উপকারে আসবে না ৷

৫৷ যে ব্যক্তি এশার নামায ছেড়ে দিবে, তার নিদ্রা পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে ৷

সাথে থাকার জন্য ধন্যবাদ ৷
সবাই ভালো থাকবেন ৷

2 thoughts on "পাঁচ ওয়াক্ত নামায সম্পর্কেে রাসূল (সাঃ) এর হাদীস ৷"

  1. Junayed Reza Contributor says:
    ভাই, ৫ নং এ যে নিদ্রাঅরা লিখেছেন, সেটা কি নিদ্রা হবে?
    1. Md Shafiqul Islam Author Post Creator says:
      hmmm…….vai

Leave a Reply