বিসমিল্লাহির রাহমানির রাহীম-


চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন।

বুধবার সকালে ১৪৩৯ হিজরি সনের সাদকাতুল ফিতর নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এ হার নির্ধারণ করা হয়।

এ ছাড়া সামর্থ্য অনুযায়ী, খেজুর, কিশমিশ, গম বা আটা, পনির বা যবের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ নিজামউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম ৭০ টাকা, যবের দাম ৫০০ টাকা, কিসমিস ১৩২০ টাকা, খেঁজুর ১৯৮০ টাকা এবং পনিরের ২৩১০ টাকা ধরে এই ফিতরা নির্ধরণ করা হয়েছে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন- ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাম্মদ মাহমুদুল হাসান, আহছানিয়া সুফিজম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গণী, ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দীন কাসেম ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার পরিচালকরা।

গত বছর সর্বনিম্ন ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছিল।

তথ্য সূত্রঃ- যুগান্তর

সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই থাকবেন।

24 thoughts on "এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ আপনার খুশি"

  1. DeviLsDaDDy Contributor says:
    This could be a life-changing for me.???

    bro আমি trickBD তে Author হতে চাই।
    *** review + pending problem এ ভুগছি।
    ** আমার post গুলো check করুন। 100% ভাল লাগবে।

    **আপনার যদি ভাল লাগে তাহলে Further steps নিয়েন।plz

    ** আমার, link : https://trickbd.com/author/devilsdaddy
    ** আমার post গুলো :
    1. https://trickbd.com/?p=473415
    2. https://trickbd.com/?p=473631
    3. https://trickbd.com/?p=473239
    4. https://trickbd.com/?p=473198
    5. https://trickbd.com/?p=473010
    “The only source of knowledge is experience,
    and I’ve a lot of it”
    – DeviLsDaDDy

  2. আপনার অধিকাংশ পোস্টই কপি করা।পারলে নিজের মত করে লেখার চেষ্টা করুন।
    1. M.Rubel Author Post Creator says:
      ভাই আমার অধিকাংশ পোস্ট ইসলামিক। মুসলিম হলে, আশা করি
      বুজতে পেরেছেন।
    2. আরে ভাই ইসলামিক বলে কি হয়েছে।আমি ভাত খাই এটাকে আমি ভাত আহার্য হিসেবে গ্রহন করি এভাবে বলা যায়।তাই বাহানা না দেখিয়ে নিজে নিজের মত করে লেখুন।আশা করি বুঝতে পেরেছেন।
    3. M.Rubel Author Post Creator says:
      ভাই আমার পোস্ট যদি ভালো লাগে তাহলে পরবেন না হয় এরিয়ে যাবেন। আপনার কথায় আমি ইসলামিক পোস্ট করা বাত দিবোনা।
    4. Khairul Islam✅ Author says:
      সহজ ভাষায় আপনার পছন্দ হয়না আপনার নাকি বিষয়টা বুঝতে পারলাম না,,,,,,,,,,যেটা আপনি সহজ ভাষায় বোঝাতে পারেন, সেটা কি আপনি পেচিয়ে বোঝাবেন.???
    5. M.Rubel Author Post Creator says:
      Khairul তুমি আমাকে বলছো??
    6. Khairul Islam✅ Author says:
      না,,,রুবেল ভাই,,,,আবাল তারে বলছি
  3. Mojahid Author says:
    সুন্দর।।। তবে সরাসরি কপি না করে মূল বিষয়টি নিজের ভাষায় লিখে দিলে আরো বেশি ভাল লাগত।।।
    1. M.Rubel Author Post Creator says:
      ভাই এই খানে নিজের ভাষায় লিখার কি আছে
    2. Mojahid Author says:
      কিছু নাই??
    3. রিয়াদ Author says:
      এসব বিষয় কপি করে লিখাই ভালো মোজাহিদ ভাই আপনাকে বলছি।
    4. Mojahid Author says:
      হয়তোবা…?
    5. M.Rubel Author Post Creator says:
      রিয়াদ ভাই আপনি বুজতে পেরেছেন। ধন্যবাদ ভাই
    6. রিয়াদ Author says:
      সব ঠিকাছে আমরা আমরাইতো। আশাকরি আমরা একে অপরের ভুলগুলো বিনয়ের সহিত ধরিয়ে দেব। এবং নিজের ভুলগুলো শোধরে নিব। তবেইতো আমরা ট্রিকবিডি ফ্যামিলি। মোজাহিদ ভাই আবারো বলছি আমরা আমরাইতো।
    7. M.Rubel Author Post Creator says:
      R8
  4. M.Rubel Author Post Creator says:
    Labib ধন্যবাদ
  5. রিয়াদ Author says:
    nice important collection.
  6. TanvirZaman Contributor says:
    খুবি ভাল হয়েছে

Leave a Reply