আসসালামু আলাইকুম, 

জাহান্নামী মানুষ ২  রকম।   
 
 
 

ক) যারা অমুসলিম,  মুসলিম নয় তারা যাবেই।
খ) যারা মুসলিম হয়েও জাহান্নামে যাবে এমন ১৭ শ্রেনীর লোক পাওয়া যায় বিভিন্ন সহীহ হাদিসে  এসেছে, আল্লাহ কোন কালে মাফ করলে পরে তারা জানাতে যাবে। কিন্তু যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর জান্নাত থেকে বের হবেনা, বা তাকে বের করা হবেনা। 

 

 আসুন জেনে নিই সেই ১৭ শ্রেনীর মানুষদের পরিচয়,
 হয়তো সতর্ক হয়ে যেতে পারবো আমরা ———– 


১। যে শরীর হারাম দিয়ে গঠিত। অর্থাৎ হারাম উপায়ে অর্থ অর্জন কারী ব্যক্তি। তা দিয়ে জামা কাপড় কেনা, কিছু কিনে খাওয়া, কিছু কিনে অন্যত্র জমা রাখা, জমি কেনা ও হতে পারে।  


২। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 

 শরিয়তের কোন কারণ ছাড়া কথায় বার্তা – উঠা বসা বন্ধ করে দেওয়া। 

৩। প্রতিবেশী কে যে কস্ট দেয় যে। কোন ময়লা, আবর্জনা, কিছুর পচা গন্ধ বা চিৎকারের কথা বার্তা, বা গান বাজানোর দ্বারা।

৪। মা বাবার অবাধ্য সন্তান।  কোন কুফুরী বা শিরকী কাজের আদেশ মানবেন না, এটা ছাড়া যে কোন আদেশ আপনি মানতে হবে। তবে ব্যবহার খারাপ করা যাবেনা।

৫। উগ্র মেজাজের মানুষ, সকলকে দমায়ে রাখতে চায় যে, কঠিন স্বভাবের মানুষ, বিনয় বিনম্রতা হীন, খটমট করে সারাক্ষন। 


৬। যে সকল মনিবেরা তাদের অধিনস্থ দেরকে ধোকা দেয়। সে কোন কোম্পানীর মালিক ও হতে পারে, কোন লিডার ও হতে পারে।

৭। অন্যের সম্পদ কে অন্যায়ভাবে আত্মসাত কারী ব্যক্তি।

৮। উপকার করে খোট দান কারী ব্যক্তি।

৯। চোগলখোর ব্যক্তি। এর দোষ ওর কাছে, ওর দোষ এর কাছে বলে, মানুষের মধ্যে “লাগিয়ে দেয়”। এর মাধ্যমে সবার কাছে ভালো থাকতে চায় এমন লোকও। 

১০।  অন্যের বাবা কে নিজের বাবা হিসেবে পরিচয় দেওয়া। অনেক সময় পালক সন্তান রা এরকম করতে পারে, যে জন্ম দিলো তাকে না বলে যে পালন করে তাকে বাবা বলে পরিচয় দেয়।

১১। যার মনের ভেতর অহংকার আছে, যে গর্ব। অহংকার করে। অহংকার পড়াশূনা, পোশাক, চেহারা, মান সম্মান, কর্ম বা বেতনের ক্ষেত্রেও করতে পারে। অন্যকে নিজের চেয়ে এসকল দিক থেকে কোন এক্টীতে বা কয়েকটিতে ছোট ভাবা / নিজেকে বড়, ভালো , উন্নত ভাবা ই অহংকার।

১২। যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফলো করেনা, তার নির্দেশকে মান্য করেনা ।

১৩। যে মহিলা অকারনে তালাক কামনা করে / তালাক চায় সেই মহিলা। কআরণ, শয়তান সবচাইতে খুশী হয় সেই যায়গাতে যেখানে ২ জনের সংসারে বিচ্ছেদ ঘটে যায়। আর তালাক চাওয়া ও সেই অথের উপায় ই।

১৪।  দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শেখে। যেমন – লোকে মাওলানা বলবে, দাওয়াত টাওয়াত খাওয়া যাবে, লোকে ভাও বলবে ও কথা শুনবে,  এরকম উদ্দেশ্য  থাকিলে । আলাহকে খুশি করা ছাড়া অন্য কোন ধান্ধায় এলেম অর্জন করলে। বা যে কোন আমল করলে।

১৫। দাড়ি বা চুলে কোন মেহেদী মিশ্রন ছাড়া পিউর কালো কলপ ব্যবহার করলে।

১৬। যে কোন ভালো কাজ করে তা ফলাও ও প্রচার করা।

১৭। 
 ওয়ারিশ দেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে । 
আমরা যাচাই করি, আমরা যেন এই ১৭ শ্রেনীর ভেতর না পড়ী, পড়ে থাকলে মাফ চাই আল্লাহর কাছে ও দূরে চলে যাই সেই গুনাহ থেকে, তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারি ইন শা আল্লাহ।
 


এই বর্ননা রেফারেন্স [ হাদিস আরবী বাংলা ]  সহ  – 

 ভিডিও তে দেখুন একজন প্রখ্যাত আলেম-ই-দ্বীন এর মুখেই

( in  my  blogger blog )


 
 
 
 

17 thoughts on "মুসলমান হয়েও যে ১৭ শ্রেনীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না– কিন্তু কেন ?"

  1. Avatar photo Farhan Ahmed Faruk Contributor says:
    bai khub sundor liksen…tobe edaning ekta kotha suna jay jara argentina brazil er support korbe tara naki jahannam e jabe..kothata kototuku sotto
    1. Avatar photo Tanvir1024 Contributor says:
      রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শুধুমাত্র তিনটি বিষয় ছাড়া অন্য যেকোন প্রতিযোগীতার জন্য পুরষ্কার দেওয়া নিষিদ্ধ। যে তিনটি খেলার জন্য পুরষ্কার দেওয়া জায়েজ রয়েছেঃ (১) তীর নিক্ষেপ প্রতিযোগিতা, (২) উটের দৌড় প্রতিযোগিতা, (৩) ঘোড়া দৌড় প্রতিযোগিতা।” তিরমিযীঃ ১৭০০, নাসায়ীঃ ৩৫৮৫, ইবনে মাজাহঃ ২৮৭৮।
    2. Avatar photo YASIR-YCS Author says:
      তখন বর্তমানের মত এত খেলা ছিল না।
    3. Avatar photo Tanvir1024 Contributor says:
      ভাই ইসলাম বর্তমানের দলিল দিয়া ছলে না ,,কোরান হাদিস এর দলিল দিয়া ছলে….
    4. Avatar photo Md Khalid Author Post Creator says:
      jotil prosno vai. erokom kono kotha nai. but, time nosto kora haram. ta khela dekhe houk, ba onno kaje hok, namaz kaza kora haram, ta khela dekhe hok ba onno kaje houk…….. khela dekhte giye onno kono khoti na hoile problem houar kotha noy………….. support na korle khela dkhben kivabe? but support jeno aegi na hoye jay, hingsa na hoy, khotikor na hoy. etc kheyal rakhte hobe
    5. Avatar photo Azim Author says:
      মহানবী সাঃ বলেছেন, ” যারা বেধর্মীদেরকে এরূপ বলে যে, ‘তোমরা চালাও, আমরা তোমাদের সাথে আছি’ তারা বিধর্মীদের শামিল হবে এবং তাদের সাথেই জাহান্নামে প্রবেশ করবে।” -এই দিক থেকে শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নয়, যেকোনো বিধর্মীদের Support করাই নিষিদ্ধ।
  2. Avatar photo Nadimmoon Contributor says:
    ( Farhan Ahmed Faruk ) VI apni ja bollen akdom thek…amar Hujur bolcheli keamot ar din Amara ja k support korbo tari sati naki Allah uthabea abong oy supportar rai amader k dojok a nea jabea
    1. Avatar photo Farhan Ahmed Faruk Contributor says:
      hmmm..thanks bro
    2. Avatar photo Md Khalid Author Post Creator says:
      onusoron ba follow kora, ar khela dekhar time a ami kono ekta team ke valo khele mone kora (support kra) ek mone hoy na.
  3. Avatar photo সাজিদ Contributor says:
    যাদের অল্প বয়সে চুল পেকে গেছে,,,,,,, তাদের কলপ লাগালে গুনাহ্ হবে????
    1. Avatar photo Tanvir1024 Contributor says:
      ভাই এটা দেখুন https://youtu.be/ Ur7যফ্বকপগক স্পেচ রিমুভ করে দেখুন
    2. Avatar photo Tanvir1024 Contributor says:
      ভাই এটা দেখুন https://youtu.be/Ur7zfWKpGok স্পেচ রিমুভ করে দেখুন
    3. Avatar photo Md Khalid Author Post Creator says:
      jekhane government ruls seikhane betito bari, bina jorurate kolop kora usit noy. arow dekhun, search google = uvbdtv

Leave a Reply