রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

আল্লাহর রাসূল (ছাঃ) বলেছেন,দু’জন মহিলা ছিল,তাদের সাথে দু’টি সন্তানও ছিল। হঠাৎ একটি  বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল। সঙ্গের একজন মহিলা বলল,‘তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে’। অন্য মহিলাটি বলল,‘না,বরং বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে’।অতঃপর উভয়ে  এ  বিষয়ে  দাঊদ (আঃ)-এর  নিকট  বিরোধ  মীমাংসার  জন্য বিচারপ্রার্থী হ’ল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়ষ্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাঊদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ)-এর নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দু’জনে তাঁকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন,তোমরা আমার নিকট একখানা  ছোরা  নিয়ে  আস। আমি  ছেলেটিকে  দু’টুকরা  করে  তাদের দু’জনের মধ্যে ভাগ করে দেই। এ কথা শুনে অল্প বয়ষ্কা মহিলাটি বলে উঠল,তা করবেন না, আল্লাহ আপনার উপর  রহম করুন। ছেলেটি তারই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়ষ্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন।

(বুখারী  হা/৩৪২৭  ‘নবীদের  কাহিনী’  অধ্যায়,  অনুচেছদ-৪০,  মুসলিম  হা/১৭২০, মিশকাত হা/৫৭১৯)।

শিক্ষা:

১. সন্তানের প্রতি মায়ের ভালবাসা অপরিসীম।
২. সুলায়মান (আঃ)-এর বিচক্ষণতা।

৩. প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায়বিচারের পূর্বশর্ত।

সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই থাকবেন।

13 thoughts on "হযরত সুলায়মান (আঃ)-এর হিকমতপূর্ণ বিচার ( হাদিসের গল্প)"

  1. Shadin Contributor says:
    সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই থাকবেন।

    এই লেখাটা শেষে একবার হবে।

  2. MD Shakib Hasan Author says:
    ভাইয়া Tiner request দিয়েছি ৩টা পোষ্ট করে এখনোত Tiner করা হলোনা
    1. Sahariaj Author says:
      করবে ।অনেকে তো দিছে তাই একটু সময় লাগছে
    2. M.Rubel Author Post Creator says:
      MD Shakib Hasan ভাই আপনার পোস্ট ভালো হলে একদিনা একদিন Tiner করবেই ইনশাআল্লাহ্‌
  3. এটা আগেই বই তে পড়েছিলাম
  4. Sahariaj Author says:
    Ata To Sobai Jane But Tnx
  5. masum460 Contributor says:
    ei gotonata onk agee theke jani
    1. M.Rubel Author Post Creator says:
      জেনে থাকলে ভালো
  6. Metal head Contributor says:
    প্রায় সবাই এটা জানে।তাও,জানানোর জন্য ধন্যবাদ
  7. god servant Contributor says:
    খুব সুন্দর
  8. The shield Subscriber says:
    Very good post

Leave a Reply