بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি


লেখাঃ সাইফুর রহমান (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!

— পরিবেশটা সুন্দর না!
— কোনো হৈচৈ আছে!
— চা খাবেন.. ঢেলে দেই!

এটাতো সামান্য, এরকম হাজারো রকমের উদাহরণ আছে, যা নিয়ে আমরা উপহাস, হাসি-ঠাট্টা করে থাকি। হাসি-ঠাট্টা করার ছলে আমরা কত বড় গুনাহে লিপ্ত আছি সেটাকি আমাদের খেয়ালে আছে? আচ্ছা বলুনতো, এসব বলে আসলে কি ফায়দা? নিজের, সমাজের বা ধর্মের কি লাভ হচ্ছে? অনর্থক কাজ একটা।

হাশরের কঠিন দিনে এরকম হাসিঠাট্টার কারণে আমাদের জান্নাত আটকে যেতে পারে সেটা কি আমাদের হুশে আছে?

”তারা বলবেঃ হায় আফসোস, এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোন কিছুই বাদ দেয়নি-সবই এতে রয়েছে…” (সূরাহ কাহফ, আয়াত : ৪৯)

ইবনে আব্বাস (রা.) এই আয়াতের তাফসীরে বলেন, ”ছোট’ হচ্ছে কোনো মুমিনের উপহাসে মুচকি হাসা আর ‘বড়’ হচ্ছে মুমিনের উপহাসে অট্টহাসি দেয়া বা জোরে হাসা।”

কি হলো আমাদের? আমাদের মন থেকে কি এসব আয়াত বিস্মৃত হয়ে গেছে?

”মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম।” (সুরাহ আল-হুজরাত, আয়াত : ১১)

বিদাতি, মাজারপূজারীদের ব্যাপারে অবশ্যই আমরা সবাইকে সতর্ক করবো, সেই সতর্ক করার ভাষা হবে ইলম। ইলমের মাধ্যমে এদের যুক্তিখন্ডন করতে হবে। কোনো মতেই ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। এসব হাসি, ঠাট্টা সুস্পষ্ট গোনাহ। অনেক ক্ষেত্রেই কবিরা গুনাহের পর্যায়ে।

আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আমাদের সরল সঠিক পথে অবিচল রাখুন।

ইসলামিক পোস্ট পেতে বিজিট করুন ইসলামিক সাইট www.OurislamBD.Com

সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই থাকবেন।

23 thoughts on "হায় আফসোস, এ কেমন আমলনামা"

  1. tanvirtheboss Subscriber says:
    মুসলমান হয়েছি বলে কি একটু হাসিঠাট্টা ও করা যাবে না?? মজার মজার জিনিস সব এমনিতেই নিষিদ্ধ তারপরে যদি এগুলোও নিষিদ্ধ করেন । মানুষ তো আর এমনি এমনি জঙ্গী হয়না দেখছি ।
    1. Rejuan Hosain Contributor says:
      রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসি ঠাট্টা করেছেন,কিন্তু সিমার ভিতরে।
      আর ইসলামের কোন বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা করতে মানা করা হয়েছে।
    2. tanvirtheboss Subscriber says:
      হাসি ঠাট্টার মত ব্যপার ঘটলে অবশ্যই হাসি ঠাট্টা করা হবে । এটা বুঝতে হবে সব কিছুই আপডেট হয়েছে কিন্তু সেই ইসলাম ১৪০০ বছর পরে আপডেট হয়নি । তাই অনেক কিছু বর্তমানের সাথে মিলবে না তাই মানুষ সেটাকে হাসিঠাট্টা করতেই পারে ।
      আপনি যদি এই সমাজে বিনা বাধায় একাধিক বিয়ে করতে পারেন তাহলে বলবো আমিও হাসি ঠাট্টা করবো না । কারণ একাধিক বিয়েও এই সময়ের সাথে যায়না ।
    3. Bokul Contributor says:
      ভাই কি বলছেন,মাথা ঠিক আছে ত?
      একজন সত্যিকার মুসলিম কখনো জজ্ঞি হবে,
      আপনাদের মতো অল্প জ্ঞান যাদের আছে ইসলাম সম্পকে তারাই আজকাল জজ্ঞিহিসেবে প্রকাশ পাচ্ছে।
    4. tanvirtheboss Subscriber says:
      বিনোদনের অভাবই মানুষকে আস্তে আস্তে জঙ্গী করে । যারা জঙ্গী হয় তারা এক সময় স্বাভাবিক থাকে । পরে আস্তে আস্তে মানুষের সাথে মেশা বন্ধ করে দেয় কথা বলা বন্ধ করে দেয় জংগী হয়ে যায় । মুসলিম বেশি সত্যিকার হতে গেলেই জঙ্গী হবে আই মিন জিহাদী হয়ে যায় ।
    5. Sarif Islam Expert Author says:
      tanvirtheboss ভাইয়া কিছু মনে করবেন না।
      আপনি একটু ইসলাম নিয়ে আগে ভালভাবে জানুন।
      প্রত্যেক নরনারীর জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ।
      অহেতুক ইসলাম নিয়ে মতামত দিবেন না মুসলমান হিসেবে আমার মত অনেকেরই অন্তরে লাগতে পারে।
      কি রকম কথা ভাই জিহাদি মানে জঙ্গি!
    6. M.Rubel Author Post Creator says:
      tanvirtheboss Brother what religion are you ???
    7. Bokul Contributor says:
      এদের মা-বাবা পতিতা তাই এই এখন যারা ইসলামের পথে থাকে তাদের জজ্ঞি ভাবে..
    8. tanvirtheboss Subscriber says:
      Bokuler ma bap potita
    9. Azim Author says:
      দেখুন ভাই, হাসি-ঠাট্টার মতো বিনোদন ছাড়াও মানুষ বাঁচে। এই দুনিয়ায় মানুষের মানুষকে ভালো কথা বলার অনেক কিছুই আছে। আর জঙ্গিবাদ ও জিহাদ এক নয়। সে বিষয় বলতে গেলে শেষ হবে না। আপনি বরং জাকির নায়েকের “Jihad and Terrorism” বইটা পড়বেন। আর ইসলাম নিয়ে যদি আপনার মনে সংশয় জাগে, তাহলে আপনার চারপাশে আল্লাহর নিদর্শন খুঁজুন আর সূরা রহমান এর বাংলা অর্থ পড়ুন। মহান আল্লাহ তায়ালা আপনাকে হিদায়াত করুন।
  2. NS Sabur Legend Author says:
    Nice post
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ
  3. MD FAYSAL Contributor says:
    good post amin
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ
  4. alauddinalmishbah Contributor says:
    সত্যিটা তুলে ধরেছেন।। আমিন
  5. Nayem Islam Contributor says:
    আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা পোস্ট লিখেছেন। ধন্যবাদ।
  6. HABIB99 Contributor says:
    ও তুমি মুসলমান হয়েছো বলে হাসিঠাট্টা করবে তুমি কি ভূলে গেছো মরার পর কি হবে
  7. HABIB99 Contributor says:
    ও তুমি মুসলমান হয়েছো বলে হাসিঠাট্টা করবে তুমি কি ভূলে গেছো মরার পর কি হবে
  8. HM Mahfoj Contributor says:
    অসাধারণ
  9. Block Buster Contributor says:
    Awesome post!
  10. EA Mahin Contributor says:
    মুমিনের কথায় হাসি ঠাট্টা করা যাবে না ঠিক আছে আগে দেখতে হবে সে মুমিন কিনা।ভন্ড মানেই বিনোদন।সেই বিনোদনটাকেই সবাই নিচ্ছে ?
  11. Sarif Islam Expert Author says:
    সুন্দর পোস্ট ভাই
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply