লেখাঃ রিযওয়ানুল কবির সানিন (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
আমাদের অনেকেরই মনে হয়, মারা যাওয়ার আগে সম্ভবত আমরা মৃত্যুর একটা আভাস পাবো। কোন স্বপ্ন দেখব বা মনের মধ্যে এমন কোন একটা ভাব আসবে, যেটা ইঙ্গিত দিবে আমার মউত খুব সামনে। আর তখনি আমি নিজেকে সংশোধন করে ফেলব।
বিষয়টি এত সহজ মনে হলেও, আসলে এত সহজ নয়। এ ধরনের নিশ্চিত পূর্বাভাস পাওয়া যাবেই, এমন কোন কথা নেই। তাছাড়া, প্রতিদিন কাছের দুরের কত মানুষের অকস্মাৎ মৃত্যু আমরা দেখি। এর চেয়ে বড় রিমাইন্ডার আর কী হতে পারে। হাসতে চলতে, খেলা বা বিনোদনের মাঝে অনেক মানুষকেই আমরা আকস্মিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি।
এক বন্ধুর কথা এখনো মনে আছে, রাতের বেলা নেপাল ভ্রমণের লম্বা প্ল্যান ফোনে শুনিয়ে সকালে তাকে মৃত পাওয়া যায় বিছানায়। গত কয়েকদিন আগে এক আঙ্কেল জমি রেজিস্ট্রেশন করে ফেরার পথে মারা যান। যে মাটির মালিক হয়েছিলেন, সেই মাটিই হয়ে যায় তাঁর মালিক। আর জাভেদ ভাইয়ের মুবারক মৃত্যু তো আমাদের চোখের সামনেই।
দুনিয়াবি শত ব্যস্ততা নিয়ে সকালে বের হওয়া মানুষটির ব্যস্ততা যখন মুহূর্তেই চিরতরে শেষ হয়ে যায়, হঠাৎই যখন নিথর হয়ে যায় চঞ্ছল দেহখানা, বুঝে নিতে হবে, আমার ক্ষেত্রও এমনটিই হয়তো ঘটবে। আগামিকাল সম্পর্কে আমাদের আজকের প্ল্যান পরিকল্পনা যেমন, সেই মানুষগুলোর প্ল্যান আজকে নিয়ে এমনই ছিল।
একটাই চাওয়া সেই মহান প্রতিপালকের কাছে। আমাদের মৃত্যু যেন তাঁর নাফরমানি অবস্থায় না হয়।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আমাদের সরল সঠিক পথে অবিচল রাখুন।
ইসলামিক পোস্ট পেতে বিজিট করুন ইসলামিক সাইট www.OurislamBD.Com
সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই থাকবেন।
plz fb link dn