আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে মাদনি সূরার সংখ্যা ও মাদানি সূরার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


আল কুরআন মোট ৩০টি অংশে বিভক্ত । এক একটি অংশকে পারা বলা হয় । এর আয়াত সংখ্যা ৬২৩৬টি অথবা ৬৬৬৬টি । এর সুরার সংখ্যা ১১৪টি । অবতরণের সময় বিবেচনায় সূরাগুলো ২টি অংশে বিভক্ত । যথা :- মাক্কি ও মাদানি ।

মাদানি সুরার সংখ্যা :-

মাক্কি সুরার সংখ্যা ৮৬টি । আর মাদানি সুরার সংখ্যা ২৮টি ।

সাধারণভাবে বলা যায়,পবিত্র মদিনাতে যে সুরাগুলো নাযিল হয়েছে সেগুলো মাদানি সুরা । তবে প্রসিদ্ধ মত অনুযায়ী,মহানবি (স) এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সুরাকে মাদানি সুরা হিসেবে আখ্যায়িত করা হয় ।

ইয়াহিয়া ইবনে সালাম বলেন,”মহানবি (স) এর মদিনায় হিজরতের মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় যে সুরা সমুহ নাযিল হয়েছে সেগুলো মাদানি সূরা।”

অতএব বলা যায় যে,মহানবি (স) এর হিজরতের পর নাজিল হওয়া সকল সুরাই মাদানি সুরা ।

মাদানি সুরার বৈশিষ্ট্য :-

১। মাদানি সুরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহবান জানানো হয়েছে ।

২। এ সুরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে ।

৩। এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতির কথা বণনা করা হয়েছে ।

৪। ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তজাতিক, শিক্ষা ও সংস্কৃতির নীতিমালা বণিত করা হয়েছে ।

৫। পারস্পারিক লেনদেন,উত্তরাধিকার আইন, ব্যাবসা-বাণিজ্য,যাবতীয় অথনৈতিক কমকান্ডের বিধি বিধান বণনা করা হয়েছে ।

৬। বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে ।

৭। ইবাদতের রীতিনীতি, সালাত,যাকাত,হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে ।

৮। শরিয়তের বিধি বিধান,ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বণনা করা রয়েছে ।

৯। এ সুরার আয়াত সংখ্যা ও আয়াত বড় ।

তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

Leave a Reply