রোগী দেখার পদ্ধতি সম্পর্কে মহানবি হযরত মোহাম্মদ (সঃ) এর কোন দিক নির্দেশনা আছে কী?? নবি হযরত মোহাম্মদ (সঃ) কিভাবে রোগীদের সেবা করতেন?? –এই ধরনের চিকিৎসা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে থাকছে আমার লেখা আজকের আর্টিকেল। সংশ্লিষ্ট প্রশ্নসমূহের সঠিক উত্তর পেতে আমার লেখা এই আর্টিকেলটি গুরুত্বসহকারে পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি । তো চলুন শুরু করা যাক ।


রোগীদের সেবা করার উত্তম নিয়ম কী?? (হাদিসের আলোকে)

হযরত আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “রোগীকে শুশ্রূষা করার উত্তম নিয়ম হলো তুমি যখন রোগীর কপাল বা তার হাতে হাত রাখবে, তখন তাকে জিজ্ঞাসা করবে, আপনি কেমন আছেন?” (আত-তিরমিযী)

*** ঠিক অনুরূপ উপদেশ হযরত ইউনুস (রহ) হতে বর্ণিত এক রিওয়ায়াতে উল্লেখ আছে । তিনি বলেন, “রোগী দেখার নিয়ম হলো, তুমি রোগীর শরীরে হাত রাখবে এবং জিজ্ঞেস করবে আপনার সময়টা কেমন কাটল? আপনার সন্ধ্যা কেমন কাটল?’ অর্থাৎ তার সাথে কুশলাদি বিনিময় করো । তাকে জিজ্ঞেস কর আপনার রাতটা কেমন কেটেছে এবং এখন কেমন কাটাচ্ছেন? ইত্যাদি।” (আস-সুয়ূতী)

মহানবি হযরত মোহাম্মদ (সঃ) কীভাবে রোগী দেখতেন?

মহানবি (সঃ) কোন রোগীকে দেখতে গেলে বা তাঁর কাছে কোন রোগীকে আনা হলে তিনি রোগীর মাথায় ও আক্রান্ত স্থানে হাত বুলানো ছাড়াও তার সুস্থতা কামনা করে দোয়া করতেন । কোন কিছু চিকিৎসা স্বরূপ উযু করে উযুর অবশিষ্ট পানি অসুস্থ ব্যক্তির শরীরে ছিটিয়ে দিতেন অথবা তাকে পান করতে বলতেন । আর তিনি তাঁর উম্মতকে অসুস্থের সেবা করার জন্য এসব কাজের পাশাপাশি দোয়া করার উপদেশ দিয়েছেন । (সহীহ বুখারী)

উপরে উল্লেখিত তিনটি হাদিস থেকে এই সিদ্ধান্তে আশা যায় যে মহানবি (স) প্রথমেই রোগীর কাছে কুশলাদি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেন ও রোগীর শরীরে হাত বুলিয়ে দিতেন । আমরাও এ পদ্ধতি গ্রহণ করতে পারি । তবে এই পদ্ধতি অণুসরণ করতে গিয়ে যেন পর্দার খেলাপ না হয় সেদিকে নজর রাখতে হবে । পুরুষ ও মহিলাদের দিকে নজর রাখতে হবে ।

রোগীর সেবাযত্নকারীদের জন্য রয়েছে জান্নাতের সুখবর । কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমার বান্দার খোঁজখবর নিয়েছ যে অসুস্থ ছিল, যে ক্ষুধার্ত ছিল, যে বস্ত্রহীন ছিল । তুমি রোগী,ক্ষুধার্ত ও বস্ত্রহীনদের সেবা করোনি । তুমি যদি তাদেরকে সেবা করতে এবং একটু সহমর্মিতা প্রদর্শন করতে তাহলে আমিও আজকের দিনে তোমার প্রতি সহানুভূতিশীল হতাম ।” (সহিহ বুখারি)

বিখ্যাত এই হাদিসটি ছিল একজন সাহাবির প্রশ্নে মহানবি (সঃ) এর উত্তর । যদি কোন রোগীর সন্তুষ্টি অর্জন করা যায় তবে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করা যাবে । তাই আমরা সকলে রোগীদের সেবা করব ও ক্ষুধার্তদের খাদ্য দেব । আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক । আমিন ।

2 thoughts on "মহানবি (স) যেভাবে অসুস্থদের সেবা করতেন (হাদিসের আলোকে)"

  1. Naloy khan sagor Contributor says:
    Bhai aponi trickbd ta koto taka pachin.
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      ট্রিকবিডির পলিসি অনুযায়ী ট্রিকবিডির লভ্যাংশের একটি অংশও আমার একাউন্টে যুক্ত । আলহামদুলিল্লাহ ট্রিকবিডি ভালো পরিমাণে অথ প্রদান করেছে ।

Leave a Reply