আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ট্রিক বিডিতে স্বাগতম।
আশা করি সকলেই ভাল আছেন,
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমরা বিশ্বসেরা দশ জন ক্রিকেটার, ১০ জন ফুটবলার, ১০ জন নায়ক নায়িকা বা গায়ক গায়িকার নাম বলতে পারব না এমন মানুষ হয়তো নেই পৃথিবীতে।
কিন্তু আমরা মুসলিম হিসেবে কতটা অধম একবার ভেবে দেখেছেন শতকরা ৯৫ ভাগ মুসলিমই হয়তো জানি না দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর নাম।কারন আমরা আমাদের ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে ভাবার সময় পাইনা, জানার সময় পাইনা।আমরা দুনিয়া নিয়ে উন্মাদ হয়ে আছি।

আজকে আমরা জানবো দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর নাম।

আরবীতে তাদের আশারায়ে মুবাশশারা বা
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবা বলা হয়।

এরাই একমাত্র সাহাবী যাদের রাসুল (সা.) দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।

আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবা হচ্ছেন-

আবু বকর

উমর ইবনুল খাত্তাব

উসমান ইবনে আফফান

আলি ইবনে আবু তালিব

তালহা ইবনে উবাইদিল্লাহ

জুবাইর ইবনুল আওয়াম

আবদুর রহমান ইবনে আউফ

সাদ ইবনে আবু ওয়াক্কাস

সাঈদ ইবনে যায়িদ

আবু উবাইদা ইবনুল জাররাহ

এর স্বপক্ষে দলিল হচ্ছে

সাঈদ ইবনে যায়িদ বর্ণনা করেন:
আব্দুর রহমান ইবনুল আকনাস বলেন, যে তিনি যখন মসজিদে প্রবেশ করেন তখন একজন ব্যক্তি আলীকে সালাম দেন। তখন সাঈদ ইবনে যায়িদ দাড়িয়ে গেলেন এবং বলেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর নবীকে বলতে শুনেছি যে: দশ জন লোক জান্নাতে যাবে: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি: যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আমি কি দশম ব্যক্তির নাম বলব। লোকেরা বলল:কে সে ? তিনি নীরব থাকলেন। লোকেরা আবার বলল : কে সে ? তিনি বললেন:সে হলো সাঈদ ইবনে যায়িদ.

— সংগ্রহ আবু দাউদ, সুনান আবু দাউদ

আবদুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন:
আল্লাহর নবী বলেন: “আল্লাহর নবীকে বলতে শুনেছি যে: দশ জন লোক জান্নাতে যাবে: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলি জান্নাতি, তালহা জান্নাতি: যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি,সাঈদ ইবনে যায়িদ জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি।

— সুনান আত-তিরমিজী।

ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকুন।
আল্লাহ হাফিজ।
-আহমাদ তাজনুর হাবীব


ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি

3 thoughts on "কারা পৃথিবীতেই জান্নাতের নিশ্চয়তা পেয়েছিলেন?মুসলিম হলে অবশ্যই জানা উচিত এই বীরদের সম্পর্কে।[ আশারায়ে মুবাশশারা ]"

  1. Fi Jannatin Naim Contributor says:
    খুব সুন্দর আলোচনা। হাদিস নং গুলো উল্লেখ করলে হয়তো আরো ভালো হত।
    1. ধন্যবাদ ভাইয়া,ইনশাআল্লাহ চেষ্টা করবো❤️
  2. Fi Jannatin Naim Contributor says:
    জাযাকাল্লহু খইর

Leave a Reply