খুব খুশি হলে আমরা কি করি??

“খুব খুশি হলে আমরা কি করি?? “
জোরে দৌড় দিয়ে শূন্যে ঝাঁপ দিই। শূন্যে থাকা অবস্থাতেই বাতাসে ঘুসি দিই। কিংবা আকর্ণ বিস্তীর্ণ হাসি দিয়ে ভি-সাইন দেখাই।
রাসূল (সাঃ) খুশি হলে কি করতেন জানেন? অনেকটা আমরা যা করি তার উল্টোটাই করতেন।
আবু হুরাইরা (রাঃ) বলেন, “”রাসূল (সাঃ) যখন খুব খুশি হতেন কিংবা কোনো আনন্দের সংবাদ শুনতেন, তখন সিজদায় লুটিয়ে পড়তেন “”(সুনানে আবু দাউদ, ২৭৭৪)
ইবনুল কায়্যিম (রাঃ) বলেন, “”রাসূল (সাঃ) এবং তাঁর সাহাবারা যখন কোনো আনন্দের সংবাদ পেতেন কিংবা তাঁদের কাছ থেকে কোনো কষ্ট দূর হয়ে যেত,, তাঁরা সিজদায় লুটিয়ে পড়তেন। “”(মুখতাসার যাদুল মা’আদ ১/২৭)
আমাদের সবার জীবনেই এমন খুশির সংবাদ আসে। একটা পরীক্ষায় ফেইল করা নিয়ে আমরা টেনশনে থাকি, তারপর দেখা যায় বেশ ভালোমতোই সে পরীক্ষায় উতরে গিয়েছি।।
অথবা একটি গুনাহ থেকে আপনি বের হতে পারছেন না অনেক চেষ্টা করেও।
তারপর আল্লাহ নিজ অনুগ্রহে আপনাকে সে গুনাহ থেকে মুক্ত করলেন। এখন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারেন। ফজরের সালাত জামাআতের সাথে পড়তে আর সমস্যা হয় না।
এমন আনন্দদায়ক মুহূর্ত যখন আল্লাহ তা’আলা আপনার জীবনে নিয়ে আসেন, তখন কী করবেন??
★সিজদায় লুটিয়ে পড়ুন ★
কেউ যখন এই সুন্নাহটি পালন করে তখন সে আসলে কী বুঝাতে চাইছে??
সে যেন আল্লাহকে বলছে, পৃথিবীর সবাইকে বলছে, নিজেকে নিজেই বলছে,
“হে আল্লাহ, আমার নিজের ব্যাপারে কোনো ক্ষমতাই ছিল না। আল্লাহ গো, এ জন্যই আমি আমার কপাল মাটিতে বিছিয়ে দিয়েছি। আর কাউকে নয় শুধুই তোমাকে ইয়া রব “”!

সব সময় ইসলামিক পোস্ট পেতে বিজিট করুন ইসলামিক সাইট 


Leave a Reply