আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে পূর্ব নির্ধারিত তারিখ
অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ করা
হবে।
এর আগে গতবার ফল প্রকাশ নিয়ে চরম বিপাকে
পড়েছিলো কর্তৃপক্ষ। নির্ধারিত তারিখের পরে দুই দফা
সময় পিছিয়েও হযবরলভাবে ফল প্রকাশ করে। পূর্বের
তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নির্ধারিত দিনে
সঠিকভাবেই ফল প্রকাশে বদ্ধপরিকর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
প্রফেসর মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন
‘মধ্যরাতেই (বুধবার) ফলাফল তৈরির কাজ শেষ হয়ে
যাবে। আশা করছি বৃহস্পতিবার দুপুরে আমরা
আবেদনকারীদের তালিকা প্রকাশ করতে পারবো।’
এ বিষয়ে মাহাবুবুর রহমান বলেন, ‘গতবারের ব্যর্থতাকে
শুধরিয়ে এবার শুরু থেকেই আমরা সবাই আন্তঃপ্রাণ পরিশ্রম
করে যাচ্ছি। আশা করছি সবকিছু সুন্দর মতো শেষ হবে।’
এদিকে ২৬ মে থেকে ১০ জুন বিকেল সাড়ে ৩টা
পর্যন্ত আবেদনের সময়ে ১৩ লাখ ১ হাজার ৯৮ ভর্তিচ্ছু
আবেদন করে। মোট আবেদনের সংখ্যা ৪৪ লাখ ৯২

হাজার ২২২টি। এবার অনলাইনে এবং এসএমএস’র মাধ্যমে
একজন ভর্তিচ্ছু ১০টি করে ২০টি প্রতিষ্ঠানে আবেদনের
সুযোগ পেয়েছে।
২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে ১৪
লাখ ৭৩ হাজার ৫৯৪ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে
১৩ লাখ ১ হাজার ৯৮ শিক্ষার্থী কলেজে একাদশ এবং
মাদরাসায় আলিমে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে, প্রতিবছর মোট উত্তীর্ণ শিক্ষার্থী
থেকে কিছু সংখ্যক পলিটেকনিকে ভর্তি হয়। কিছু ঝরে
পড়ে, কিছু শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করে।
তাই সবাই কলেজে ভর্তি হতে আবেদন করেনি।
ফল পাওয়া যাবে যেভাবে :
শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেয়া
মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া
হবে। ক্ষুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর প্রদান
করা হবে। এই পিন নম্বরটি পরবর্তী ভর্তি নিশ্চয়নের
জন্য সংরক্ষণ করতে হবে।
এছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল
নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর
ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd ) থেকে
বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
ভর্তির সময়সূচি :
১৬ জুন মনোনীতদের মেধানুযায়ী তালিকা
আবেদনকৃত প্রতিটি প্রতিষ্ঠান প্রকাশ করবে। ১৮ থেকে
২২ জুন মেধা তালিকা এবং ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত
অপেক্ষমাণ তালিকার ভর্তিচ্ছুরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি
হতে পারবে।
তবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির
সুযোগ থাকছে। ১০ জুলাই একাদশের শ্রেণি কার্যক্রম
শুরু হবে। ৭ থেকে ১৮ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান
কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বোর্ডে জমা
দিতে হবে। ২২ থেকে ৩১ আগস্ট ভর্তিকৃত
শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি জমার স্লিপ
বোর্ডে প্রদান করতে হবে।

সুত্র: সময়ের কন্ঠস্বর

22 thoughts on "একাদশ শ্রেণীতে ভর্তির ফল ও ভর্তির সময়সূচি পাওয়া যাবে যেভাবে"

  1. MD ROKY Contributor says:
    Link ta den
  2. Arayhan10 Contributor says:
    sala,,
    copy post korsot.
    1. Riyad Author Post Creator says:
      vai post copy hoyte pare… but ar age kew akhane post koreni & ata akta kajer post…..
  3. Riyad Author Post Creator says:
    .
  4. Sharafat 24 Contributor says:
    কপিবাজ রিয়াদ
    1. Riyad Author Post Creator says:
      ভাই পোস্ট টা কিন্তু কাজের।
    2. Sharafat 24 Contributor says:
      কপি করলে ক্রেডিট দেননি কেন?
    3. Riyad Author Post Creator says:
      সম্পুর্ন পোস্ট না করে উল্টা-পাল্টা কমেন্ট কেন করেন ভাই??
      পোস্ট এর শেষে দেখেন
    4. Sharafat 24 Contributor says:
      এখন পোস্ট ইডিট করে দেছেন
  5. $r@b0n99 Contributor says:
    copy korle ki problem???jodi credit dewa thake
  6. ashiq khan Contributor says:
    কাজের পোস্ট। কপি হোক আর জাই হোক তিনি কিন্তু কাজের পোস্ট করেছেন।
  7. Riyad Author Post Creator says:
    ধন্যবাদ আশিক ভাই
  8. MD ROKY Contributor says:
    plese help me ami post korte parsi na plese help
  9. Riyad Author Post Creator says:
    apni tuner na tai post korte paren na..
  10. Nazim Uddin Contributor says:
    sms এর মাধ্যমে কি জানা যাবে???
    1. Riyad Author Post Creator says:
      হে যাবে।
  11. Gazi Subscriber says:
    যারা ওয়েটিং এ আছে তারা কি ভাবে কি করবে বলবেন প্লিজ।
    1. Riyad Author Post Creator says:
      বিস্তারিত ওয়েবসাইট এ গিয়ে দেখুন।
  12. Nazim Uddin Contributor says:
    sms এর মাধ্যমে কিভাবে জানা যাবে…

Leave a Reply