এইচএসসি ও সমমানের ফলাফল
পুনর্নিরীক্ষার আবেদন আগামী ১৯ আগস্ট
দুপুর ২টা থেকে ২৫ আগস্ট পর্যন্ত করা
যাবে। টেলিটক
মোবাইলের মাধ্যমে এ আবেদন করতে
পারবেন শিক্ষার্থীরা।
এ জন্য লিখে স্পেস দিয়ে বোর্ডের
নামের প্রথম তিন বর্ণ লিখে স্পেস দিয়ে
রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড
লিখে ১৬২২২
নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা
কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি

পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন
নম্বর) দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে ‘RSC’ লিখে স্পেস
দিয়ে ‘YES’ লিখে স্পেস দিয়ে পিন লিখে
স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি
মোবাইল
নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি
পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা
হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ে আবেদন
করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড
পর্যায়ক্রমে ‘কমা’ (,) দিয়ে লিখতে হবে।
উল্লেখ্য, এবার সারা দেশে আটটি
সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও
কারিগরি বোর্ডে এইচএসসি পরীক্ষায়
পাসের গড় হার ৭৪ দশমিক ৭০।
আটটি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২
দশমিক ৪৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে
পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ এবং
কারিগরি শিক্ষা
বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭
শতাংশ।

সৌজন্যঃTrickMax.com

7 thoughts on "যারা এইচএসসি পরিক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেন নি, তারা ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন যেভাবে !!!"

  1. Rab bi Contributor says:
    কেউ কি জানো এটা করার কত দিন পর রেজাল্ট হবে
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আগামী মাসের ১৫ তারিখের দিকে রেজাল্ট দিবে
  2. অচেনা পাখি Contributor says:
    ভাই গনিত থেকে রেজাল্ট কমার আসা আছে কি ?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Try it
  3. Rab bi Contributor says:
    tnQ u via @@[1:[0:1:Kazi Abdul Wakil]]
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      welcome bro

Leave a Reply